পশু পাখির ভিডিওগ্রাফি
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ডাউক পাখি, ঘুঘু পাখি ও মানুষের পালিত একটি প্রাণীর সমন্বিত ভিডিওগ্রাফি। তিনটা ছোট ছোট ভিডিও স্কিপ একত্রিত করে একটি ভিডিও করেছি। আশা করবো আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সবাই প্লে করে দেখবেন।
ভিডিওগ্রাফি
কিছুদিন আগে আমি আমাদের উঠানে চেয়ারে বসে রয়েছি। শীতের সময় একটু রোদের সন্ধান। উঠানের যেখানে রোদ রয়েছে সেখানে বসলাম চেয়ার পেতে। লক্ষ্য করে দেখলাম আমাদের পুরাতন ঘরের টিনের চালের উপর একটি ঘুঘু পাখি এসে দাঁড়ালো। এরপর পাখিটা পাখা মেলে রোদ তাপানোর চেষ্টা করছিল। শীতের সময় আমরা যেমন সূর্যের আলো প্রয়োজন মনে করি, তেমনি পশু পাখিরাও সূর্যের আলো অনুভব করেন। ঘুঘু পাখিটা আমার দিকে লক্ষ্য রাখছে আমিও তার দিকে লক্ষ্য রাখছি। সে বেশি ভয়তে ভয়তে তালের উপর রোদ তাপানোর চেষ্টা করছে। এদিকে আমার হাতে থাকা মোবাইলটা তার দিকে লক্ষ্য করে ভিডিও ধারণ শুরু করে দিলাম। বেশিটা সময় ভিডিও করতে পারলাম না। পাখিটা বেশি ভীতু। সে যতটা সময় ছিল আমি সুন্দর করে ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করছিলাম। এরপর হঠাৎ পাখিটা দৌড়ে পালিয়ে যায়। এরপর বাড়ির বাইরে লিচু গাছের পাশে দাঁড়িয়ে থাকা মুহূর্তে খেয়াল করে দেখছিলাম রাস্তা দিয়ে এক পাল হেরি নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রাণীটার আরো কয়েকটা নাম রয়েছে। তবে স্বাভাবিকভাবে আমাদের এখানে মানুষ এ নামেই জেনে থাকেন। এগুলো দেখতে অনেক সুন্দর প্রাণী। হয়তো ইসলামিক দৃষ্টিতে মুসলিমরা এগুলো পোষেনা। তবে এই প্রাণী অন্যান্য প্রাণীর মতোই। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা এগুলো পুষে থাকেন।
আমি প্রায় মাঝেমধ্যে খেয়াল করে থাকি এই হেরি প্রাণ এটা বেশ কয়েকজন মানুষ মিলে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া-আসা করে। এই প্রাণী কচুর পাতা কচু গাছ খেতে বেশি পছন্দ করে। আমাদের বাড়ির রাস্তার পাশে অনেক কচু গাছ হয়। এই প্রাণীরা সেই কচু গাছ খেয়ে বেঁচে থাকে। এছাড়াও ছাগলের মত ফসলের মাঠে ধান ফুটে খায়। যাই হোক রাস্তা দিয়ে যখন চলতে দেখছিলাম তখন ভাবছিলাম একটু ভিডিও ধারণ করতে পারি কি। তাই তখন সামান্য এ ভিডিওটা মোবাইলে বন্ধু করতে পারছিলাম। এরপর আপনারা দেখতে পারছেন আমাদের গোসুল খানার পাশ দিয়ে পাশের বাড়ির গোসল খানার পাঁচিলের উপর একটি ডাউক পাখি ঘুরে বেড়াচ্ছে। আমি যখন আমাদের টিউবওয়েল এর পাশে অবস্থান করছিলাম, তখন আমার নজরে আসলো পাখিটা। তখন আমাদের গোসলখানার পাশ থেকে জুম করে পাখিটার ভিডিও করার চেষ্টা করছিলাম।
আমার রান্না ঘরের বাইরে পাঁচিলের ওই পাশে একটু বন জঙ্গল রয়েছে। সেখানে বেশ কয়েকটা ডাউক পাখি এসে ঘুরে বেড়ায়। এবার তো বর্ষার সময় দেখেছিলাম অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে। বাচ্চাগুলো আমার রান্না ঘরের পাশে এসে চরাই করত। ডাউক পাখির বাচ্চা দেখতে মুরগির কালো বাচ্চার মত। একদম যেন চিনার উপায় থাকে না ছোট অবস্থায়। শুধুমাত্র তাদের পা দুইটা বেশি লম্বা থাকে তাই বোঝা যায় ডাউকের বাচ্চা। যাইহোক আমি যত সম্ভব চেষ্টা করছিলাম ডাক পাখিটাকে ভিডিও করে রাখার। পাখিটা কেন জানি পাঁচিলের উপর এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করছিল। মানুষ দেখলে এই পাখিগুলো দৌড়ে পালিয়ে যায় বন জঙ্গলের মধ্যে। কিন্তু ওই দিনটা কেন জানি পাঁচিলের উপর দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে। আমাকে দেখে কিছু মনে পড়ছে না। আর এই সুযোগে আমিও সুন্দর ভিডিও করে নিতে সক্ষম হয়েছিলাম। ঠিক এভাবেই ছোট ছোট তিনটা ভিডিও করেছিলাম। আজকে ইনশট অ্যাপস দিয়ে ভিডিও গুলা একত্রিত করে আপলোড করলাম।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | পশু পাখির ভিডিও |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
youtube চ্যানেল | @Raj-pakhi |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
দেশ | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
শীতকালে পশু পাখি গুলো রোদ পোহাতে মাঝে মাঝে আমাদের ও আঙিনায় চলে আসে। তাদের চলাফেরা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর পশু পাখির ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। পাখির সুন্দর দৃশ্য দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
X--promotion
পশুপাখির খুব সুন্দর ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন আপু। অনেক দূর থেকে ভিডিওগ্রাফি টা ক্যাপচার করেছেন। পাখি গুলো দেখে ভালো লাগলো। এ ধরনের ভিডিওগ্রাফি ক্যাপচার করা একটু ধৈর্যের ব্যাপার। যাইহোক দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো আপু অসাধারণ হয়েছে। পশু এবং পাখির ভিডিও গুলো অবশ্য ভালই লাগে আমার কাছে। এমন সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
হাতে ক্যামেরা ওয়ালা ভালো মোবাইল থাকলে এমন ফটোগ্রাফি ভিডিও ধারণ করার খুব সহজে সম্ভব। কি সুন্দর জুমিং করেছেন। আপনাদের গোসলখানা থেকে ডাউক পাখির ভিডিওটা বেশ দারুন লাগলো। আর ছোটবেলায় এমন হেরির পাল গ্রামে আসলে তো, আমরা অনেকজন মিলে পিছু নিতাম
আজকের কাজ সম্পন্ন
আপু, আপনি যে সুন্দরভাবে পশুপাখির ভিডিওগ্রাফি করেছেন, তা সত্যিই অসাধারণ ।পাখিগুলোর নিখুঁত মুহূর্তগুলো ক্যাপচার করা এক ধরনের শিল্প, আর সেটা এত দূর থেকে করা আরও বেশি চমৎকার। এমন ভিডিওগ্রাফি ক্যাপচার করতে যে ধৈর্য ও দক্ষতা লাগে, সেটা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেয়ার করার জন্য।
এমনভাবে উৎসাহ পেলে আরো সুন্দর ভিডিও করার চেষ্টা করব
ঠিক বলেছেন আপনি মানুষদের যেমন রোদ পোহানোর প্রয়োজন পড়ে ঠিক তেমনি পশুপাখিদেরও প্রয়োজন হয় সূর্যের আলো।
যাই হোক ঘুঘু পাখির দারুন একটি ভিডিও ধারণ করেছেন। ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছিলো সে ভীষণ ভয়ের মধ্যে ছিলো। তারপরে হেরি এবং ডাউক পাখির ফটোগ্রাফিও দিয়েছেন বর্ণনা সহকারে। যাই হোক চমৎকার ঘুঘু পাখির এই ভিডিওগ্রাফিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ।
আপনি আজকে চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন আমাদের মাঝে দেখে বেশ ভালো লাগলো। শীতের দিনে পাখি গুলো যখন গোসল করে রোদ পোহাতে যায় ডানা মেলে বসে রোদ পোহায় তখন দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ভিডিওতে যে মিউজিক টি এড করেছেন সেটা ভিডিওর সাথে বেশ মানিয়েছে। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই ঠিক বলেছেন। আমি প্রায় পাখিদের গোসল করা দেখি। এরপর ডানা মেলে বসে থাকে
পশু পাখি দেখলে আমার কাছে অন্যরকম ভালো লাগার অনুভূতি কাজ করে। পাখি পুষতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার পশু পাখির ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। খুবই দুর্দান্ত ভিডিওগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
প্রাকৃতিক সৌন্দর্য আর পশুপাখি আমার অনেক ভালো লাগে।