৮ই মার্চ নারী দিবসে মা জাতিদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। (১০%বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য)।
২৩ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ
৮ ই মার্চ ,২০২২সাল
৮ মার্চ নারী দিবস
হ্যালো
![]() |
---|
নারী হচ্ছে মায়ের জাত এজন্য তারা সম্মানের দিক থেকে সমাজের সর্বোচ্চ কাতারে পড়ে যায়। আমরা নারী জাতিকে সব সময় শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখবো। একজন নারী তার জীবনের সর্বোচ্চ উজাড় করে দেয় অন্যের ভালোর জন্য। একজন নারী তারা নিজের স্বপ্ন নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে শুধু অন্যের ভালো করে যায়। একজন নারী তার পুরোটা জীবন শুধু বিসর্জন করে দেয় তার ছেলে সন্তান ভাই পিতা-মাতা আত্মীয়-স্বজন দের জন্য।
একজন নারী একজন মা। এবং একজন সন্তানের কাছে সবথেকে বড় সম্পদ যদি থেকে থাকে সেটি হল তার মা। এই পৃথিবীতে যার মা আছে সে সব থেকে ভাগ্যবান। যার মা পৃথিবীর বুকে বেঁচে আছে আজ অব্দি আমার মনে হয় সে কখনই গরীব নয়। কেননা মা হচ্ছে অমূল্য এক সম্পদ। যা অর্থ দিয়ে কখনই কেনা সম্ভব নয়। আর যাদের মা নেই তারা মনে হয় সব থেকে দুঃখী মানুষের কাতারে পড়ে যায়। মায়ের ভালোবাসা বিন্দুমাত্র খাদ নেই। মায়ের ভালোবাসা সম্পূর্ণ স্বার্থহীন। ভালো থাকুক পৃথিবীর সকল মা জাতীর মানুষগুলো।
বোন হিসেবে একজন নারী খুব সহানুভূতিশীল এবং দয়াবান একজন মানুষ। একজন বোন সব সময় তার ভাইয়ের মঙ্গল কামনা করে। আমি দেখেছি অনেক ছোট ভাই ও বড় বোনকে কিভাবে আগলে রাখে। এবং আমি দেখেছি অনেক বড় বোন তাদের ছোট ভাইয়ের অনেক আদেশ বিধি-নিষেধ মেনে চলার চেষ্টা করে। অনেক খারাপ সময় খারাপ পরিস্থিতি গুলোতেও কখনোই বোনেরা তাদের ভাইয়ের প্রতি একটুও অসহানুভূতি আচরণ করে না। সবশেষে সবচেয়ে বড় কথা হচ্ছে মায়ের পরে যদি কারো স্থান থেকে থাকে সেটি হল বোন। বনও কিন্তু একজন নারীর মধ্যে পড়ে।
![]() |
---|
সহধর্মিনী হিসেবে একজন নারী সত্যিই অমায়িক। কেননা সহধর্মিনী এমন একজন ব্যক্তি যিনি আপনার চরম খারাপ মুহূর্তেও আপনার সাথে থাকে আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করে যাবে। আপনার চরম খারাপ মুহূর্তেও এই সহধর্মিনী নামক ব্যক্তিটি এক পাও পিছপা হবে না। আপনার যতই খারাপ সময় আসুক না কেন আপনার পাশে থেকে তারা তা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। কেন না তারা হচ্ছে নারী জাতি তাদের কাজই হচ্ছে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া। আপনার বৃদ্ধ বয়সে হয়তোবা আপনার ছেলে সন্তানদের কাউকে সেভাবে পাশে পাবেন না। কিন্তু আপনার স্ত্রী নামক ব্যক্তিটি আপনাকে কখনোই একা রেখে যাবে না। এটা হল বিশ্বাস সম্মান একজন সামির প্রতি তার মর্যাদা। আর এত কিছু সম্ভব সে একজন নারী বলেই।
কন্যা হিসেবে একজন নারী ও অসাধারণ অনন্য। একজন কন্যা তার হাজার আশা-আকাঙ্ক্ষা থাকলেও তার পিতামাতার মুখের দিকে তাকিয়ো এসব আশা-আকাঙ্ক্ষাকে মাটিচাপা দিয়ে রাখেন। তারা সব সময় চিন্তা করে পরিবারের ভালো। পরিবারকে ভালো রাখতে তারা অনেক সময় নিজের ভালোবাসা ভালোলাগা এবং নিজের ভালো থাকা টুকু বিসর্জন দিতে এতটুকুও দ্বিধাবোধ করে না। এজন্যই বলি নারীরা হচ্ছে অসাধারণ অনন্য তারা মায়ের জাত। তারা সব সময় সম্মানের একটা জায়গায় থাকুক ভালো থাকুক পৃথিবীর সকল নারী।
আরেকটি বিশেষ কথা যা হলো আমি @rme দাদাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি নারীদের জন্য অসাধারণ সুন্দর একটি ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তার জন্য আজ নারীরা একটি ভালো জায়গায় কাজ করার সুযোগ পেয়েছে। তাদের আর সমাজের অসহায় বঞ্চিত লাঞ্চিত নারীদের মতো জীবন যাপন করতে হচ্ছে না। তারা এখন নিজেই নিজের শক্তি হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারছে। নিজের পাশাপাশি নিজের পরিবারকে একটি সাপোর্ট দিতে পারছে। এসবের পিছনে বিশেষ অবদান রয়েছে আমাদের সবার প্রিয় @rme দাদার। আমার বাংলা কমিউনিটির পক্ষ থেকে দাদাকে জানাই অনেক-অনেক শুভকামনা। অনেক দূর এগিয়ে যাবেন এই কামনা করি দাদা।
ভালো থাকুক পৃথিবীর সকল নারী সুস্থ থাকুক মায়ের জাতি। নারীরাই হোক সমাজের শক্তি, তাদের শক্তি দিয়ে এগিয়ে যাক সমাজ, দুর্বার গতিতে এই কামনাই করি।
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
আন্তর্জাতিক নারী দিবসের অনাবিল শুভেচ্ছা আপনাকে এত চমৎকার করে নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চমৎকার এই পোস্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ♥♥
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আপনাকে। নারীদের প্রতি সম্মান জানিয়ে আপনি খুব সুন্দর ভাবে আপনার লেখাগুলো সম্পন্ন করেছেন। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য।
সকল মা বোনদের জানাই নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি ভালো থাকুন সকল মা বোনেরা। সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইলো। ❣️❣️
ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
একই ছাদের নিচে না থাকলেও আমার বাংলা ব্লগ একটি বড় পরিবার। আপনার বর্ণনা পড়ে খুবই ভালো লাগলো এবং নারীদের জানাই বিনম্র শ্রদ্ধা। সত্যি বলতে পৃথিবী টিকে থাকার পেছনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। পৃথিবীর সকল নারীরা সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
৮ই মার্চ নারী দিবসে মা জাতিদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। নারী দিবসে সকল মা দেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনার পোস্টটি পরে অনেক অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।