সবচেয়ে কঠিন ধাপ হলো " কাজটা শুরু করা "

in আমার বাংলা ব্লগ4 months ago

07-12-2024

২০শে অগ্রহায়ণ , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


working-791849_1280.jpg

From pixabay

মনে করুন, আপনার আর ৬০ দিন পর এডমিশন পরীক্ষা। আপনি ভাবছেন কাল থেকে একদম বই পড়ে ফাটায় দিবো। কিন্তু আপনার কাজের কাজ কিন্তু কিছুই হবে না। কাল পড়ে ফাটায় দিবেন, কিন্তু কাল দেখবেন আবারো আপনার মাথায় ঘুরপাক খাবে সময় তো আছেই আর কয়েকটা দিন পর শুরু করি। আপনি নিজেকে নিজেই অবহেলা করছেন সেটা আপনি নিজেই জানেন। আপনি যেখানে একদিন না পড়ে কাটাচ্ছেন সময়। ঠিক আপনার জায়গায় অন্য আরেকজন কঠোর পরিশ্রম করছে। দিনশেষে সেই ব্যক্তি আপনার থেকে একধাপ এগিয়ে থাকবে। প্রতিযোগিতার এ বাজারে টিকে থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে হবে।

আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না। শুরু করবো করবো বলে শুরু করা হয় না। কিন্তু অবচেতন মনকে যদি বুঝাতে পারেন কাজটি আমি এখন থেকেই শুরু করবো তাহলে কিন্তু কাজটা শুরু করা হয়ে যাবে। আর কাজটা শুরু করা মানে আপনি একধাপ এগিয়ে গেছেন। এখন আপনার কাজটা সমাপ্ত করতেও বেশি সময় লাগবে না। জীবনে আপনার টার্গেট না থাকলে আপনি কখনোই আগাতে পারবেন না। আপনার লক্ষ্যই আপনাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিয়ে যাবে।

আবার ধরেন, অফিস থেকে সাতদিনের একটা প্রজেক্ট দিয়েছে আপনাকে। আপনি ভাবছেন সাতদিন তো অনেক সময়। কয়েকদিন পরেই প্রজেক্টে হাত দিবেন। কিন্তু সময় দেখবেন ঠিকই চলে যাবে। আপনার প্রজেক্ট আর করা হয়ে উঠবে না। যার ফলে আপনার অফিসের বস আপনাকে অন্যভাবে দেখবে। প্রজেক্টটা গুরুত্বপূর্ণ হয়ে থাকলে আপনার চাকরি হারানোর সম্ভাবনাও থেকে যাবে। এজন্য সময়ের কাজ সময়ে করে নেয়াটাই ভালো। যত তাড়াতাড়ি আপনি এ সিদ্ধান্তটা নিতে পারবেন তত তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করতে পারবেন। আর আমরূ এই ভুলটাই করি। কাজটা কখন শুরু করবো সেটাই বুঝি না। একটা কাজের সাফল্যের শুরুটাই ঘটে কাজটা শুরু করার মধ্যে দিয়ে।

আমার কথায় যদি বলি। মাঝে মাঝে এমন হয় যে কি লিখবো ভেবে পায় না। তখন ইন্সট্যান্ট বসে পড়ি পোস্ট লেখার জন্য। আর পোস্ট লেখা শুরু করে দিলেই একটার পর একটা কথা বের হতেই থাকে। এখন আমি যদি পোস্ট লেখা শুরু না করে বসে থাকতাম। তাহলে কিন্তু কাজটা আর হতো না। শুধু ভেবেই যেতে থাকতাম কি লিখবো? এজন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে শুরু করা।

আমার মতামত থাকবে সিদ্ধান্তহীনতায় না পরে কাজ শুরু করে দেন। কাজ শুরু করে দিলেই বাকি ধাপগুলো ধীরে ধীরে শেষ করতে পারবেন। হতে পারে ছোট কোনো ব্যবসা শুরু করতে চাচ্ছেন। অল্প পুঁজি নিয়েই শুরু করে দেন। আপনি যদি ভাবতে থাকেন আমি ব্যবসা করবো তাহলে কিন্তু হবে না। ব্যবসার শুরুটা করতে হবে স্বল্প পুঁজি দিয়েই। তারপর আস্তে আস্তে ব্যবসাটা বড় হবে। যাইহোক, আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে জানাবেন আশা করি।


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

সঠিক বলেছেন আপনি, আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করতে পারি না অধিকাংশই। যারা পারেন, তারা জীবনে এগিয়েও যান।আমার সাথেও এমন হয় যে কী লিখবো কী লিখবো চিন্তা করতেই চলে যায় পরর আর পোস্ট ই করা হয় না। আমরা জানি অনেক কিছুই, তবে মানি না!

 4 months ago 

একদম ঠিক ধরেছেন আপু। যারা পারে তারাই জীবনে এগিয়ে থাকে।

 4 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া কোন কাজ শুরু করাটাই আসলে কঠিন। আমরা যখন কোন কিছু শুরু করি তখন ভালোভাবেই সেটা শেষ করতে পারি। তবে শুরু করতে গেলেই অনেক সময় চিন্তা ভাবনা করে করতে হয় এবং অনেক সময় শুরু করতেই দেরি হয়ে যায়।

 4 months ago 

জি আপু, আপনি একদম ঠিক বলেছেন। শুরু করতে পারলেই কাজটা শেষ করতে সহজ হয়।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.032
BTC 83737.61
ETH 1829.65
USDT 1.00
SBD 0.71