"ইচ্ছাশক্তিই সকল সফলতার চাবিকাঠি"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো !!! বন্ধুরা!!!
আপনারা সবাই কেমন আছেন ?
আমি বাংলাদেশ থেকে অংকন বিশ্বাস বলছি ।
আমার ইউজার নেম @aongkon

আমার মাতৃভাষা বাংলার একমাত্র বাংলা কমিউনিটি[আমার বাংলা ব্লগ ] এর আমি নতুন সদস্য। আমি বর্তমানে লেভেল ওয়ানে আছি ।আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার পোস্টটি ভালোভাবে পড়বেন সবাই ।

achieve-1822503_640.webp

Source

মহান সৃষ্টিকর্তার সৃষ্টি সকল জীবের ভিতরই দুটো শক্তি বিদ্যমান থাকে একটি হচ্ছে মানসিক শক্তি বা ইচ্ছাশক্তি এবং অপরটি হচ্ছে শারীরিক শক্তি বা দেহের শক্তি।

প্রবল ইচ্ছা শক্তির কাছে পৃথিবীর সব শক্তিরই মাথা নত করতে হয়। মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে নিজের ইচ্ছাশক্তির দ্বারা সবকিছুই অর্জন করা সম্ভব।

ইচ্ছাশক্তির দ্বারা শারীরিক শক্তি অবশ্যই বৃদ্ধি পায় কিন্তু শারীরিক শক্তির দ্বারা ইচ্ছা শক্তি বৃদ্ধি পায় না।যেখানে শরীর ক্লান্ত পরিশ্রান্ত এবং নির্বল সেখানে প্রচন্ড ইচ্ছা শক্তি ক্লান্ত পরিশ্রান্ত এবং নির্বল শরীরকেও অধিক শক্তিশালী করে তুলতে পারে।
আমরা জানি, "মার্ক ইংলিশ"একজন নিউজিল্যান্ড অধিবাসী পর্বতারোহী তিনি তার প্রচন্ড ইচ্ছা শক্তি এবং মনোবল দ্বারা নিজের কৃত্রিম পায়ের উপর ভর করে "মাউন্ট এভারেস্টের" মত বিশ্বের সর্বোচ্চ সুউচ্চ পাহাড় জয় করেছিলেন।
যেখানে সফলতার জন্য সকল পথ অবরুদ্ধ সেখানে একমাত্র ইচ্ছা শক্তিই পারে সেই অবরুদ্ধ পথকে অতিক্রম করে সফলতার চূড়ায় পৌঁছে দিতে ।
যে হৃদয়ে ভক্তি,প্রেম,ধৈর্য,সত্য এবং সমর্পণ থাকে সেই হৃদয়ের ইচ্ছা শক্তিকে প্রতিরোধ বা বাধা প্রদান করা অসাধ্য।

মহাত্মা গান্ধী বলেছেন "শক্তি কখনো শারীরিক গঠন থেকে আসে না, শক্তি আসে ইচ্ছাশক্তি থেকে"

একজন মুমূর্ষ রোগীও নিজের ইচ্ছা শক্তির দ্বারা আরোগ্য লাভ করতে পারে। একজন রোগীর আরোগ্য লাভের পেছনে শারীরিক শক্তি থেকে ইচ্ছাশক্তিই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমরা জানি, আধুনিক যুগের বিখ্যাত পদার্থ পদার্থবিজ্ঞানী "স্টিফেন হকিং" তিনি শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও নিজের ভেতরে সুপ্ত থাকা অন্তর্নিহিত প্রচন্ড ইচ্ছা শক্তির দ্বারা আমৃত্যু পর্যন্ত নিজের জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে অসংখ্য আবিষ্কার করে গেছেন। এবং তার এই সব আবিষ্কারই তাকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে।

ইচ্ছা-শক্তি ও শারীরিক শক্তির ন্যায় বৃদ্ধি করা সম্ভব। আমাদের সবাইকে নিজেদের ইচ্ছাশক্তি বাড়িয়ে তুলতে হবে। আমাদের সৎ,শান্তিপূর্ণ জীবন যাপন, পুষ্টিকর খাবার, শারীরিক ব্যায়াম,পর্যাপ্ত ঘুম,মোটিভেশন গল্প ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের মানসিক শক্তিকে অনেক গুণ বৃদ্ধি করতে পারি।
সফলতার কাঠগড়ায় পৌঁছাতে প্রচন্ড ইচ্ছা-শক্তিই সর্বোত্তম।

আমি অংকন বিশ্বাস, আমি খুবই সাধারণ একজন ব্যক্তি। সবার সাথে আন্তরিকতা রাখতে খুবই পছন্দ করি। মা ,মাতৃভূমি, মাতৃভাষা আমার কাছে প্রিয়। আমার এই ছোট্ট পোস্টটি আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন।

সবাইকে বিশেষ ভাবে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83268.10
ETH 2125.46
USDT 1.00
SBD 0.77