আমার বাংলা ব্লগ:- হেডফোন ব্যবহারে সাবধান থাকুন।

in আমার বাংলা ব্লগ6 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করতে চলেছি এবং সতর্ক করতে চলেছি আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের ছেলেমেয়েদের। তাই অবশ্যই মনোযোগ সহকারে পোস্টটি পড়বেন আশা করি কিছুটা হলেও সতর্ক হতে পারবেন।

বর্তমান যে সময় টেকনোলজির সময়, আমরা টেকনোলজির ভেতরে এতটাই ঢুকে পড়েছি, যেটা বলার কোন অবকাশ থাকে না। সব সময় আমাদের হাতে মোবাইল ফোন, কানে হেডফোন ব্যবহার করি, আর এটা ব্যবহার করার কারণে আমাদের যে কি ক্ষতি হচ্ছে আমরা নিজের অজান্তে সেটা কখনোই বুঝতে পারি না। তাই আজকে তার একটা জলজ্যান্ত প্রমাণ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি।

IMG_20240709_200740.jpg

আমরা একসাথে কাজ করি আমার ভাইপো সম্পর্কে হয়, যে খুবই ছোট, একেবারে ছোট না, বিশ বাইশ বছর বয়স হয়েছে, তবে বর্তমান জেনারেশনের ছেলের তারা সব সময় মোবাইলের প্রতি আসক্ত থাকে, আর হেডফোনের প্রতি আসক্ত থাকে, যখনই কোন কিছু শোনার বা কথা বলার দরকার হয় তখনই হেডফোন লাগিয়ে কথা বলে।

আর এভাবেই দীর্ঘদিন যাবত ব্যবহার করার কারণে তার কানে সমস্যা হয়েছে। কানে এতটা পরিমাণে ময়লা আবর্জনা ভরে গিয়েছে, যে অবশেষে কানে কম শোনা শুরু করে। আর কানের ভেতরে যন্ত্রণা শুরু হয়ে যায়, তাই যখন সে আমাকে বলল যে কানে সমস্যা হচ্ছে তখন আমি তাকে কানের ডাক্তারের কাছে নিয়ে যাই।

IMG_20240708_203150.jpg

আর ডাক্তার বিভিন্ন নতুন নতুন টেকনোলজির যন্ত্রপাতি দিয়েছে চেক করে দেখলো কানের ভিতরে এক পর্দা করে ময়লা জমাট হয়ে গিয়েছে। যেটা জমাট হওয়ার কারণ হলোঢ? একমাত্র হেডফোন, হেডফোন ব্যবহার করার কারণে অনেক সময় ধুলাবালি যেতে যেতে এই কানের ভেতরের ময়লাগুলো বাইরে আসতে পারে না, আর সেটা আস্তে আস্তে ভেতরে জমা হতে থাকে।

আর যখন হালকা পাতলা কান চুলকায় তখন হাতের কাছে থাকা যেকোনো কিছু দিয়ে কান চুলকানো শুরু করে, আসলে আমাদের এটা মোটেও উচিত নয়।হাতের কাছে যেটাই থাকে আমরা সেটা দিয়ে কান চুলকানো শুরু করি, এটা চুলকালে কতটা অসুবিধা হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না।

IMG_20240709_200830.jpg

যদি একটু অন্যমনস্ক হয়ে আপনার কানের কাঠিটি কানের পর্দায় লাগে আপনার কান একেবারেই কালা হয়ে যেতে পারে। এটা কি আপনি জানেন। ছেলেটির সাথে ঠিক তেমনটাই হয়েছে, কানে উল্টাপাল্টা কাঠি দিয়ে খোঁচানোর কারণে তার কানের ময়লা গুলো আরো ভেতরে ঢুকে গিয়েছে, যার জন্য সে কানে কম শুনছে।

তাই তাকে বড় হসপিটালে নিয়ে গেলাম কানের স্পেশালিস্ট এর কাছে, তিনি তখন তার কান পরীক্ষা করে দেখলো যে কানের ভেতরে অনেক ময়লা তাই তার কানের এই ময়লা গুলো পরিষ্কার করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেল।

IMG_20240709_201055.jpg

অবশেষে 15 থেকে 20 মিনিট কানের পর্যবেক্ষণ করে কানের ময়লাগুলো বেরি করে আনলো, এখন মোটামুটি অনেকটা স্বস্তি পাচ্ছে ছেলেটি। সেটা সে আমাকে নিজেই বলেছে, তো আপনাদের বলব আপনারা হেডফোন একটু কম ব্যবহার করবেন, আর যখনই কান চুলকাবে কানে যা তা দিয়ে চুলকানোর চেষ্টা করবেন না। চেষ্টা করবেন চিকন কোন কিছু দিয়ে চুলকানোর, বেশি মোটা কোন কিছু কানে না ঢোকানোই ভালো।

আশা করি বন্ধুরা এই সতর্কমূলক পোস্টটি আপনাদের ভাল লেগেছে, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

আসলে কানে চুলকালে যখন তখন কাঠি ঢুকানো ঠিক না। তখন সাময়িক আরাম পাওয়া গেলেও এটি বড় ধরনের ক্ষতির কারন হতে পারে। তেমনটি আপনার ভাইপোর সাথে হয়েছে। তাও তো ভালো তার কানের বড় কোনো ক্ষতি হয়নি। ময়লা ভিতরে চলে যাওয়ায় সেগুলো পরিষ্কার করে ফেলতে পেরেছেন। আশা করি এখন সুস্থ আছে।

 6 months ago 

বেশ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। হয়তো আপনার এই পোস্ট করে অনেকেই এই বিষয়ে সজাগ হবে। একদিকে অতিরিক্ত কানে এয়ার ফোন ব্যবহার করা যেমন সমস্যার কারণ তেমনি কানে অতিরিক্ত ময়লা হওয়ার প্রবলেমটাও মানুষের জানতে পারল। গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

বর্তমানে সবকিছুর যেমন সুবিধা তৈরি হয়েছে তেমনি কিছু অসুবিধা আছে। তাই সবকিছু সাবধানে ব্যবহার করা উচিত। অনেক সময় অসাবধানতার কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। খুবই শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 6 months ago 

আমাদের সাবধানতা আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করবে। তবে অনেক কিছুই সচেতন ভাবে ব্যবহার করতে হবে। কারণ সচেতনতা না থাকলে বড় বিপদ সামনে চলে আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট তুলে ধরেছেন ভাইয়া। লেখাগুলো পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67