ধানমন্ডি লেক থেকে ধারণ করা ভিডিও
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি।
সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা আমাদের মাতৃভূমি। দেশের বেশিরভাগ অংশ সবুজ প্রকৃতিতে ভরপুর। কিন্তু আমাদের ঢাকা শহরটা সবুজ প্রকৃতি থাকা সত্ত্বেও মানুষের চলাচল ও পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি করার জায়গা অনেক কম। কিছুটা স্বস্তির স্থান পেতে হলে টিকিট কেটে পার্কে অথবা বিশেষ বিশেষ জায়গায় অবস্থান করতে হয়। তবে এই সমস্ত স্থান গুলোর মধ্যে ধানমন্ডি ৩২ লেক মানুষের সময় কাটানোর যেন এক প্রাণকেন্দ্র। এখানে উপস্থিত হন বিভিন্ন শ্রেণীর ছেলে-মেয়ে। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এখানে ভরপুর। লেকের দুই পাশ ঘিরে রয়েছে অনেক গাছ। জায়গায় জায়গায় রয়েছে মানুষের ব্যায়াম করা খেলাধুলা করা সহ আড্ডা দেওয়া স্থান। এখানে রয়েছে রবীন্দ্র সরোবর। যেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় দিবসের অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান করার সুযোগ। সবকিছুর মাঝে আরো ভালো লাগার শান্তি খুঁজে পাওয়া যায় লেকে গোসল করা ছোট ছেলেদের দেখে। লেকটা একসময় নোংরা আবর্জনায় পরিপূর্ণ থাকলেও তৎকালীন সরকার যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন। তাই বর্তমানে গরমের সময় দেখা যায় আশেপাশে থেকে আসা অনেক ছেলেদের গোসল করার আনন্দ।
ধানমন্ডি লেকে সময় কাটানোর মতো বেশ কয়েকটা সুন্দর জায়গা রয়েছে। যেখানে রিলাক্সে সারাদিন পার করে দেওয়া যায়। এছাড়াও জায়গায় জায়গায় সুন্দর রেস্টুরেন্ট গড়ে উঠেছে। যেখানে বিভিন্ন রকমের ফাস্টফুড খুব সহজেই খেতে পাওয়া যায়। লেকের চারিপাশ ঘিরে রয়েছে বসে থাকার অনেক সুন্দর জায়গা। মনোরম এই প্রাকৃতিক পরিবেশ যেন মানুষের স্বস্তি বয়ে আনে। সারাদিনের ব্যস্ততা শেষ করে মানুষ একটু স্বস্তি নিশ্বাস ফেলতে এখানেই ছুটে আসে। লেকের মধ্যে রয়েছে হ্যান্ডেল চালিত বোর্ড। ১০০ টাকা থেকে শুরু করে নির্দিষ্ট সময় অনুসারে লেকের মধ্যে এই বোড চালানোর সুযোগ রয়েছে। বিভিন্ন প্রোগ্রাম করার জন্য ঢাকা শহরের নামিদামি শ্রেণীর মানুষেরা এখানে উপস্থিত হয়। এখানে প্রবেশ করার জন্য কোন টাকা খরচ করতে হয় না। দীর্ঘ লেককে কেন্দ্র করে রয়েছে পায়ে চলার সুব্যবস্থা। জায়গায় জায়গায় রয়েছে হেঁটে চলার জন্য দারুন রাস্তা।
বেশ কিছু মনোমুগ্ধকর ব্রিজ রয়েছে এখানে। ব্রিজের উপরে দাঁড়িয়ে অনেক সুন্দর ভিডিও ফটো ধারণ করা যায়। এপার থেকে ওপারে যাওয়ার জন্য ব্রিজগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেকের এই ব্রিজগুলো বেশ শক্তভাবে নির্মিত। এক ব্রিজ থেকে আরেক ব্রিজে যাওয়া যায়। এখানে অনেক মানুষ জীবন জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন রকমের খাবার ও খেলনা সামগ্রী বিক্রয় করে থাকেন। এমন মনোরম পরিবেশে উপস্থিত হলে মন বলবে না বাসায় ফিরে যায়। যারা চাকরি করেন বা বাসা বাড়িতে থাকেন, একটু সময় করে ঘুরতে আসেন এই জায়গায়। সারাদিনের গ্লানি জানো এক নিমিষেই দূর হয়ে যায় এখানে। যে যার মত লেকের সৌন্দর্য উপভোগ করে। লেকের চারিপাশ ঘিরে সব সময় মানুষের আনাগোনা। অনেকে মুক্তকণ্ঠে গান পরিবেশন করেন। অনেকেই বিভিন্ন ফাস্টফুড খাওয়াতে ব্যস্ত থাকেন। এভাবেই যেন প্রত্যেকটা দিন এই লেকের পাড় মানুষকে স্বস্তি দিয়ে চলেছেন। ঢাকা শহরের সকল গ্লানীর মধ্যে যেন, একরাশ সুখের স্থল এই লেকেরপাড়।
Video link
ভিডিওগ্রাফি | ধানমন্ডি লেক |
---|---|
লোকেশন | w3w |
YouTube channel | Link |
ভিডিওগ্রাফি ডিভাইস | Huawei mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
ভেরিফাইড ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।
Twitter-promotion
আমার আজকের টাস্ক
ভাইয়া শুনেছি ধানমন্ডি ৩২ এ নাকি সুন্দর একটা ব্রিজ আছে। তা দেখার মত সেখানে অনেক দর্শনার্থী ঘুরতে যায় ।কয়েকবার ভেবেছিলাম সেখানে যাব। কিন্তু মনে ছিলনা। আপনি ঠিক বলেছেন আমরা অনেক রিসেটগুলোতে দাম দিয়ে টিকিট কেটে বেড়াতে যাই। আজ আপনার ধানমন্ডি লেকের ভিডিওগ্রাফিটি দেখে বোঝা যাচ্ছে এখানে অনেকটা সময় কাটালে মনটা শান্তি হয়ে যায়। আজ আপনার মাধ্যমে বেড়ানোর জন্য ভালো একটি জায়গার কথা মনে পড়ে গেল।
জায়গাটা অনেক সুন্দর। সুযোগ করে বেড়াতে যাবেন।
বাহ্ আজকে দেখছি আপনি চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আসলে ফটোগ্ৰাফির মাধ্যমে সব সময় সব কিছু বোঝানো যায় না। এজন্য কিছু কিছু সময় ভিডিও করতে হয়। আপনার ভিডিওগ্ৰাফির মাধ্যমে সব কিছু ফুটে উঠেছে।
হ্যাঁ ভাইয়া এটা কিন্তু ঠিক বলেছেন আপনি।
ভাইয়া আপনি ধানমন্ডি লেকের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। অনেক দিন হয়েছে সেখানে যাওয়া হয়না। এই জায়গাটা কে খুব মিস করি কারণ লেকের পাশেই আমাদের ভার্সিটি ছিল। তাইতো ক্লাস হলে আমরা সেখানে বসে আড্ডা দিতাম। গাছপালায় ঘেরা খুব সুন্দর একটি জায়গা লেকের পাড়। এমন সুন্দর জায়গায় ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। আপনার ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি জায়গার ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু তাহলে তো আপনি ভালই জানেন এই জায়গা সম্পর্কে। আমার প্রিয় একটি জায়গা।
ধানমন্ডি লেক এর প্রাকৃতিক সৌন্দর্য খুবই দারুণ। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে ধানমন্ডি লেক এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। ধানমন্ডি লেকে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার ধানমন্ডি লেক থেকে ধারণ করা ভিডিওগ্রাফি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।
হ্যাঁ ভাইয়া বিকেলের সৌন্দর্য উপভোগ করেছি সেখানে
ভাইয়া এসব জায়গাতে ঘুরতে গেলে মন এমনিতে ভালো হয়ে যায়। আপনি দেখতেছি ধানমন্ডি 32 নম্বর লেক থেকে চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আর ঢাকা শহরে এসব জায়গাগুলোতে ঘুরতে গেলে অন্যরকম ভালো লাগে। তবে আপনার ভিডিওগ্রাফিটি দেখে সত্যি অনেক ভালো লাগলো। ভিন্নরকম ধানমন্ডি লেক থেকে চমৎকার পরিবেশ এবং ব্রিজের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভিডিও দেখেছেন জেনে খুশি হলাম। জায়গাটা ঘুরতে আসবেন ভাল লাগবে।