বিশ্ব ভালোবাসা দিবসের বিকেল মুহূর্তে ঢাকা শাহবাগ চত্বর ভিডিও ধারণ
আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
হাই!
বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ এর বিকেল মুহূর্তে ধারণ করা। ভিডিওটা ধারণ করেছিলাম ঢাকা শাহবাগের মেট্রো রেল ফ্লাইওভার থেকে। আশা করি ভিডিওটা আপনাদের ভাল লাগবে।
ভাগ্য কখন কার কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আমার ইচ্ছা ছিল ২০২৫ সালের ১৪ই ফেব্রুয়ারি দিন টা নিজের পরিবারকে নিয়ে কাটাবো। তাই তার বেশ কিছুদিন আগে কথায় কথায় ইয়ার্কিতে বউকে বলতাম ভালোবাসা দিবসে আমাকে কি উপহার দিবে। আসলে সে মেয়ে মানুষ কিবা দিবে। তবে আমার ইচ্ছা ছিল ওই দিনটা শ্বশুরবাড়ি অবস্থান করে বউকে বেশ কিছু জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াবো এবং ইচ্ছে মত একটা সেটা খাওয়া দাওয়া করব। আর সুযোগ বুঝে অতি সামান্য একটি ছোট উপহার তাকে দিব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। বিশ্ব ভালোবাসা দিবসের আগের দিনটাতে চলে আসতে হল ঢাকাতে। হঠাৎ আমার আব্বার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। অতিরিক্ত ডায়াবেটিস বেড়ে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাঁ পায়ের বুড়ো আঙ্গুলটা পচে যায়। তাই কুষ্টিয়া ডায়াবেটিস সেন্টার থেকে দ্রুত ঢাকায় আসতে বলে। এরপর ঢাকাতে অবস্থান করলাম। ঢাকা শাহবাগের বারডেম হসপিটালে আব্বাকে ভর্তি করে সাথে থেকে গেলাম। ১৪ই ফেব্রুয়ারি বিকেল মুহূর্তটা একটু ঘুরাঘুরি করছিলাম শাহবাগ চত্বর থেকে জাদুঘরের এদিকে।
Photography device: Infinix hot 11s
ঢাকা শাহবাগ
এরপর ফ্লাইওভারে দাঁড়িয়ে ঢাকা শাহবাগ চত্বর দেখছিলাম আর ভাবছিলাম, মনের মধ্যে কি আশা ছিল আর কোথায় এসে থামলাম। আমার ইচ্ছা ছিল মেয়েটাকে তার খালাম্মার কোলে দিয়ে বউকে সাথে নিয়ে ঘুরাঘুরি করবো গাংনী ও হাট বোয়ালিয়া রোডে। কিন্তু সে পড়ন্ত বিকেলটা উপভোগ করছি ঢাকা শাহবাগে একাকী দাঁড়িয়ে। রাস্তার যেদিকে তাকাই শুধু ফুল হাতে জোড়ায় জোড়ায় মানুষের চলাচল। কেউ ফ্লাইওভারের নিচে রাস্তা ক্রস করছে আবার কেউ ফ্লাইওভার দিয়ে রাস্তা ক্রস করছে। ঈদের দিন যেভাবে সেজেগুজে ছেলেমেয়েরা পথে বের হয় ঠিক সেভাবেই বের হয়েছে হাজার হাজার মানুষ। লক্ষ্য করে দেখলাম রাস্তার অপজিট পাশে ফুলের দোকানগুলো ফুলে ফুলে পরিপূর্ণ এবং মানুষের আনাগোনা অনেক বেশি। হয়তো এখানে অবিবাহিত মানুষের সংখ্যা অনেক বেশি ছিল তবুও দেখে মনে হচ্ছে সব যেন স্বামী স্ত্রী নিজেদের মতো চলাচল করছে। আর আমি হতভাগা নিজের বউটাকে সাথে নিয়ে চলতে পারলাম না এই দিনটাতে। আমি হয়তো এই দিনটা সেভাবে প্রাধান্য দিয়ে উদযাপন করি না তবুও ভালো লাগা বলে একটা কথা ছিল।
Videography device: Infinix hot 11s
ঢাকা শাহবাগ
ভালোলাগার অনুভূতি রেখে মনের মধ্যে ভয় নিয়ে চিন্তিত ছিলাম বিশ্ব ভালোবাসা দিবসের দিনে। অলরেডি ডাক্তার বলে দিয়েছে আব্বার পায়ের আঙ্গুলটা কেটে ফেলতে হবে না হলে আরো খারাপ পর্যায়ে এগিয়ে যাচ্ছে। বিশ্ব ভালোবাসা দিবসটা ছিল শুক্রবার শবে বরাতের দিন। এদিকে বৃহস্পতিবারে সন্ধ্যায় ডাক্তার বলে দিয়েছে আগামী রবিবারে আব্বার পায়ের আঙ্গুলটা কেটে আলাদা করতে হবে। কারণ শুক্র-শনি দুইদিন ছুটি ছিল। তাই অপেক্ষা করতে হয়েছিল গভীর টেনশন আর ভয়ের অনুভব নিয়ে। কারন আমার পাশে সাহস দেয়ার মত কেউ ছিল না। শুধুমাত্র ছোট মামা এসে এসে দেখে যান। মাঝেমধ্যে ছোট মামনি এসে দেখে যান এবং আমার জন্য খাবার নিয়ে আসেন। কিন্তু রাত হলেই তো আব্বার কাছে বেডে আমার থাকতে হয় এবং আব্বাকে দেখাশোনা সব ইত্যাদি ইত্যাদি। তাই ফ্লাইওভার এ দাঁড়িয়ে এগুলাই ভাবছিলাম আর প্রেমিক-প্রেমিকাদের চলাচল দেখছিলাম এই মুহূর্তে। এছাড়াও যখন তখন রাস্তায় জ্যাম লেগে যাচ্ছিল। জ্যামের বিরক্তিকর দৃশ্য অনুভব করছিলাম হালকা শীতল বাতাসে। আর এভাবেই ২০২৫ সালের বিশ্ব ভালোবাসা দিবসের বিকেল মুহুর্ত আমার অতিবাহিত হয় ঢাকা শাহবাগ চত্বরের দিকে তাকিয়ে।
Photography device: Infinix hot 11s
ঢাকা শাহবাগ
বিষয় | ভিডিওগ্রাফি |
---|---|
লোকেশন | ঢাকা শাহবাগ |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
দেশ | বাংলাদেশ |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
05-03-25
Upvoted! Thank you for supporting witness @jswit.