দূর থেকে পাঙ্গাস মাছের খাবার দিতে দেখার মুহূর্ত
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পাঙ্গাস মাছের খাবার দেওয়ার ভিডিও। আশা করব ভিডিওটা প্লে করবেন সকলে।
ভিডিওগ্রাফি
আজ থেকে ৮-১০ দিন আগে। পুকুরপাড়ে উপস্থিত হলাম কিছু শাকসবজি তোলার জন্য। এই মুহূর্তে সবজি বাগানের মধ্যে আমি সবজি তুলছিলাম। আশেপাশে তেমন কোন মানুষজন দেখলাম না যখন উপস্থিত হলাম। সবজি তুলায় ব্যস্ত। হঠাৎ পাশে থাকা একটি পুকুরে মাছের খাবার খাওয়ার মুহূর্তে লাফঝাফ দেওয়ার আওয়াজ শুনতে পেলাম। তখন আমি দাঁড়িয়ে একটু তাকিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম পাশের বড় পুকুরটার পশ্চিম কিনারে দুইজন ব্যক্তি মাছের খাবার দিচ্ছেন। এই পুকুরটাতে মাছের খাবার দেওয়ার জন্য বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। ড্রাম বা বেরেল দিয়ে নৌকা তৈরি করেছে দেখলাম। সেই নৌকায় অনেক বস্তা মাছের খাবার এনে রেখেছে। এরপর সে মাছের খাবারগুলো একের পর এক পানির মধ্যে ঢেলে দিচ্ছে।
এমন দৃশ্য দেখে আমি সবজি তোলা বাদ রেখে মোবাইলটা নিয়ে পাশের কলাগাছের সাইডে দাঁড়ালাম। এরপর আমি ভিডিও ধারণ করা শুরু করলাম। ভিডিওতে জুম করে তাদেরকে ভিডিওতে রেকর্ড করার চেষ্টা করলাম। তারা মাছের খাবার এমনভাবে দিচ্ছিল মাছগুলো সজরে জোরে আওয়াজ করছে। সবচেয়ে বেশি ভালো লাগার ছিল লোকটা যখন বস্তা থেকে খাবার পানিতে ঢেলে দিচ্ছে আর নৌকাটা একটু নাড়াচাড়া করছে সেই সাথে সাথে মাছগুলো লাফিয়ে উঠছে। খেয়াল করে দেখলাম উনি একটি তার ধরে পূর্ব থেকে পশ্চিম সাইডে নড়াচড়া করছেন বা সরে যাচ্ছেন। তাই আর একটু পিছন দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম একটা খুটির সাথে তার বেঁধে রেখেছে। মূলত ওই তারের মাধ্যমে এদিকে ওদিকে এগিয়ে আসা-যাওয়া করতে পারে খুব সহজে।
পাঙ্গাস মাছ ভীতু মাছ হয়ে থাকে জানি। তবে এই মাছের খাবার দেওয়া দেখে মনে হল যেন অনেক সাহসী মাছগুলো। খাবার শুধু ফেলতে দেরি। তারা হাতের কাছে রেডি রয়েছে। শুধু এখানে যে পাঙ্গাস মাছ রয়েছে তা কিন্তু নয় পাঙ্গাস মাছের পাশাপাশি আরো অন্যান্য মাছ রয়েছে। আর এই জন্য মাছের খাবার দেয়ার মুহূর্তে প্রচন্ড জোরে জোরে আওয়াজ হচ্ছিল। এতগুলো মাছ একসাথে খাওয়া সত্যি বেশ রিক্সের ব্যাপার রয়েছে। অনেক সময় তো একটা মাছের গা থেকে আরেকটা মাছের গায়ে কাঁটা লেগে যেতে পারে। তারপরেও মাছগুলো কিভাবে যে খাওয়া-দাওয়া করে। একটু কাছ থেকে দেখতে পারলে আরো ভালো লাগতো। আমাদের পুকুরে এভাবে খাওয়া দেওয়া হয় না। আমাদের পুকুরগুলো এর থেকে অনেক ছোট। এইজন্য সেখানে মাচা তৈরি করে। মাচার উপর থেকে খাবার ফেলে। তবে যাই হোক মোবাইলটা একটু ভালো হওয়ায় দূর থেকে ভিডিওটা ধারণ করতে পেরেছিলাম। মাঝেমধ্যে পুকুর পাড়ে উপস্থিত হলে এমন অনেক নতুন নতুন জিনিসের সাথে অভিজ্ঞতা অর্জন করা যায়। আরো ভালো লাগে এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | মাছের খাবার দেওয়ার ভিডিও |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
youtube চ্যানেল | @Raj-pakhi |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
দেশ | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আজকের কাজ সম্পন্ন
X-promotion
ভালো লাগলো এত সুন্দর একটি ভিডিও দেখে। আসলে পাশের ওই পুকুরটাতে প্রত্যেকদিন দুই বেলায় এভাবেই খাবার দিতে থাকে। আর এই মাছের খাবারের আওয়াজ বেশ অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যখন মাছ লাফালাফি করে। এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তবে আরো বেশি হলে ভালো লাগতো।
ভিডিও ধারণ করা অনেক ঝামেলা ভাইয়া।
পুকুর পাড়ে সবজি তুলতে গিয়ে পাঙ্গাস মাছের খাবার দেয়ার খুবই সুন্দর মুহূর্ত ভিডিওগ্রাফি ধারণা করেছেন আপু। মাছের খাবার দেওয়ার সময় মাছগুলো যখন পানি উপরে বারবার উঠে আসে সেটা দেখতে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগলো আপু ভিডিওগ্রাফি টা দেখে ধন্যবাদ।
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ
আপনাদের অঞ্চলে যেহেতু মাছ চাষের খুবই প্রচলন রয়েছে তাই তো এই সুন্দর দৃশ্য গুলো দেখার সুযোগ পান। মাছের খাবার দেওয়ার মুহূর্ত দেখে খুবই ভালো লাগলো আপু। এরকম সুন্দর মুহূর্তগুলো পুকুর পাড়ে গেলে অনেক দেখা যায়।
হ্যাঁ আপু সেখান থেকে আপনাদের দেখানোর সুযোগ করে দেই।