ভিডিওগ্রাফিঃ-একটি ফুল বাগান থেকে নেওয়া সুন্দর একটি ভিডিওগ্রাফি।
সবাইকে শুভ সন্ধ্যা,
আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে। শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। যদিও আমাদের কমিউনিটিতে আজকে সাপ্তাহিক শেষ দিন।ভাবছিলাম সকাল সকাল পোস্ট এবং কমেন্টগুলো করে ফেলব। কিন্তু পুস ডিপোজিট করতে যেয়ে আমার যে খারাপ অবস্থা। প্রথমত একাউন্ট আমার ভেরিফাই করতে গিয়ে যত ঝামেলা। সবার কাছ থেকে বেশ সহযোগিতা পেয়েছি। আমার কাছে এতই প্যারা মনে হল আজকের পুরো দিনটা শেষ হয়ে গেল। যাক কষ্ট করে হলেই অবশেষে Gate.io তে পুস ডিপোজিট করতে পারছি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অবশেষে কাজটা সম্পন্ন করে আবার পোস্ট লেখা শুরু করে দিলাম। অতিরিক্ত লোড নিতে পারি না শারীরিক অসুস্থতা তেমন ভালো যাচ্ছে না দিনকাল। তারপরও ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করি।
ভাবলাম যে একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এত ব্যস্ততার মাঝে কোন কিছু তৈরি করা সম্ভব হয়নি। মোবাইলের দিকে চোখ রাখতে রাখতে প্রচুর পরিমাণ মাথা ব্যাথা শুরু হয়ে গেল। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করে নিব। আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব তা একটি ফুল বাগান থেকে নেওয়া। আগে প্রায় সময় ভিডিও শেয়ার করতাম আপনাদের সাথে। আগে যেহেতু প্রায় সময় বের হওয়া যেত সুন্দর সুন্দর জায়গায় ভ্রমন করা যেত। সেই সুযোগে ভিডিও গুলো করে নেওয়া হতো। অনেকদিন ধরে বের হচ্ছি না কোন ভিডিও নেওয়া হচ্ছে না। আজকে আমি যে ভিডিও শেয়ার করব তা অনেকদিন আগের করা। ফোনের গ্যালারিতে কয়েকটি ভিডিও আছে সেখান থেকে আমি আজকে আপনাদের সাথে ফুলের ভিডিওটি শেয়ার করার জন্য হাজির হয়েছি।
ভিডিওগুলো আমার করতে খুব ভাল লাগে যদিও ভিডিও করার দক্ষতা তেমন ভালো না। কিন্তু এত সুন্দর দৃশ্যগুলো যখন ভিডিও করে সবার সাথে শেয়ার করতে নিতে পারি অনেক ভালো লাগে। আমি যে ফুল গুলোর ভিডিও নিয়েছি সেই গাছটি অনেক বড় সাইজের ছিল। বিশেষ করে ফুল বাগানে এত সুন্দর সুন্দর ফুল ছিল। সেখানে রঙ্গন ফুলের গাছটি অনেক বড় সাইজের ছিল। পাশে কিছু ঘাস ফুলছিল। সবকিছু মিলিয়ে চারপাশে দৃশ্য বেশ চমৎকার একটি ভিডিও ছিল। আজকে সেই ভিডিওটি আমি আপনাদের সাথে এডিট করে শেয়ার করে নিয়েছি। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে শুরু করে নেওয়া যাক আর দেরি না করে–
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন
বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ভিডিওগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | রঙ্গন ফুলের একটি ভডিও |
ভিডিও এডিটিং | @samhunnahar |
Location- | ভিডিও লোকেশ- কক্সবাজার-ইনানী |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
#videography #flowergarden #amarbanglablog #steemexclusive #shy-fox #bangladesh-coxsbazar #natureview
https://x.com/heranahar148614/status/1892193553323073823?t=lmmjZwFb1LeJz3mmBByo1w&s=19
আমার ডেইলি টাস্ক
ফুলের সৌন্দর্য দেখলেই যেন মনটা ভরে যায়। অনেক সুন্দর ভাবে ফুল বাগানের একটা ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ভিডিওগ্রাফির মাঝে রঙ্গন ফুল রাখার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।
ধন্যবাদ ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য।
ফুলের সুন্দর ভিডিওগ্রাফি করেছেন আপু দেখে খুব ভালো লাগলো। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে রঙ্গন ফুল দেখে খুব ভালো লাগলো। এই ফুলগুলো সৌন্দর্য সত্যি খুব দারুণ। বেশ চমৎকার ভিডিওগ্রাফি করেছেন । ধন্যবাদ আপনাকে আপু।
রঙন ফুল আমার বেশ পছন্দের। সময় দিয়ে ভিডিওটি দেখলেন শুনে অনেক ভালো লেগেছে।
সবুজ পাতার মধ্যে লাল রঙের রঙ্গন ফুল গুলো দেখতে অসম্ভব ভালো লাগছে। আপনি চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছেন আপু। আপনার ধারণ করা ভিডিও দেখে আমার ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভিডিও ধারণ করতে পারলে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনাদের কাছে শেয়ার করতে পারি।
আপু আপনি আজ খুব সুন্দর একটি ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। রঙ্গন ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন একসাথে সবুজ পাতার মাঝে থোকা থোকা ফুল ফোটে থাকে তখন দেখতে খুব ভালো লাগে। বাড়ির সামনে এই ধরনের ফুলের গাছ থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
সুন্দর মতামতের মাধ্যমে সব সময় সহযোগিতা দিয়ে উৎসাহিত করেন। অনেক ধন্যবাদ।
যারা প্রথমত মাস্টারি করে নানান ভাবে ডিপোজিট করার চেষ্টা করেছিলো তারা কিন্তু ফেঁসে গিয়েছিলো। কিন্তু যারা সঠিক উপায় জেনে করেছে কষ্ট হলেও তারাই সঠিকভাবে করতে পেরেছে। যাই হোক আপনিও শেষ অব্দি ডিপোজিট কমপ্লিট করতে পেরেছিলেন এটাই অনেক বড় বিষয়। এরকম ব্যস্ততার মাঝেও দারুন একটি ফুল বাগানের ভিডিও শেয়ার করেছেন। বেশ কয়েক প্রকারের ফুল দেখতে পেলাম। দুর্দান্ত ছিলো আপনার ভিডিওগ্রাফিটি।
ধন্যবাদ ভাইয়া অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর মতামত পড়ে অনুপ্রাণিত হয়েছি।