মটো ভ্লগ || ফরিদপুর টুর || #Vlog 4
হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি অবস্থা সবার। ঠান্ডা ভালোই উপভোগ করছেন সবাই নিশ্চই। আসলে ঠান্ডা আবহাওয়া আমার অনেক ভালো লাগে। ইদানিং সময় গুলো কেমন কেটে যাচ্ছে। বোরিং একটা সময় পাড় করছি কয়টা দিন। অফিসের এক ঘেয়েমি আর ভালো লাগছেনা। একটা টুর দরকার। দেখি আবার বাড়ি যেতে হবে সময় করে। তাইলে হয়তো ভালো লাগবে। তো আজ আবারো একটা মটো ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে।
ফরিদপুর টুর
আমার মটোভ্লগে আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমার বাইক রয়েছে। আর আমি সেই বাইক রাইড করতে অনেক পছন্দ করি। আমার বাইকের মডেল হচ্ছে হোন্ডা সিবি হর্নেট সিবিএস ১৬০ সিসি। এটি আমার রেড ভেলভেট। যাকে রাইড করতে আমি খুব আরাম বোধ করি। তো আর কথা না বাড়িয়ে ভ্লগ নিয়ে একটু আলোচনা করা যাক তার আগে দেখে নেন আমার ভ্লগ টি -
আমার ভ্লগ -
এটি অক্টোবর মাসের ভ্লগ। সেসময় আমার এক বন্ধুর মেজো ভাই এর বিয়ে ছিলো। আমাদের সব অনুষ্ঠানেই দাওয়াত ছিলো। তবে যাওয়ার সুযোগ হয়নি। বিয়ের অনুষ্ঠান টা মিস করে ফেলি। অবশ্য এটি ছিলো খুলনাতে। আর বউভাত এর অনুষ্ঠান হবে ফরিদপুর এ। দুই অনুষ্ঠান এক সাথে উপস্থিত হওয়া সম্ভব না। তাই আমরা ঠিক করলাম ফরিদপুর এ বউভাত এর অনুষ্ঠানে যাবো। দুই বাইক ঠিক হলো। আমার বাইক ও আমার বন্ধু আরেকটা ম্যানেজ করেছে। খুব ভোর বেলায় আমরা রউনা দেই। কারন সেদিন দাওয়াত খেয়ে আবার ব্যাক করতে হবে ঢাকা। কারণ পরের দিন অফিস ধরতে হবে।
রউনা দেই আমরা। বাজার থেকে সচিন রে পিক করি। এরপর সোজা চলে যাই ফুয়েল ষ্টেশন এ। সেখান থেকে ফুয়েল লোড করে নেই। এরপর চানখারপুল হয়ে মেয়র হানিফ ফ্লাই ওভার ব্যবহার করে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের টুর রোড ছিলো প্রথমে মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড় হওয়া। এরপর ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ফরিদপুর ঢোকা। এভাবেই সব হয়। বাকি সব ভিডিওতে দেখতে পাবেন।
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

VOTE @bangla.witness as witness

OR
https://x.com/razuahmed788/status/1865080777047969915

বতর্মান সময়ে মটোব্লগ বেশ জনপ্রিয়।দেখা যায় যার একটা ভালো বাইক আছে সেই একটা ক্যামেরা নিয়ে লেগে যায় ভিডিও করতে। যাইহোক বেশ ভালো লাগল আপনার মটোব্লগ টা দেখে। ভালোই করেছেন। এগিয়ে যান।
জ্বি ভাই। আমি আসলে সখের বসে করি।