দুরন্ত মৌমাছি মধু সংগ্রহ করার ভিডিওগ্রাফি।
শুভ রাত্রি 🌃
আজ ০৪ ই ডিসেম্বর,
বুধবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম দুরন্ত মৌমাছি মধু সংগ্রহ করার ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
আমি আজ সকাল থেকেই খুব চাপের মধ্যে ছিলাম। মা অনেক দিন পর আজকে বাসায় এসেছে, মাকে ছাড়া পুরোটা বাড়ি একা একা লাগে। আমার ছেলেও কিছু দিন ধরে অসুস্থ। তাই নিজের ব্যক্তিগত কাজ শেষে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। যাইহোক অনেক দিন ধরে ভিডিওগ্রাফি পোস্ট করতে পারি না। আমি যেহেতু পোকামাকড় ও কীটপতঙ্গ ভালোবাসি, তাই চেষ্টা করি তাদের বিচরণ ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরতে। তাই হাতের কাজ শেষ করে চলে যাই মাঠের দিকে। প্রকৃতির মাঝে ভিন্ন কিছুর খোঁজ করি আমি সব সময়। মাঠের পাশে ফুল গাছের উপর দুরন্ত মৌমাছি দেখতে পাই। একটু মজার বিষয় হলো মৌমাছি গুলো ফুল থেকে মধু সংগ্রহ করছিল। এই শীতের সময় মোমাছিরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে এবং মৌচাকে নিয়ে জমা করে। আমি সে সুযোগে কিছু ফটোগ্রাফি করেছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি পোস্ট করার জন্য, কিন্তু ব্যস্ততা থাকার কারণে বাহিরে গিয়ে ভিডিও করতে পারি না। মৌমাছি খুব দুরন্ত ছিল, তাই এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করার জন্য নিমিষেই চলে যাচ্ছিল। মৌমাছির বিচরণ দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। কিন্তু আমিও নাছোড় বান্দা পেছন পেছন গিয়ে ভিডিওগ্রাফি করতে চেষ্টা করি। ধৈর্য ধারণ করার পর অবশেষে ফটোগ্রাফি করেছি এবং ভিডিওগ্রাফি করতে পেরেছিলাম। সে ভিডিওতে মিউজিক অ্যাড করে এবং সামান্য এডিট করে আপনাদের মাঝে উপস্থাপনা করেছি। যাইহোক আজকে আমি দুরন্ত মৌমাছি এর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেয়ার করলাম। নিচে ভিডিও লিংক রয়েছে। আশাকরি ভিডিও দেখার পরে আপনাদের কাছেও ভালো লাগবে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ভালো লেগেছে, কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 💞।
বিভাগ | ভিডিওগ্রাফি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | দুরন্ত মৌমাছি মধু সংগ্রহ করার ভিডিওগ্রাফি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ভিডিওগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
অনেক সুন্দর একটা ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি তো দেখছি অসম্ভব কাজকে সম্ভব করে ফেলেছেন। মৌমাছি অনেক চঞ্চল হয়ে থাকে আর আপনি সেই চঞ্চল জিনিসের মধু সংগ্রহ করার মুহূর্ত ভিডিওগ্রাফির মাধ্যমে ধারণ করতে পেরেছেন।
জি ভাই অনেক কষ্ট হয়েছে ভিডিও করতে। তারপরও চেষ্টা করেছি আপনাদের মাঝে চমৎকার ভিডিও উপহার দিতে। ধন্যবাদ ভাই আপনাকে।
https://x.com/nazmulhasanbd01/status/1864315286650015845?t=z_DljmVno0JTJkWuKvfYYg&s=19
বাহ্ সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছেন ভাইয়া। মৌমাছি কত সুন্দর করে মধু আহরণ করছে। ভিডিওগ্রাফিটি অনেক সুন্দর এবং স্পষ্ট হয়েছে। বেশ ভালো লাগলো দেখে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মৌমাছির মধু সংগ্রহ করার সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আমার পোস্ট ভিজিট করে উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া মা বাসায় না থাকলে সত্যি ফাকা ফাকা লাগে। আপনার মা অনেকদিন পর বাসায় ফিরেছে জেনে ভালো লাগলো। আপনার এই পোস্ট দেখে সত্যিই অনেক ভালো লাগলো ভাইয়া। একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট উপস্থাপন করেছেন।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করার জন্য। তবে মা না থাকলে সত্যিই খুব খালি খালি লাগে। ধন্যবাদ আপু আপনাকে।
আপনার ভিডি গ্রাফি দেখে অনেক ভালো লাগলো। সত্যি সরাসরি এভাবে মধু সংগ্রহ করা অনেক দিন দেখি না।বেশ ভালো লেগেছে ভিডিও গ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি অনেকদিন পর মধু সংগ্রহ করার দৃশ্য দেখতে পেলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু
অনেক ভালো লাগলো ভাইয়া এমন সুন্দর কিটপতঙ্গের ভিডিও ধারণ করতে দেখে। আমিও পছন্দ করি এই জাতীয় ভিডিও গুলো। তবে এটাতে ভিডিও ধারণ করাটা একটু কঠিন হয়ে পড়ে। তবুও ভিডিওটা অনেক সুন্দর হয়েছে।
জি আপু অনেক কষ্ট হয় ভিডিও করতে তারপরেও চেষ্টা করি। ধন্যবাদ আপু আপনাকে মতামত শেয়ার করার জন্য।
মৌমাছির মধু সংগ্রহের দারুন একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এরকম অসাধারণ সুন্দর দৃশ্যগুলো দেখলে মনটা এমনিতেই সজীবতায় পরিপূর্ণ হয়ে ওঠে। দারুন লাগলো ভিডিওটি দেখতে।
আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই প্রশংসামূলক কমেন্ট করার জন্য।
অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। সরাসরি এভাবে মধু সংগ্রহ করা আগে কখনো দেখিনি। আজ আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে অনেক ভালো লাগলো ভাই। অসাধারণ ভিডিওগ্রাফি ধারণ করেছেন।
আমিও কখনো দেখিনি ভিডিও করতে গিয়ে উপলব্ধি করেছি। চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
ওহ আচ্ছা হবে হয়তো শুকরিয়া ভাই।