আমার ভিডিওগ্রাফি ঘাসফড়িং এর মাঝে।
শুভ রাত্রি
আজ ২৩ই জুন,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ঘাসফড়িং এর ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ঈদের ছুটি কাটিয়ে সবাই সবার কর্মস্থলে ফিরে গিয়েছেন। আশাকরি নিজের পরিবারের সঙ্গে সকলেই খুব ভালো সময় কাটিয়েছেন। তবে আমাদের এখানে ঈদের পরের দিন থেকেই প্রচন্ড বৃষ্টি ছিল। তাই কোথাও ঘুরতে যেতে পারি নি। তাই বাসায় খাওয়া দাওয়া করেছি ও ঘুমিয়েছি এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। যাইহোক গতকাল বিকেলে আবহাওয়া খুব ভালো ছিল তাই মাঠের দিকে হাঁটতে বেরিয়ে ছিলাম কিছু ভিডিও করার উদ্দেশ্য। অনেকদিন ধরে ভিডিওগ্রাফি পোস্ট করা হয় না। তখন মাঠের রাস্তার পাশে পাতার উপর খুব সুন্দর একটি ঘাস ফড়িং দেখতে পাই। ঘাসফড়িং টি দেখতে অনেক সুন্দর ও শান্তশিষ্ট ছিল। দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তখন আমি কিছু ফটোগ্রাফি এবং ভিডিও করার চেষ্টা করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ঘাসফড়িং টি খুবই সুন্দর করে পাতার উপর বসেছিল এবং এদিক ওদিক দেখছিল, আমি তখন সেই ফাঁকে ধীরে ধীরে ভিডিও করে নিয়েছিলাম। পোকামাকড়ের ফটোগ্রাফি ও ভিডিও করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি যেখানে পোকামাকড় দেখতে পাই সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। তবে ঘাসফড়িং ভিডিও করতে আমাকে সাহায্য করেছিল। আমি তো ভেবেছিলাম ভিডিও করতেই পারবো না। যাইহোক আজকে আমি ঘাসফড়িং পোকার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেয়ার করলাম। নিচে ভিডিও লিংক রয়েছে। আশাকরি ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে ভালো লাগবে।
এই ছিল আমার আজকের আয়োজন। আমার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 💞।
বিভাগ | ভিডিওগ্রাফি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | আমার ভিডিওগ্রাফি ঘাসফড়িং এর মাঝে। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ভিডিওগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1804926535092367672?t=wsgp_f1HC6BAfRBr6VFczQ&s=19
এই ঘাসফড়িং গুলো গ্রাম অঞ্চলে একটু বেশি দেখা যায়। তবে বর্তমান সময় কিন্তু অনেকটা বিলুপ্তর পথে। গ্রামে দেখা গেলেও বলতে হয় অনেকদিন পরে দেখলাম। ঘাসফড়িং এ ভিডিওটি বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঘাসফড়িং এ ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
ঘাসফড়িং দেখতে অনেক কিউট লাগে।গ্রামে গেলে এই ঘাসফড়িং কিছুটা দেখতে পাওয়া যায় তবে আগের চেয়ে কম।আপনি খুব সুন্দর করে ভিডিও ধারণ করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য। আশাকরি সব সময় পাশে থাকবেন।
হাটতে গিয়ে ঘাস ফড়িং এর দেখা পেয়ে ফটোগ্রাফি করেছেন ভীষণ চমৎকার হয়েছে। ঘাস ফড়িং টি শান্তশিষ্ঠ ছিলো বলেই এতো সুন্দর করে ফটোগ্রাফি করতে পেরেছেন। ভীষণ চমৎকার হয়েছে আপনার ঘাস ফিলিং এর ফটোগ্রাফিটি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ঘাসফড়িং এর ফটোগ্রাফি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।
আপনি সব সময় আমাকে সুন্দর মতামত দিয়ে উৎসাহ করে থাকেন। ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্ট ভিজিট করার জন্য।
ভাইয়া আজ আপনি ঘাস ফড়িং এর ভিডিও আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ঘাস ফড়িং এর ভিডিও আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে এই ভিডিও গুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আমার মনে হয় আপনার ধৈর্য শক্তি অনেক বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে ঘাস ফড়িং এর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
জি আপু এ ধরনের ভিডিও করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তারপরও আমি পোকামাকড়ের ভিডিও করতে খুবই পছন্দ করি। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম,আপু ধন্যবাদ আপনাকে।