রংপুর গ্ৰামীন ও কুটির শিল্প মেলায় একটি সন্ধ্যা (প্রথম পর্ব)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ১৫ ই মার্চ ২০২৫ ইং
আমাদের দেশের মধ্যে সব সময় বিভিন্ন ধরনের মেলা বসে থাকে।এর মধ্যে অন্যতম হচ্ছে গ্ৰামীন কুটির শিল্প মেলা।গ্ৰামীন কুটির শিল্প মেলা হচ্ছে এমন একটি মেলা যেখানে গ্ৰামীন জিনিস পত্র গুলো কে হাইলাইটস করা হয়। বিশেষ করে আমাদের গ্ৰামীন পরিবেশের মধ্যে জীবন পরিচালনা করার জন্য যেসব জিনিস পত্রের প্রয়োজন হয়, সেসব সেসব জিনিস পত্র গুলো এই গ্ৰামীন কুটির শিল্প মেলায় পাওয়া যায়। যারা গ্ৰামীন কুটির শিল্প মেলায় ঘোরাঘুরি করেছেন, তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন।আর যারা এখন পর্যন্ত কোন দিন গ্ৰামীন কুটির শিল্প মেলায় ঘোরাঘুরি করার সুযোগ পাননি, তারা অবশ্যই এই সব মেলার মধ্যে ঘোরাঘুরি করার চেষ্টা করবেন।
রমজান মাসের পূর্বের এক মাস জুড়ে আমাদের রংপুর জেলার ঘাঘট বিনোদন পার্কের পাশেই অনুষ্ঠিত হয়েছিল এক বিশাল গ্ৰামীন কুটির শিল্প মেলা।আর এই মেলা টি পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। কেননা এই মেলা টি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর জমিতে।তাই, মেলার শুরু থেকে একদম শেষ পর্যন্ত মেলার যাবতীয় কাজে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছে।এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই মেলা টি পুরো এক মাস জুড়ে চলছে। একদম রমজান মাসের একদিন পূর্বে শেষ হয়েছে। আমরা গিয়েছিলাম এই মেলায় একদম শেষের দিনে। আমার খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু আমাদের গ্ৰামের বেশ কিছু মানুষ গিয়েছিলেন এই মেলার মধ্যে, তাই আমি ও গিয়েছিলাম তাদের সাথে।
আমরা যখন মেলার এক কিলোমিটার দূরে, সেখান থেকেই সেদিন প্রচুর পরিমাণে ভীড় জমে গিয়েছিল। কেননা, সেদিন ছিল মেলার শেষ রজনী।আর এই শেষ রজনী উপলক্ষে আমাদের রংপুর জেলার অনেক জায়গা থেকে মানুষ চলে এসেছিল এই মেলা দেখার জন্য। অনেকেই ভেবে রেখেছিলেন যে, শেষ দিন এই মেলার মধ্যে ঘুরতে যাবেন। এভাবেই সেখানে প্রচুর পরিমাণে মানুষের ভীড় জমে যায়। যেহেতু আমরা সকলেই ছেলে মানুষ ছিলাম। আমরা এসব মানুষের ভীড় কে পরোয়া না করে ঠেলাঠেলি করে একদম সামনের দিকে এগিয়ে যাই।আর আমরা কখনোই ভাবতে পারেনি যে, শেষের দিন এই মেলার মধ্যে এতো পরিমাণ মানুষের সমাগম হবে।
আসলে আমাদের রংপুর জেলার মেলা প্রেমী মানুষ। তারা সব সময় বিভিন্ন ধরনের মেলা গুলো উপভোগ করার চেষ্টা করে। এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাইহোক, অল্প কিছু সময়ের মধ্যে বেশ কয়েকজন সেনাবাহিনী রাস্তায় নেমে একদম ভীড় সরিয়ে দেয়। এরপর আমরা চলে গেলাম মেলার মাঠে। তবে, মেলার মাঠে খুব একটা বেশি ভীড় ছিল না। মেলার সামনের রাস্তায় একটু বেশি পরিমাণে ভীড় জমে গিয়েছিল।আর সন্ধ্যা বেলা সকলেই একসাথে এসেছিল, তাই মানুষের ভীড় জমে গিয়েছিল।আর গ্ৰাম এলাকার মধ্যে এরকম মেলার আয়োজন করা হলে একটু মানুষের ভীড় হবেই, এটা একটি স্বাভাবিক বিষয়।
আমরা মেলার মাঠে গিয়ে দেখতে পারলাম তেমন একটা দোকান নেই আর। যেহেতু শেষ দিন, তাই সকলেই তাদের দোকান গুলো ভেঙ্গে নিয়ে যাচ্ছেন।আর সামান্য কিছু পরিমাণ দোকান ছিল।আর এই দোকান গুলোর মধ্যে প্রচুর পরিমাণে মানুষের ভীড় জমে গিয়েছিল। আমরা একটি জিনিস কেনার জন্য অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু অতিরিক্ত মানুষের ভীড়ের কারণে কিনতে পারিনি। যাইহোক, আমরা সকলেই মেলার চারদিকে ঘোরাঘুরি করছিলাম। মেলার চারদিকে প্রচুর পরিমাণে মানুষের ভীড় ছিল। কোথাও শান্তি ভাবে হাঁটাচলা করা সম্ভব হচ্ছিল না। আমরা তবুও ঘোরাঘুরি করার চেষ্টা করছিলাম। কেননা, আমাদের মূল উদ্দেশ্য ছিল মেলায় ঘোরাঘুরি করা।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
মেলায় গিয়ে দেখছি আপনি খুব ভালো সময় কাটিয়েছিলেন। মেলার অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখে খুব ভালো লেগেছে। মেলায় গিয়ে সময় কাটাতে আমি তো খুব পছন্দ করি। রাতের বেলায় অনেক সুন্দর আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে মেলা। মেলায় ঘুরাঘুরি করার পুরো মুহূর্তটা সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।