অতিথি পাখি সহ পুকুর পাড়ের সৌন্দর্য ভিডিওগ্রাফি
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি গত বছর মোবাইলে জুম করে ধারণ করা একটি ভিডিওগ্রাফি। এখানে অতিথি পাখির ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম।
ভিডিওগ্রাফি
আমাদের পুকুরের পাশে বেশ কয়েকটা একটা বড় পুকুর আছে। শীতের সময় এই পুকুরগুলোতে অনেক রকম পাখির দেখা মেলে। শীত আসার আগে থেকেই এই সমস্ত পাখির আবির্ভাব হয়। বেশ কয়েকটা বছর আমি পুকুরপাড়ে সবজি বাগানে গেলে পাখিগুলো লক্ষ্য করতাম। আগে তো ভিডিও ধারণ করার প্রয়োজন মনে করতাম না। তবে এই সমস্ত পাখিগুলো দেখে আমি খুব মুগ্ধ হতাম। বাবুর আব্বার সাথে মাছ ধরা অথবা সবজি তোলা যে কোন কারনে উপস্থিত হলে পাখিগুলো দেখতাম। প্রাকৃতিক পরিবেশ কত রকমের পাখি রয়েছে পুকুরের পাড় ফসলের মাঠ ও বাগানকে কেন্দ্র করে। এই সমস্ত পাখির মধ্যে যদি অচেনা অতিথি পাখির দেখা মেলে তাহলে অনেক ভালো লাগে। এখানে ঠিক এমনই ভাবে অনেক রকম পাখির দেখা মেলে। কিছু কিছু পাখি রয়েছে পাতি হাঁসের মত, আবার কিছু পাখি রয়েছে রাজহাঁসের মত।
সবজির উঠানোর জন্য যখন পুকুরের একপাড় থেকে আরেক পাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখন লক্ষ্য করে দেখলাম পাখিগুলো। আর সেই মুহূর্তে আমি সামনের দিকে এগিয়ে না যে কলা গাছের নিকটে থেমে পড়েছিলাম। তখন আমার হাতে হাওয়ায় মোবাইলটা থাকায় খুব সুন্দরভাবে জুম করে ভিডিও ধারণ করতে থাকে। পাখিগুলো আমাকে দেখে এদিক থেকে ওদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবুও আমি খুব সুন্দর করে ভিডিও ধারণ করতে চেষ্টা করলাম। কিন্তু সূর্য কিছুটা বিপরীতে থাকায় সেভাবে ভিডিওটা ক্লিয়ার করতে পারছিলাম না। তবে জুম করে ভিডিও ধারণ করতে খুবই ভালো লাগছিল সেই মুহূর্তে। একদম নিকট থেকে অনেক দূর পর্যন্ত বিভিন্ন গাছপালা খুব সহজে দেখা যাচ্ছিল। এরপর মাঝেমধ্যে বাইরের পরিবেশে যদি ঘুরতে গেছি তখন এভাবে ফটো ধারণ করার চেষ্টা করেছি, ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। ভেরিফাইড হওয়ার পর যেন আরো বেশি ভালোলাগা খুঁজে পেয়েছিলাম। তাই পুকুর পাড়ে উপস্থিত হলেই বিভিন্ন কিছু এভাবে ভিডিও ধারণ করতে পেরেছি।
খোলামেলা পরিবেশগুলো মানসিক ক্লান্তি দূর করে দেয়। আর যখন বিভিন্ন রকমের পাখির দেখা মেলে তখন তো আরো বেশি ভালোলাগা খুঁজে পাই আমি। ছোট থেকে প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে বড় হয়েছি। বাড়ির পাশে ফসলের মাঠ আম কাঁঠালের বাগান সবগুলো যেন আমার ভালো লাগার অন্যতম উৎস। শ্বশুরবাড়িতে আসার পর এখানেও খোলামেলা পরিবেশ পেয়েছি অনেক। তবে এই খোলামেলা পরিবেশ উপভোগ করার আরো সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আমার বাংলা ব্লগ। আগে যখন শখ করে ফটো ভিডিও ধারণ করেছি। এখন যেন নানান ব্যস্ততার মধ্যে প্রয়োজনীয় ভিডিও ধারণ করার প্রতি আরো উৎসাহে গেছে। তবে যাই হোক এই ভিডিওটা গতবছরের। এবছরে অনেক ইচ্ছে রয়েছে নিকটস্থ নোনার বিল নামক স্থানে ভ্রমণ করতে যাব আর অনেক অনেক ফটো ভিডিও ধারণ করব। তবে এবার দুর্ভাগ্যভাগ্য যে, এই পুকুরটাতে পানি নেই। পুকুর সংস্কারের জন্য পানি নিষ্কাশন করেছে। তাই আমাদের মাঠের পুকুরের পাশ থেকে আর অতিথি পাখি দেখার সুযোগ নেই এবার। এমন পরিবেশগুলো সব সময় মনে ভালোলাগা এনে দেয়। আমি মনে করব, আপনারাও চেষ্টা করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে শেয়ার করবেন। এতে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ক্যামেরাবন্দি হবে। পাশাপাশি অন্যরকম ভালোলাগা থাকবে মনের মধ্যে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | অতিথি পাখি |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
youtube চ্যানেল | @Raj-pakhi |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
দেশ | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
শীতকালে বিভিন্ন দেশ হতে আমাদের দেশে অতিথি পাখির আগমন ঘটে। আমি খুব বেশি অতিথি পাখির সৌন্দর্য উপভোগ করতে পারিনি। তবে মাঝে মাঝে দু-একটি দেখেছি। আপনার ভিডিওর মাধ্যমে এত সুন্দর সুন্দর পাখি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। শীতের সময়ে পুকুর, বিল,ফসলের মাঠ সহ সব জায়গায় তাদের দেখা যায়। বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের পাখি একসাথে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
এটা ঠিক বলেছেন আপনি
আজকের কাজ সম্পন্ন
পুকুর পাড়ের সৌন্দর্য, বিশেষত অতিথি পাখির সঙ্গে, প্রকৃতির এক অপূর্ব মিলন। ভিডিওগ্রাফির মাধ্যমে এই দৃশ্য ক্যাপচার করা যেন প্রকৃতির এক টুকরো ছবি তুলে আনা। পাখির মৃদু ডানা ঝাপটা এবং পানির মৃদু ঢেউগুলোর মধ্যে মেলবন্ধন সত্যিই মনমুগ্ধকর। এটি একটি শান্তিপূর্ণ ও প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে, যা ভিডিওগ্রাফির মাধ্যমে দারুণভাবে ফুটে ওঠে।
সুন্দর ভাবে মন্তব্য করেছেন
অতিথি পাখি সহ পুকুর পাড়ের সৌন্দর্য ভিডিওগ্রাফি শেয়ার করেছেন দেখতে বেশ সুন্দর লাগছে। আপনার মাধ্যমে আজকে অতিথি পাখি দেখার সুযোগ হলো।এই অতিথি পাখি গুলো এই সময়ে দেখতে পাওয়া যায়। আপনার ভিডিওগ্ৰাফিটির মাধ্যমে অতিথি পাখি এবং পুকুর পাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য ফুটে উঠেছে।
শীতের সময় আসলে আমাদের এখানে দেখতে পাওয়া যায়।
ও মনমুগ্ধকর ভিডিও দেখে মনটা একদম শান্ত হয়ে গেল আপু। কাল আসলে অতিথি পাখির আগমন ঘটে এটা আমরা সবাই জানি হাতে হাঁস পানিতে সাঁতার কাটতে দেখা যায় এই দৃশ্যটি আসলেই মধুর। এরকম একটা দৃশ্য আপনি আপনার ক্যামেরা বন্দি করে ফেলেছেন।
হ্যাঁ আমি এই জাতীয় দৃশ্য গুলো বেশি পছন্দ করি
শীতকাল আসলে আমাদের দেশে অতিথি পাখিদের আগমন ঘটে। আপু আপনি অতিথি পাখি সহ পুকুরে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছেন। ভিডিওগ্রাফিটি সত্যি অপূর্ব হয়েছে। দেখে মনটা শান্ত হয়ে গেল। চমৎকার ভিডিওগ্রাফিটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লেন্স ভালো থাকলে আরও সুন্দর ভিডিও হত
X--promotion
চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্রাফিটি দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। আপনারা যারা গ্রামে থাকেন তাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর মন মুগ্ধকর প্রকৃতির ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি দেখতে পাই। আপনার ভিডিওগ্রাফিতে পুকুরটি যেমন সুন্দর ছিল। পাখিগুলো উড়ে যাওয়ার দৃশ্যগুলো আরো চমৎকার ছিল। সব মিলিয়ে আপনি ভিডিওগ্রাফিটি সুন্দর করে ধারণ করেছেন।
মাঝে মাঝে মন চাই এভাবে ভিডিও করতে থাকি কিন্তু হইত না। চেষ্টা করব আরো সুন্দর ভিডিও করার।
ঠিক বলেছেন আপু বাংলা ব্লগে আমরা যুক্ত না হলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতাম না কখনো সুন্দর কিছু দেখলে।দারুণ লাগছে আপনার অতিথি পাখির ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি।নানান রকমে অতিথি পাখি দেখলে প্রানটা জুড়িয়ে যায়।পাখিগুলো হাঁসের মতোই দেখতে।বেশ ভালো লাগলো আপনার অতিথি পাখির ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি গুলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
এখানে উপস্থিত হতে পেরেই এসব গুলো উপভোগ করতে পারি এবং ফটো ভিডিও করতে পারি
খোলামেলা এবং এরকম নিরিবিলি শান্ত পরিবেশ আমার কাছে ভীষণ প্রিয়। কোলাহল পূর্ণ জায়গায় বরাবর আমার কাছে অস্থির লাগে। আপনার ভিডিওগ্রাফির মধ্যে আপনাদের পুকুরে চমৎকার কিছু অতিথি পাখিদের দেখতে পেলাম। জুম করে ভিডিও করাতে আরো পরিষ্কার দেখা যাচ্ছে। চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। অতিথি পাখিদের ভিডিওগ্রাফিটি আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
সাথে থাকবেন আরো দেখতে পাবেন
পুকুরের পানির উপরে ভাসমান অতিথি পাখি গুলো দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগছে। আসলে এরকম অতিথি পাখি আমাদের প্রকৃতিকে আরো বেশি সৌন্দর্যময় করে তোলে। সেদিন পুকুরপাড়ে দারুন একটি উপভোগ্যের সময় কাটিয়েছিলাম এবং অতিথি পাখি দেখেছিলাম। যাহোক অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ