
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে নতুন একটি ভিডিওগ্রাফি পোস্ট। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যেখানে আপনারা দেখতে পারবেন পুকুরপাড় থেকে ধারণ করা পেঁপে গাছের সুন্দর এক ভিডিওগ্রাফি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
আমাদের মাঠে পাঁচটি পুকুর রয়েছে। সে পুকুর গুলোর মধ্যে মাত্র একটি পেপে গাছ রয়েছে। পেঁপে গাছটা রয়েছে তিন নম্বর সবজি বাগানের মধ্যে। বর্তমানে তিনটি সবজি বাগান, তবে এই বাগানটা সবচেয়ে বড়। এই বাগানের মধ্যে সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন করা হয়ে থাকে। তবে পেঁপে গাছটা একটু করনারে। পেঁপে গাছটা শুনেছিলাম এমনিতেই হয়েছে। কোন এক সবজি গাছ লাগানোর জন্য কম্পোস্ট সার দিয়েছিল এই জায়গায়। সেই কম্পোস্ট সারের মধ্যে পেঁপে গাছের বীজ ছিল। আর সে বীজ থেকে এ পেঁপে গাছটা হয়েছে। পেঁপে গুলো দেখতে বেশ চমৎকার। ঘন সবুজ আর অনেক মোটা হয়েছে পেঁপে গুলো। হয়তো কম্পোস্ট সারের কারণে এত বড় বড় পেঁপে হচ্ছে অথবা হাইব্রিড জাতের হতে পারে। যেহেতু দেশি পেঁপে এত মোটা হয় না। পুকুর পাড়ে সবজি উত্তোলন করতে গিয়েছিলাম একদিন। সেই সময় আমি এই ভিডিওটা করেছিলাম। আমি পেঁপে পছন্দ করি এগুলা পেটের সমস্যা দূর করে থাকে। পাকা পেঁপে সহ রান্না করে যে কোন ভাবে খাওয়া যায়। বিশেষ করে কলাইয়ের ডাল এর সাথে রান্না করে খেতে খুবই টেস্ট হয়। আপনারা যারা আমার এই পোস্ট করবেন তারা চেষ্টা করে দেখবেন কলাইয়ের ডাল এর সাথে রান্না করে খেতে। শীতের সময় এই পেঁপে দিয়ে কিন্তু বড়ি বানিয়ে খাওয়া যায়। এদিকে আমি ভাতের সাথে ছেনা করেও মাঝেমধ্যে খেয়েছি। এক কথায় অনেক ভাবেই খাওয়া যায় পেঁপে।
Camera: Huawei P30 Pro-40mp
সোর্স
মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করতে ফটো তুলতে ভিডিও করতে আমার ভালো লাগে। এতে মন যেমন সতেজ থাকে তেমন মনের মধ্যে ভালোলাগা ও কাজ করে। ঠিক এমনই অনুভূতি নিয়ে সবজি তুলতে গেছিলাম। তাই হঠাৎ মনে এসেছিল সুন্দর এই পেঁপে গুলো দেখে একটা ভিডিও ধারণ করি। সবেমাত্র ভিডিও এডিটিং শিখছিলাম এজন্য এডিট করতে বেশ ঝামেলা বোধ করি তাই সাদামাটা ভাবে ভিডিওটা আপলোড করেছি। তবে চেষ্টা করব সুন্দরভাবে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে। পরবর্তীতে আমি আবারো এমন কিছু নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তবে পুকুর পাড়ে শুধু এই পেঁপে গাছ নয় অন্যান্য যে সমস্ত শাকসবজি রয়েছে সে সমস্ত শাকসবজি ভিডিও ধারণ করার চেষ্টা করব।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
পেঁপে কাঁচা এবং পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। পেঁপে পাকা খেতে আমার কাছে খুবই ভালো লাগে । আজ আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে পেঁপে গাছের ভিডিওগ্রাফি করেছেন । আপনার ভিডিওগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আপনার ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। সবুজ কাঁচা পেঁপে দেখে লবণ মরিচ দিয়ে খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আমি দুইটাই ভালোবাসি।
আমি লক্ষ্য করে দেখেছি হাইব্রিড পেঁপে গাছগুলোতে খুব ছোট বয়স থেকেই পেঁপে ধরতে শুরু করে দেয়। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি টা দেখলাম অনেক সুন্দর পেঁপে ধরেছে আপনাদের এই গাছে। একদিন পেঁপে খাবার দাওয়াত দিয়ে দিন।
এই গাছটাতে অনেকদিন ধরে পেঁপে হচ্ছে