দুরন্ত ফড়িং ও প্রজাপতির ভিডিওগ্রাফি।
শুভ দুপুর... 🌅
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির দুরন্ত ফড়িং ও প্রজাপতির ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
কিছু দিন ধরেই অসুস্থতা আমার ও পরিবারের সবার পিছু ছাড়ছে না। বিশেষ করে জ্বর ঠান্ডা আমার পরিবারের প্রায় সকল সদস্যদের মাঝে দেখা যাচ্ছে। এদিকে অফিসের কাজের চাপ বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে আমি অনেক ব্যস্ততার মাঝে আছি। যাইহোক সৃষ্টিকর্তা হয়তো আমার উপর পরীক্ষা নিচ্ছে। ইনশাআল্লাহ ধৈর্য ধরে সবকিছু সামলে নেওয়ার চেষ্টা করব। আজকে আমার বিকাল শিফটে ডিউটি তাই সকালে মাঠের দিকে বের হয়েছিলাম কিছু ভিডিও করার জন্য। কিন্তু হাতে কাছে তেমন কিছুই পাইনি। তবে ফিরে আসার সময় বিভিন্ন রঙের প্রজাপতি ও দুরন্ত একটি ফড়িং দেখতে পাই। প্রজাপতি ও ফড়িং এর ভিডিও করা খুবই কষ্টকর। এক জায়গায় স্থির হয়ে দীর্ঘ সময় বসতে চায় না। তারপরও আমি ধৈর্য ধরে বেশ কিছু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেছি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি পোস্ট করার জন্য। পোকামাকড় আমার কাছে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি বিভিন্ন পোকামাকড় এর বিচরণ ক্যামেরা বন্দি করতে। তবে সময় সুযোগের কারণে ভিডিওগ্রাফি পোস্ট করা হয় না। আমি যখন ফড়িং এর ভিডিও করছিলাম তখন এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করছিল। তারপর সামনে ধান ক্ষেত ছিল, সেখানে একটি প্রজাপতি দেখতে পাই। প্রজাপতিটি পাখা মেলে উড়তে শুরু করলো,আমি কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পারলাম পাতার মাঝে স্থির হয়ে বসেছিল। সেই ফাঁকে আমি ভিডিও করে নিয়েছিলাম। তবে দুই তিনটি ভিডিও একত্রিত করে একটি ভিডিওগ্রাফি তৈরি করেছি। যাইহোক আজকে আমি দুরন্ত ফড়িং ও প্রজাপতির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেয়ার করলাম। নিচে ভিডিও লিংক রয়েছে। আশাকরি ভিডিও দেখার পরে আপনাদের কাছেও ভালো লাগবে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ভালো লেগেছে, কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 💞।
বিভাগ | ভিডিওগ্রাফি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | দুরন্ত ফড়িং ও প্রজাপতির ভিডিওগ্রাফি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ভিডিওগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1852624167491014663?t=NW2FcUAbu-pBEktVNyOaLw&s=19
প্রজাপতি এবং ফড়িংয়ের খুব সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের ভিডিওগ্রাফি টা দেখে। এই ধরনের ভিডিওগ্রাফি গুলো করা অনেক ধৈর্যের ব্যাপার। প্রজাপতিটা অনেক সুন্দর ছিল। এত চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, গঠনমূলক মন্তব্য করার জন্য।
প্রজাপতি ও ফড়িং এর কি চমৎকার ভিডিও তুলেছেন আপনি। গাছের উপর পতঙ্গদের স্বাধীনভাবে ঘোরাফেরা দেখলে মনে হয় বাঁচতে হলে এমন ভাবেই যেন বাঁচি। ছবি দুটো খুব ভালো লেগেছে।
আপু স্বাধীনভাবে বাঁচতে চাই, প্রজাপতির মতো উড়তে চাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপনি। ভিডিওগ্রাফি পোস্টগুলো খুবই ভালো লাগে। আর এত চমৎকার করে ভিডিওটি করেছেন দেখে মুগ্ধ হয়েছি ভাই। ধন্যবাদ আপনাকে।
আমার পোস্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
প্রজাপতি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।যদি এইভাবে ভিডিও ক্যাপচার করা হয় তাহলে আরো বেশি ভালো লাগে।যাইহোক আপনার ভিডিওগ্রাফিটি অনেক সুন্দর ছিল ভাইয়া।প্রজাপতির ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা শেয়ার করছেন।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আমার পোস্ট ভিজিট করে প্রশংসা মূলক কমেন্ট করার জন্য।
ফড়িং এবং প্রজাপ্রতি এই দুইটা প্রাণী আমার বেশ পছন্দের। বেশ লাগে দেখতে। খুবই সুন্দর করেছেন ভিডিওগ্রাফি টা ভাই। বেশ সুন্দর এককথায়। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। আপনার গুছানো কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাই প্রজাপতি ও ফড়িং ভিডিওগ্রাফি করা খুব কষ্টকর। তারপর আপনি ফড়িং এবং প্রজাপতির চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। ধৈর্য ধরে খুব চমৎকার ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।
প্রশংসা মূলক কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই, আপনার জন্য শুভকামনা রইল।