আসসালামু আলাইকুম/আদাব🌺
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

বিকেল বেলা যমুনা নদী পারে ভ্রমণ করতে গিয়েছিলাম। অপরূপ সৌন্দর্যময় এই যমুনা নদীর বাঁধ দিয়ে ভ্রমণ করার মজাটাই অন্যরকম। বিকাল বেলা সূর্য অস্ত যাচ্ছিল এমন সময় বাবা সাথে ভ্রমণ করার মজাটা আমি আনন্দের সাথে উপভোগ করেছি। আসলে বাবার সাথে ওইভাবে তার আগের মত ভ্রমণ করা হয় না, বিশেষ করে সময়ও পাওয়া যায় না এবং বাবারও সময় হয়ে ওঠে না। তাই হঠাৎ করে একদিন বাবা এবং ছোট ভাগ্নেকে সাথে নিয়ে যমুনা নদীর পাড়ে এসেছিলাম। আর এই অপরুপ সুন্দরময় নদীর পাড়ে কাটানো মুহূর্তগুলো আমার দারুণ লেগেছে। আসলে স্মৃতির পাতায় রেখে দেওয়ার মতোই মুহূর্তগুলো উপভোগ করেছি। আর সেই মুহূর্তেরই ভিডিওগ্রাফি করেছি। যা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি দেখতে পেয়ে আপনাদের ভালো।
নদীর পাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় মুহূর্তগুলো সত্যি অসাধারণ। নদীর শীতল বাতাস উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। তাই তো নদীর পাড়ে বিকেল বেলা দেখতে পেলাম হাজার হাজার মানুষ এসেছে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলে বিকাল হলে যমুনা নদীর এই পাড় দিয়ে হাজার হাজার মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায়। তাদের সাথে বিকেলের মুহূর্তটা আমি দারুনভাবে উপভোগ করেছি। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা আরো আমার কাছে বেশি ভালো লেগেছে। তাই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওগ্রাফি দেখে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের মাঝে ভিন্ন কোন ভিডিওগ্রাফি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।🙏🎥🙏

ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
ধরণ | ভিডিওগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই সময় নদীর পাড়ে শীতল বাতাস সত্যিই খুব ভালো লাগে আর আপনার ভিডিওতে দেখলাম অনেক লোকজন এসেছে এসে কলকাতার উপভোগ করতে। নদীর পাড়টিও খুব মনোরম লাগল দেখে।
https://x.com/rayhan111s/status/1910398369538990460?t=KG24SbyE1uyAY8ifGqZoLQ&s=19
https://x.com/rayhan111s/status/1910327752097476789?t=qETv0jk1w7isqGT7rZiWEg&s=19
https://x.com/rayhan111s/status/1910327981500670322?t=7pzHFXeAFOsKhRno-b_3hw&s=19
https://x.com/rayhan111s/status/1910328268466561304?t=soCms5gPtIgLflq18y8bOg&s=19
https://x.com/rayhan111s/status/1910328623799689224?t=yC4pd-1gycZ2x5PJcAkxng&s=19
যমুনা নদী পাড়ে বিকেল বেলার সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আমি যদিও স্বচোখে যমুনা নদী দেখিনি তবে আপনার মাধ্যমে আজকে দেখার সুযোগ হলো। আপনি সেখানে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং সেটা ভিডিওগ্ৰাফিও করেছেন দারুন ভাবে। এবং অনেক সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে সেই ভিডিও শেয়ার করেছেন ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনার ভিডিওগ্রাফির দক্ষতার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ ভিডিওগ্রাফি দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই যমুনা নদীর পাড়ে বিকেল বেলার সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এই ভিডিওগ্রাফিটি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম৷ যা একেবারে মনের মধ্যে আলাদা জায়গা করে নিল৷