আমার বাংলা ব্লগ। গ্রাম ঘুরে দেখা। ১০% beneficiary shy-fox এর জন্য।
গ্রাম ঘুরে দেখা।
ফটোগ্রাফি - ১
![]() |
---|
বেশ ৫-৬ বছর আগে এখানটাতে কিছুই ছিল না ছিল শুধু ধানের জমি। কিন্তু এখন নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে এবং কি নতুন নতুন পরিবেশ জায়গাটা দেখে আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। তবে এই জায়গাগুলো ছিল আমাদের খেলার মাঠ।
গ্রাম বাংলার স্মৃতি বিজড়িত দিনগুলো পার করে এসেছি এখন সেটা অতীত হয়ে গিয়েছে। আর সেই চিরো চেনা অতীতের জায়গা গুলোকে নতুন করে নতুন রূপে দেখে মুগ্ধতায় ভরে গেছে আমার হৃদয়। তাই তো আজ আমার বাংলা ব্লগের বন্ধুদের সামনে নিয়ে এলাম নিজ গ্রামের গ্রুপের বর্ণনা নিয়ে। তার সাথে একটা গানের কলি মনে পড়ে গেল।
এই বাংলা আমার, বাংলা গানের সুর,
একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ।
সত্যি কথা বলতে বাংলা রূপের বর্ণনা দিয়ে শুধু আমি কেন কেউই শেষ করতে পারবে না। কারণ এই বাংলার রূপ প্রতিনিয়ত ভিন্ন রূপে উপস্থাপন করে তার রূপ। আর সেই রূপের পাগল হয়ে ঘুরে বেড়ায় আমার মত কিছু বাংলার রূপের পাগল। যাইহোক আমি আর কথা বাড়াবো না, চলুন ঘুরে আসি ফটোগ্রাফি গুলো দেখে গ্রামটা কেমন।
ফটোগ্রাফি - ২
![]() |
---|
ফসলের মাঠ চিরসবুজে ছেয়ে গেছে, তবে ভরা বর্ষায় মৌসুমেও নেই পানির দেখা। একটা সময় এখানে পানি থৈ থৈ করত। কেউবা ফসলের কাজে ব্যস্ত থাকতো, কেউবা ধান লাগাতো, কেউবা মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকতো। আজ সেই দিনগুলো অতীত হয়ে গিয়েছে।
ফটোগ্রাফি - ৩
![]() |
---|
ভিন্ন একটা ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করলাম এবং কি গ্রামের এক একটা পাশে এক এক রকম সৌন্দর্য বিরাজ করছে।
ফটোগ্রাফি - ৪
![]() |
---|
আমার বাড়ি থেকে তিন চার মিনিটের রাস্তা আমাদের হাইওয়ে রোডটা। আর সকালবেলায় সোনালী রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না। তবুও সকালের সোনালী রোদ্রোর মধ্যে একটা সেলফি নিতে ভুল করিনি।
ফটোগ্রাফি - ৫
![]() |
---|
এই ফটোগ্রাফি টা আমার কাছে এত ভাল লেগেছে সত্যিই আমি এর ব্যাখ্যা দিতে পারছিনা। যদি আপনারা এর ব্যাখ্যাটা করেন হয়তো আমার কাছে ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৬
![]() |
---|
এই ফটোগ্রাফিতে দেখাজাচ্ছে ধান লাগানোর জন্য জমির আগাছা পরিষ্কার করে তৈরি করা হচ্ছে ফসলের জমি।
ফটোগ্রাফি - ৭
![]() |
---|
সবুজের মাঝে আঁকাবাঁকা পিচ ডালা রাস্তা হারিয়ে যেতে ইচ্ছে করে দূর অজানায়।
ফটোগ্রাফি - ৮
![]() |
---|
সৌন্দর্যের কোন কমতি নেই, কিন্তু এই ফটোগ্রাফি গুলোর ক্যাপশন দেওয়াটাও কষ্টকর হয়ে যায়।
ফটোগ্রাফি - ৯
![]() |
---|
নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে ফসলের জমিন কমে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বিলের পরিবেশ তবুও সৌন্দর্যের যেন কমতি নেই।
সত্যি বলতে ভাই গ্রামের এই সুন্দর সবুজ প্রকৃতি দেখলে আমার দারুণ লাগে একেবারে হারিয়ে যায় বলতে পারেন। ফটোগ্রাফি চমৎকার ছিল। গ্রামটা ঘুরে সুন্দর কিছু দৃশ্য ধারণ করেছেন এবং সুন্দরভাবে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।।
অনেকগুলো ফটোগ্রাফি করেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
আমি মনে করি গ্রামের সৌন্দর্যটাই সবথেকে বড় সৌন্দর্য। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ সাথে প্রচুর পরিমাণে গাছপালা একত্রিতভাবে গ্রামের সৌন্দর্য টাকে যেন আরো বৃদ্ধি করে দেয়। আপনি খুবই চমৎকারভাবে আপনার গ্রামের সৌন্দর্যগুলো ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করলেন।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন নতুন নতুন বাড়ি তৈরি করার ফলে আমাদের আবাদি জমির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে।
হ্যাঁ ভাইয়া এতে করে আমরা তিন দিন বিপর্যয়ের মুখে ঝুঁকে পড়ছি।
সত্যি ভাইয়া গ্রামের খোলা প্রকৃতির মাঝে ঘুরতে কার না ভালো লাগে।আপনার গ্রাম ঘুরে দেখা ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। বর্ণনা গুলো ও যথেষ্ঠ ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
গ্রাম বাংলা এমন আঁকাবাঁকা মেঠো পথ দেখলে আমারও হারিয়ে যেতে ইচ্ছে করে। ইচ্ছে করে চলতে থাকি, কিন্তু এর তো কোন শেষ নেই। গ্রাম বাংলার প্রকৃতি ঘুরে বেড়াতে আমার কাছে ও খুব ভালো লাগে। আপনি প্রকৃতির খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন খুবই ভালো লেগেছে।
আপনি ঠিকই বলেছেন গ্রাম বাংলার মেঠো পথে ঘুরতে ঘুরতে হয়তো হারিয়ে যাব কিন্তু রাস্তা শেষ হবেনা।
ফটোগ্রাফি - ৫ ছবিটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে।যদিও প্রত্যেকটি ফটোগ্রাফি ভালো হয়েছে।মানুষের বসতি তৈরির জন্য জমির পরিমাণ কমে যাচ্ছে বলেই দ্রব্যমূল্য এর দাম বৃদ্ধি পাচ্ছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
আপনার ভালো লাগাটাই আমার সফলতা, ভালোবাসা অবিরাম দিদি।