বন্য ফুল যখন অন্য ফুল-পঞ্চম পর্ব।১০% লাজুক মামার
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
https://maps.app.goo.gl/zmh6GiajLMGAC86k9Location
টার্গেট👇 ফলাফল👆
🌻💐🌼 বন্য ফুল যখন অন্য ফুল 🌼💐🌻 |
---|
🌺পঞ্চম পর্ব🌺 🌺🌻🏵🌼
হ্যালো বন্ধুরা প্রতিবারের মতোই বিষয়ভিত্তিক আরেকটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে বন্য ফুল যখন অন্য ফুল। অবশ্যই বন্ধুরাও বুঝতে পারছেন আমি কি নিয়ে আজকে পোস্ট আপনাদের সাথে শেয়ার করব।কেননা বিগত পোস্টগুলোতে আপনারা দেখতে পেয়েছেন।
তো সে ধারাবাহিকতায় আজকেও দেখতে পাবেন বন্য একটি ফুলকে ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে অন্য ফুলের মত করে তুলে ধরব।আর আমি আশা করি আপনাদের ভালো লাগবে।
দেখতে দেখতে বন্য ফুলকে, অন্য ফুল আকারে তুলে ধরতে ধরতে, আজকে পঞ্চম পর্বে উপস্থিত হয়েছি। আর সেটি আপনাদের ভালোলাগার পরিপ্রেক্ষিতে। আপনাদের ভালোলাগা এবং সাপোর্ট পাওয়াতে এই পর্বগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি।
সত্যি বলতে এটি আমার নিজস্ব একটি উদ্যোগ। কেননা এই ফুলগুলো অবহেলিত, অবাঞ্ছিত, অনাদরে পড়ে থাকে রাস্তার ধারে, কিংবা বনে জঙ্গলে।যদিও এরা অতি ক্ষুদ্র হয়ে থাকে কিন্তু এদের সৌন্দর্য রয়েছে সেটি হয়তো আমরা তাকিয়ে কখনো দেখি না।
বরাবরই আমরা অন্যান্য ফুল দের প্রকাশ ও ফোকাস করে থাকি। কিন্তু এই ফুলগুলো চোখের আড়াল হয়ে যায়। তাই আমি চেষ্টা করি একেক সপ্তাহে একেক বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে তুলে ধরতে।সে ধারাবাহিকতায় আজকে পঞ্চম পর্বে অন্যরকম একটি বণ্য ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে তুলে ধরলাম।
আসলে এই ফটোগ্রাফি গুলো সাধারণ ক্যামেরা দিয়ে ভালো আসবে না, তাই আমি ম্যাক্রো অপশন ব্যবহার করে ম্যাক্রো ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে এই ফুলগুলো তুলে ধরেছি, এবং চেষ্টা করেছি দৃষ্টিনন্দন করার জন্য।
কেননা কোন বিষয়বস্তু দৃষ্টিনন্দন না হলে সেটা অসম্পূর্ণ রয়ে যায়। আর যেহেতু আমার এখানে একটাই বিষয় সেটা হচ্ছে একটি বন্য ফুলকে কিভাবে অন্য ফলের মত দেখানো যায়, সেই হিসেবে আমি ফটোগ্রাফি করেছি।
তো বন্ধুরা আজকে এতটুকু , আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
গত পর্ব গুলো এখানে👇
পর্ব | বিষয় | পোস্ট লিংক |
---|---|---|
1 | বন্যফুল | https://steemit.com/hive-129948/@nevlu123/3ajtfi |
2 | বন্যফুল | https://steemit.com/hive-129948/@nevlu123/t9agd |
3 | বন্যফুল | https://steemit.com/hive-129948/@nevlu123/2ac5f6 |
4 | বন্যফুল | https://steemit.com/hive-129948/@nevlu123/4jlngi |
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | https://maps.app.goo.gl/zmh6GiajLMGAC86k9 |
বাহ ভাইয়া আপনার তোলা বনফুল এর ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম । আপনি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় এই কামনা করি
টাইটেল টা দারুণ ছিল আপনার পোস্টের বন্যফুল যখন অন্যফুল। বন্যফুল নিয়ে আপনি বেশ কিছু অন্য ধরনের পোস্ট করেছেন। দারুণ ছিল। বেশ অন্যরকম একটা পোস্ট দেখতে পেলাম। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রধানের জন্য।ভালো থাকুন
বনফুলের খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবসময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ
অনেক সুন্দর করে বন্য ফুলকে অন্য ফুলের মতো করে ফুটিয়ে তোলার প্রচেষ্টায় অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর ও দুর্দান্ত ছবি তুলেছেন। দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
চেষ্টা করতেছি ভাই ভিন্ন তর কিছু করার ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
স্যামসাং এর ক্যামেরা বরাবরই ভাল।আর সেই ক্যামেরা যদি আপনার মত দক্ষ ক্যামেরাম্যান এর হাতে পড়ে তাইলে ফলাফল এরকম অপূর্ব হতে বাধ্য।অনেক সুন্দর হয়েছে ছবিগুলো।
বাহ বেশ ভাল বলেছেন তো খুব মজা লাগলো ধন্যবাদ আপনাকে
First time i seeing blue coloured flowers.. Thanks for sharing.
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করি
বন্যফুল যখন অন্য ফুল টাইটেল দিয়ে বেশ ভালো লেগেছে ভাইয়া। ফুলটি দেখতেও খুব সুন্দর। এই ফুলটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা ফুলটির রং বেশি ভালো লেগেছে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের ভালো লাগার জন্যই ব্যতিক্রম কিছু পোস্ট নিয়ে উপস্থিত হয়েছে ধন্যবাদ আপনাকে
https://twitter.com/Nevlu123/status/1561170331666370560?s=20&t=pnuylexnqba9I-0BSOJ3hA
পঞ্চম পর্বে এসে খুবই সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র দেখতে পেলাম খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে আপনার ফটোগ্রাফি বরাবরই অতুলনীয় অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
সুন্দর মন্তব্য করার সহযোগিতামূলক আচরণ করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন
বন্য ফুল যখন অন্য ফুল বাহ দারুন। চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন