ঢাকা টু চাঁদপুর মটো ভ্লগ || বাইক রাইডিং || #Vlog 2

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি অবস্থা সবার। আজ আমি একটু বেশিই হ্যাপি বলা চলে। আসলে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে আজকেই। তাই একটু বেশি খুশি খুশি লাগতেছে। এই নিয়ে আলাদা লিখবো যদিও। তবে আজ নিয়ে এসেছি আমার ২য় ভ্লগ। এটি অবশ্য অনেক আগেই করা। সেই কোরবানির ঈদ এ বাড়ি যাওয়ার সময় করেছিলাম। তবে আপলোড করা হয়নি। তাই ভাবলাম আজ আপনাদের মাঝে নিয়ে আসি।



ঢাকা টু চাঁদপুর

আমার প্রথম মটোভ্লগে আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমার বাইক রয়েছে। আর আমি সেই বাইক রাইড করতে অনেক পছন্দ করি। আমার বাইকের মডেল হচ্ছে হোন্ডা সিবি হর্নেট সিবিএস ১৬০ সিসি। এটি আমার রেড ভেলভেট। যাকে রাইড করতে আমি খুব আরাম বোধ করি। তো আর কথা না বাড়িয়ে ভ্লগ নিয়ে একটু আলোচনা করা যাক তার আগে দেখে নেন আমার ভ্লগ টি -



আমার ভ্লগ -





এটি গত কোরবানির ঈদ এর ঘটনা। তার কিছু দিন আগেই আমি Go Pro Hero 10 নিয়েছিলাম। আমার খুব সখ যে মটোভ্লগিং করবো। তো গো প্রো তে সরাসরি মাইক ব্যবহার করা যায়না। এর জন্য আবার আলাদা এডাপ্টার বা মিডিয়া মড লাগে। যেগুলো খুব দামী। ক্যামেরা কিনেই সব টাকা শেষ হয়ে গিয়েছিলো। তাই আর এডাপ্টার নিতে পারিনি। ধরে রাখি পরে নিবো। তো তাই বলে কি ভ্লগ বন্ধ থাকবে? সিদ্ধান্ত নিলাম প্রথম ভ্লগ করবো ঈদে বাড়ি যাওয়ার সময়। তো যেই ভাবা সেই কাজ। ঈদের পর দিন বাড়ি যাবো। তাই আগের দিন রাতেই সব কিছু ঠিক ঠাক করে নিলাম।

তো আমরা সকাল সকাল রওনা দিলাম। যেনো রোদের তাপে না পুড়তে হয়। তখন তো খুব গরম ছিলো আবহাওয়া। আর রোদে বাইক চালানো খুব কষ্টের। আমরা ৩০০ ফিট রোড হয়ে চলে যাই কাঞ্চন ব্রিজ। সেখান থেকে মদন পুর দিয়ে উঠি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তে। এরপর দাউদকান্দি দিয়ে বাই রোডে ঢুকে যাই দ্রুতো যাওয়ার জন্য। শ্রি রায়ের চর দিয়ে মতলব হয়ে চাঁদপুর পৌঁছে যাই। বাকিটা ভ্লগেই দেখতে পাবেন।


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 6 months ago 

মটো ভ্লগ গুলো বেশ ভালোই লাগে দেখতে। আপনার ব্লগটা দেখে বেশ ভালো লাগলো। ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার পুরো জার্নিটা আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়েছে পুরো ব্লগটা। এরকম আরো সুন্দর ব্লগ আমরা দেখতে চাই। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

জ্বি আপু। দোয়া করবেন যেনো আরো সুন্দর ভ্লগ উপহার দিতে পারি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67