বন্ধুর সঙ্গে হাতিরঝিল এ কাটানু কিছুটা সময়
হ্যালো প্রানপ্রিয় বন্ধুরা , কেমন আছেন ? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার বন্ধুর সাথে হাতিরঝিল ঘোরাঘুরির অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আজকে যেহেতু কোনো বন্ধের দিন ছিলোনা সেহেতো বাইরে বের হওয়ারও তেমন কোনো প্ল্যান ছিলোনা। কিন্তু কোনো একটা জরুরি কারণে আমার রামপুরায় যেতে হয়েছিল। যদিও আজকে বন্ধের দিন নয় তবে আজকে আমার তেমন একটা কাজ ছিল না বাসায়। তাই ভাবলাম যেহেতো এমনিতেও একটা কাজ পরে আছে রামপুরায় একটু ঘোরাঘুরি করেই আশা যাক।
তখন বেজেছিল বিকেল প্রায় ৪ টার মতো। যেহেতো আমার সাইকেল ছিল তাই বাস এ ধাক্কাধাক্কি করে উঠার দরকার হয়নি। সাইকেল চালিয়ে রামপুরায় যেতে যেতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিলো আমার। রাস্তায় জ্যাম থাকার কারণে একটু বেশিই সময় লেগেছিলো পৌঁছুতে পৌঁছুতে প্রায় ৫ টার কাছাকাছি লেগেছিলো আমার। তারপর দেরি না করে বন্ধুর বাসায় সাইকেল টাকে রেখে বেরিয়ে পড়লাম হাতিরঝিল এর উদ্দেশে। ওর বাসা থেকে হাতিরঝিল ছিল মিনিট খানেকের পথ।
বন্ধুর বাসা যেহেথু হাতিরঝিল এর কাছেই তাই বন্ধু পুরো হাতিরঝিলটা ভালোকরে চিনে। তাই বন্ধুকে বললাম আমাকে হাতিরঝিল এর কিছু বিশেষ সুন্দর জায়গায় নিয়ে চল। প্রথমেই নিয়ে গেলো হাতিরঝিল ব্রিজে। ব্রিজের এক পাশে বসে দুজন পিয়ারা খেতে খেতে কিছু টা সময় পার করি। ব্রিজে বসে তাকা অবস্থায় ব্রিজের নিচ দিয়ে একটা নৌকা জাচ্ছিলো যা উপর থেকে দেখে খুবই সুন্দর লাগছিল।
তারপর চলে গেলাম হাতিরঝিল এর পাশেই পুলিশ প্লাজার সামনে তাকা প্লাইওবার ব্রিজে। প্লাইওবার ব্রিজের নিচেই ছিল দম্পতি দেড় রেস্টুরেন্ট যা অনেক সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানু ছিলো। যা আমায় মনমুগ্ধ করে থুলে।
আপনারা কেউ আশে-পাশে তাকলে ভালো একটা সময় কাটানুর জন্য গুড়ে আস্তে পড়েন। আশা করি অনেক ভালো একটা সময় উপবুক করবেন। হাতিরঝিল রাতের বেলাই লাইটিং এ সুন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাই।
আপনার বন্ধুকে সঙ্গে নিয়ে হাতিরঝিলে কাটানো চমৎকার মুহূর্তের কথা গুলো খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আগামীতে আপনার পোস্টের লেখা গুলোর বানানের প্রতি বিশেষ ভাবে যত্নবান হবেন। একই সাথে প্রতিদিন কোয়ালিটি সম্পন্ন পোস্ট পড়বেন এবং নিজের পোষ্টের মান উন্নত করার চেষ্টা করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
বন্ধুর সাথে কাটানো কিছু মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে নতুন ইউজার হিসেবে সুন্দর একটি পোস্ট করেছেন দেখে ভালো লাগলো। আশা করব দিনে দিন বিভিন্ন পোস্ট দেখার মধ্য দিয়ে আপনিও সুন্দর পোস্ট লেখা শিখে যাবেন। আর আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত সদস্য হিসেবে কাজ করেন।
হাতিরঝিলে আমি আজও কখনো যায়নি তবে আপনার বন্ধুর সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো শুনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি বন্ধুর সাথে হাতিরঝিলে গিয়ে বেশি সুন্দর সময় কাটিয়েছেন জেনে বেশ ভালো লাগলো ভাই। আমরাও বন্ধুয আর বড় ভাইয়েরা মিলে কিছুদিন আগে এগিয়েছিলাম অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। হাতিরঝিলের প্রাকৃতিক সৌন্দর্য আমার কাজে বেশ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।