শীতের সকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ||10% beneficiary for shy-fox||
ব্যক্তিগতভাবে গ্রামীণ অঞ্চলে হাঁটাহাঁটি করতে আমার খুব ভালো লাগে। কারণ গ্রামীণ অঞ্চলে হাঁটাহাঁটি করার সময় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। শহরের রাস্তা গুলো পাকা রাস্তা হলেও সেখানে গাছগাছালি কিংবা সবুজ ধানক্ষেত তেমন একটা চোখে পড়ে না। গ্রামীণ অঞ্চলে এই সৌন্দর্য গুলো বেশ উপভোগ করা যায়।গ্রামীন অঞ্চলের রাস্তাঘাট গুলোতে তেমন একটা কোলাহল থাকে না। নিরিবিলি পরিবেশ বিরাজ করে চারদিকে।
বর্তমানে বগুড়া শহরে অবস্থান করলেও মাঝে মাঝে সময়-সুযোগ পেলেই গ্রামের বাড়িতে যাওয়া হয়। গতকাল গ্রামের বাড়িতে এসেছিলাম। জার্নি করে আসার ফলে খুব ক্লান্ত ছিলাম। ফলে বেশ ভালো একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর সারারাত জেগে ছিলাম। সকালবেলা ৫ টার পর ভাবলাম নিজ এলাকায় একবার ঘুরে আসি। মাথায় পরিকল্পনা আসামাত্রই বেরিয়ে পড়লাম ঘুরতে। কানে এয়ারফোন লাগিয়ে ডিসকোর্ড এর ডিজে পার্টির গান শুনতে শুনতে বেরিয়ে পড়লাম ঘুরতে। শহর অঞ্চলের থেকে গ্রাম অঞ্চলে শীতের পরিমাণ একটু বেশি।
এত সকালে রাস্তায় জনমানব ছিলনা বললেই চলে। রাস্তায় লোকজন না থাকলেও সকালবেলা হাঁটাহাঁটি করতে আমার খুব ভালো লাগছিল। নিরিবিলি এবং কোলাহলমুক্ত রাস্তায় হাঁটাহাঁটি করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। ফাঁকা রাস্তায় কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে বেরিয়ে পড়লাম। চারদিকে শুধু কুয়াশা। একটু দুরেই স্পষ্ট দেখা যাচ্ছিল না। অল্প পথ অতিক্রম করার পর চোখের চশমা ভিজে আসছিলো। আর সব কিছু অস্পষ্ট দেখাচ্ছিলো। কারন আমার চোখের সমস্যা অনেক বেশি হওয়ার কারণে চশমা ছাড়া একদম দেখতে পারি না বললেই চলে। ফলে কিছুদুর যাওয়ার পর পরই চশমা শার্ট দিয়ে মুছতে হচ্ছিল। তবে পাকা ধান ক্ষেত গুলো দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। সৌন্দর্যমণ্ডিত কুয়াশায় আচ্ছন্ন সবুজ এবং সোনালী ধান ক্ষেত গুলোর বেশ কিছু ছবি তুলে নিলাম। কিছুদূর অতিক্রম করতে দেখলাম গ্রামের ছোট বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে। শীতকাল এলেই আমাদের দেশে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। বড়রা রাতে লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেললেও, ছোটরা সাধারণত সকালবেলায় কিংবা অন্য যে কোন সময় নিয়ম না মেনে এই খেলা খেলে থাকে। সকালবেলায় হাঁটার সময় ওদেরও ছবি উঠিয়ে নিলাম। অনেকদিন পর সকালবেলায় হাঁটতে পেরে মনের মধ্যে রিফ্রেশমেন্ট কাজ করছিল।
সব মিলে আজকের সকালটা বেশ ভালই কেটে গেল। কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ, সবুজ এবং সোনালী বর্ণের ক্ষেতগুলো, সবকিছুই বেশ উপভোগ করলাম। সব মিলে খুব সুন্দর একটি শীতের সকাল কেটে গেল। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ধন্যবাদ সবাইকে।
@mahamuddipu
Photography | @mahamuddipu |
---|---|
Device | Vivo Y19 |
Location | Link |
আমি মাহমুদ দিপু। আমি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থান করছি।আমি পেশায় একজন ছাত্র। বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও লেখালেখি করতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়া আমার সখ। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভালোবাসি।
শহরের শীতের সকালটা একরকম হয় আর গ্রামের সকালটা আরেকরকম হয়। আমার কাছে কিন্তু গ্রামের শীতের সকালটা খুব ভালো লাগে। খেজুরের রস খাওয়া যায়।
আপনার সকালের ছবিগুলো কিন্তু বেশ চমৎকার হয়েছে। আপনার পোস্টেটি পরে বুঝতে পারলাম আপনি খুব সুন্দর একটি সকাল উপভোগ করেছেন।
সুন্দর মন্তব্য করেছেন।ধন্যবাদ আপনাকে।
ওয়াও ভাইয়া খুবই চমৎকার সকাল আপনি ইনজয় করেছেন। গ্রামের বাড়িতে গেলে শীতের এই সকালটা আসলেই খুব উপভোগ্য হয়।আমরা যারা শহরে থাকি তাদের কাছে তো সকাল-বিকাল সবই এক রকম। ছোটবেলায় যখন গ্রামে যেতাম তখন শীতের সকালটা খুব উপভোগ করতাম।প্রত্যেকটা ছবি খুব বেশি সুন্দর হয়েছে বিশেষ করে ছেলেদের খেলাটা আমার কাছে খুব ভালো লেগেছে।
গঠনমূলক মন্তব্য করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল আপু।
শীতের সকালে খুবই সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন। আমার দেখে খুবই ভালো লাগলো। ছোট বাচ্চাদের রেকেট খেলার দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। আসলেই শীতের দিনে এই খেলাটি আমাদের সকলের কাছে খুবই পরিচিত। খেলাটি খেলতে আমার খুবই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।
গঠনমূলক মন্তব্য করেছেন। ধন্যবাদ ভাই।
গ্রাম্য পরিবেশে শীতের সকাল মানে অন্য রকম অনুভূতি।কুয়াশার চাদরে ঢাকা মাঠের ফসল দেখতে ভারী সুন্দর লাগে।আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর।ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মন্তব্য করেছেন আপু। ভালোবাসা নিবেন।
সেখানে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমি দেখতে পাচ্ছি যে সেখানকার চালও হলুদ হয়ে গেছে।
সুতরাং সেখানে আপনার একটি বড় ফসল হবে।
ভাল মন্তব্য করার চেষ্টা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ এইটা সঠিক শহর অঞ্চলে ধানক্ষেতে সবুজ গাছগাছালি দেখা যায় না কিন্তু গ্রামাঞ্চলে আসলে তাকালে দেখা যায় কত সুন্দর মনমুগ্ধকর দৃশ্য। সকালে শীতকালের সময় খেজুরের রস এবং অনেক সুন্দর সুন্দর মুহূর্ত শীতের পিঠা খাওয়া এবং শীতের সময় সবুজ গাছগাছালি সুন্দরভাবে ফুটে ওঠে। আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
খুবই সুন্দর মতামত দিয়েছেন। ভালোবাসা অবিরাম।
ছবিতে ও লেখাতে হাত আছে। কাজ করতে থাকেন। ভাল করতে পারবেন।
উৎসাহমূলক মন্তব্য করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।