বেশি মাতব্বর হলে যা হয়।

in World Steemit Loverslast year

বেশি মাতব্বর হলে যা হয়।
IMG_20240127_234619.jpg

আমাদের বর্তমান সমাজে বেশির ভাগ বিষয়েই এমন একটা পরিস্থিতি দাড়িয়েছে। যেখানে যেনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে হাজারও মানুষের মত নেওয়া লাগে। যার ফলে যে কাজটা দ্রূত করা দরকার ছিল, সেটা দেরিতে শুরু হয় এবং এর ফলে ভোক্তাদের ভোগান্তিতে পড়তে হয়। তবে অনেক ক্ষেত্রে আবার আছে, যেখানে সবার মত নিয়ে জেনে শুনে সিদ্ধান্ত নিতে হয়। আজকের ঘটনায় বলি। আমি যে কোচিং এর আবাসিকে থাকি। আমাদের দ্বিতীয় তলাতে আমি হলাম, চলতি মাসের ম্যানেজার। খাবারের সকল দায়িত্ব আমার উপর।

গত বৃহস্পতিবার আমি এই মাসের বাকি যে কয় দিন আছে, তার একটা নমুনা হিসাব করে মাছ মাংস কিনে এনে ফ্রিজে রাখছি। পরের দিন ছিল আমাদের ফ্লোরের ফিক্সড মিল। এজন্য আগের দিন বিকালে গরুর মাংস এনে রেখেছিলাম। কিন্তু পরের দিন রান্না সময় খালা বের করে দেখে, মাংসে কোনো বরফ জমে নাই। মাংস একটু কেমন যেন গন্ধও বের হচ্ছিল৷ পরে জানা গেল ফ্রিজ নষ্ট হয়ে গেছে৷ কিছু দিন ধরেই বরফ জমে না। অথচ, আবাসিক পরিচালকের যেনো এতে কোনো মাথা ব্যাথায় নাই৷ এদিকে আমার বাকি দিনগুলো মাছ মাংসের অবস্থা খারাপ। গতকালকে আমি নিজে পরিচালককে বললাম বিষয়টা কিন্তু, তিনি কোনো পদক্ষেপ নিলেন না। আজকে সকালে হতে না হতেই মাছ মাংসের পচনের গন্ধ বের হয়ে গিয়েছে।

বের করে দেখি আমাদের তলার জিনিসগুলোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ। কি করা যায়, পরে সকল মাছ মাংস বের করে রান্না করে যে খালা তাদের বাসায় রেখে আসলাম। তবে দুই দিন বরফ, ছাড়া ফ্রিজে থাকার কারণে অনেকটা গন্ধ হয়ে গেছি৷ ওভাবেই আজকে দুপুরে এবং রাতে রান্না করা হয়েছে। জানি না বাকিগুলো খাওয়া যাবে কিনা। মূত আমাদের চার তলা বিল্ডিং৷ যেখানে একটা পরিচালক থাকার কথা, সেখানে আছেন পাঁচ জন পরিচালক, কিন্তু তাদের যেনো কারুরই দায়িত্ব বলে কিছু নাই৷ এ চাপায়ে দেয় অন্যকে, অন্য জন দেয় আবার অন্যকে। এভাবেই চলছে। দেখা যাবে আজকের সমস্যাটা ৩/৪ দিন পর ঠিক হচ্ছে। বাকি দিনগুলো আমরা ভেগান্তিতে আছি।৷

বেশি মাতব্বর হওয়ার কারণে আবাসিকে আজ এই করুন দশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 95910.54
ETH 2724.18
SBD 0.68