পাঙ্গাস মাছের খাবার দেওয়ার ভিডিও

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে পাঙ্গাস মাছের খাবার দেওয়ার সুন্দর একটি ভিডিও শেয়ার করব। আশা করব ভিডিওটা সবাই প্লে করবেন এবং সুন্দর এই ভিডিও দেখে মুগ্ধ হবেন।

IMG_20240911_154153_9.jpg

photography device:
Infinix Hot 11s


ফটো ও ভিডিওগ্রাফি:


দীর্ঘদিন পাঙ্গাস মাছ চাষের সাথে জড়িত রয়েছে। তাই প্রত্যেক দিন সকাল বিকাল মাছের খাবার দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয় নিজেদের। বিশেষ করে শীতের সময় পার হয়ে গেলেই পূর্ণাঙ্গ মাছ চাষে মনোনিবেশ করতে হয় সবার। আর এই মুহূর্তে ছোট-বড় সকল পাঙ্গাস মাছের খাবার দিতে হয় পুকুরে। শুধু বাংলাদেশের খাবার দিতে হলে বেশ অনেক সময় প্রয়োজন হয়। কিন্তু বড় পাঙ্গাস মাছের খাবার দিতে হলে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। পাঙ্গাস মাছের খাবার দেয়ার মুহূর্তগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এই মুহূর্তে মাছগুলো খুব আনন্দসহকারে খাবার খেতে আসে। বড় বড় পাঙ্গাস মাছ গুলো দেখতেও খুব ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশের মাঝে কিছুটা সময় আনন্দে পার করা যায় মাছের খাবার দেওয়া দেখার মধ্য দিয়ে। পাশাপাশি পুকুরগুলো থাকায় ছোট মাছের খাবার দেওয়ার সময় বড় মাছের খাবার দেওয়া হয়। ছোট মাছের খাবারগুলো দিতে একটু দেরি হয় তাই চেষ্টা করি আগে বড় মাছের খাবারগুলো দিয়ে ফেলার।

IMG_20240921_174033_0.jpg

Photography device: Infinix hot 11s
location



ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পারছেন, এগুলো সব পাঙ্গাস মাছ। এখানে দুই সাইজের পাঙ্গাস মাছ ছিল। কিছু কিছু পাঙ্গাস মাছ ছিল এক থেকে দেড় কেজি সাইজের। আর কিছু কিছু পাঙ্গাস মাছ ছিল হাফ কেজি সাইজের। অর্থাৎ বলতে গেলে এখানে বিভিন্ন মাছের পাশাপাশি পাঙ্গাস মাছের সমন্বিত চাষ ব্যবস্থা। যে মাছগুলো দ্রুত বড় হয়ে যাবে সেগুলো বিক্রয় করে দিয়ে আবার ছোট মাছগুলোকে খাবার খাইয়ে বড় করা। আমাদের এখানে চাষিরা ঠিক এভাবে মাছ চাষ করে থাকেন। এখানে শত শত পুকুরে মানুষ মাছ চাষ করেন। তবে বেশিরভাগ পুকুরগুলোতে পাঙ্গাস মাছ চাষ হয়। পাঙ্গাস মাছের পাশাপাশি অন্যান্য দেশী মাছ থেকে থাকে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন পাঙ্গাস মাছের খাবার দেওয়া হয় তখন অন্যান্য মাছগুলো উপর স্তরে খাবার খেতে আসে না। যদি ভাসমান খাবার খাওয়ানো হয় তাহলে পাঙ্গাস মাছের পাশাপাশি তেলাপিয়া আর জাপানি মাছগুলো খাবার খেতে আসে। আর যদি ডুবা খাবারগুলো দেওয়া হয় তাহলে রুই মৃগেল কাতলা সহ যে সমস্ত মাছগুলো পুকুরে থাকে সব মাছ পাঙ্গাসের সাথে খাবার খেতে আসে। তবে আমরা পুকুরে পাঙ্গাসের পাশাপাশি সকল মাছ কমবেশি দিয়ে রাখার চেষ্টা করি।

Video device: Infinix hot 11s
location



খাবার খাওয়ার মুহূর্তে হয়তো আপনারা অনুভব করছেন শুধু পাঙ্গাস মাছ খাবার খাচ্ছে। দ্রুত মাছ নড়ার কারণে হয়তো বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে তেলাপিয়া মাছ রয়েছে অনেক। তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছের মধ্যে খাবার খেতে চলে আসে এবং পাঙ্গাসের সাথে পাল্লা দিয়ে খাবার খায়। এমন মাছের খাবার খাওয়াগুলো আমার কাছে খুবই ভালো লাগে। দীর্ঘদিন ধরে এভাবে খাবার দেওয়া হয় মাছ চাষ করা হয়। হয়তো আগের মতো ভালোলাগাটা না থাকতে পারে তবে এর মধ্যেই অন্যরকম প্রশান্তি রয়েছে। যখন বাইরে থেকে গেস্ট আমাদের বাসায় আসে, তারা তো সব সময় বেশি উৎসাহিত থাকে মাছের খাবার দেওয়া দেখার জন্য। তখনই যেন আবারও বুঝতে পাই পাঙ্গাস মাছের খাবার খাওয়ানোর মুহূর্তটা কতটা আনন্দের। ঠিক তাই আজকে সেই আনন্দটা আপনাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করলাম।

IMG_20241013_065610_2.jpg

Photography device: Infinix hot 11s
location



গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
বিষয়মাছের খাবার দেওয়ার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
লোকেশনগাংনী-মেহেরপুর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png



Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrdEx32sFcYs2yjo...Zcy27Sm1uTHx2pNTvnG6fwvq5GAHeYyhJZKmmvXSFW4CKgpJjikSESepQRRaStZXwGQSRZQ5pD8fCtzUJZvkUPWiPmwEfZfxvFGNmdf6RdLiGUY76q3k9UbFj.webp

Sort:  
 2 months ago 

01-02-25

Screenshot_20250201-161342.jpg

Screenshot_20250201-161205.jpg

 2 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

এর আগেও আপনার পুকুরের মাছের ভিডিওগ্রাফি দেখেছিলাম। এই ধরনের ভিডিওগ্রাফি সব সময় আমায় মুগ্ধ করে। এটা জেনে ভালো লাগলো আপনাদের গ্রামের অনেকে মাছ চাষ করে। মাছের খাবার দেওয়ায় মাছগুলো কি সুন্দর করে খাচ্ছে। এই দৃশ্যগুলো সামনাসামনি দেখতে পারলে আরো অনেক ভালো লাগবে। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমেও দেখে ভীষণ ভালো লাগছে।

 2 months ago (edited)

ধন্যবাদ আপু

 2 months ago 

মাছকে এভাবে খাবার খাওয়াতে আমার কাছেও অনেক ভালো লাগে। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুর কে দেখি প্রতিদিন সকাল বেলা এভাবে পুকুরে খাবার দিতে। তখন আমিও পাশে বসে মাছেদের খাবার দেই। মাছকে খাবার খাওয়ানোর মধ্যে আলাদা একটা আনন্দ রয়েছে। যখন অনেক গুলো মাছ একসাথে খাবার খেতে আসে তখন আমার ছেলে দেখে খুব মজা পায়। আপনার ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। কিছু কিছু অনুভূতি থাকে যা সবসময় অনুভব করা যায় কিন্তু কাউকে বোঝানো যায় না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

ভালো লাগে আপু। খাবার দেওয়ার মধ্যে ভালো লাগার রয়েছে।

 2 months ago 

আপনার পুকুরে দেখতেছি প্রচুর পরিমাণে মাছ রয়েছে। সেই সাথে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনাদের মেহেরপুরে অনেক মানুষ তাহলে এই মৎস্য চাষের সাথে জড়িত রয়েছে। এটাও জানতে পারলাম যে কোন খাবার দিলে কোন মাছ খেতে আসে। পুকুরে পাঙ্গাস মাছকে খাবার দেওয়ার দারুন একটি ভিডিও ধারণ করে চমৎকার একটি মিউজিক অ্যাড করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি ঠিকই বলেছেন এরকম প্রকৃতির মাঝে সময় কাটাতে পারলে সময়টা ভালোই কাটে।

 2 months ago 

সব ছোট

 2 months ago (edited)

আপনার পাঙ্গাস মাছের খাবার দেওয়ার ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে। মাছকে খাওয়ার দিলে সেগুলো যখন খায় তখন অনেক খেলাধুলা করে। যেটা আমাদের সবাইকে আনন্দ দেয়। ধন্যবাদ।

 2 months ago 

ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 76316.87
ETH 1439.52
USDT 1.00
SBD 0.67