বাঁধাকপির ভিডিও
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি ফসলের মাঠ থেকে ধারণ করা অনেক সুন্দর একটি বাঁধাকপির ভিডিও শেয়ার করব। বাঁধাকপি এই ভিডিওগ্রাফি টা আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন।
শীতের সময় আসলে ফসলের মাঠ বিভিন্ন শাকসবজি ও ফসলের পরিপূর্ণ হয়ে ওঠে। কৃষক ভাইয়েরা তাদের দক্ষতা দ্বারা ফসলের মাঠগুলোকে ফসলে ফসলে পরিপূর্ণ করেন। তাই এই সময়ে ফসলের মাঠ আমার কাছে অনেক ভালো লাগে। আমি সুযোগ করে চেষ্টা করে থাকি ফসলের মাঠ দেখার। ছোটবেলা থেকে শীতকালীন শাকসবজি ও ফসল দেখার প্রবণতা অনেক বেশি। তাই মাঝেমধ্যে সুযোগ পেলে সবুজে ঘেরা ফসলের মাঠ পরিদর্শন করে থাকি। আর এইবার তো ব্লগিংয়ে উপস্থিত হয়ে ফটোগ্রাফি করার ও ভিডিও করার ইচ্ছে বেড়ে গেছে। তবে একটা সময় যত বেশি ভালো লাগতো তত বেশি আর সুযোগ এখন নেই। তবুও সুযোগ করার চেষ্টা করি। কিছুদিন আগে আমাদের এলাকার বেশ কিছু জায়গা ভ্রমণ করেছি। ঘুরে ঘুরে দেখেছি গ্রামের পরিবেশ গুলো আর ফসলের মাঠগুলো। অনেক ভালো লাগছিল বিভিন্ন ধরনের কৃষি খামার দেখতে পেরে। সে সমস্ত কৃষি ফসলের মধ্যে বেশি ভালো লাগা খুঁজে পেয়েছিলাম সুন্দর সুন্দর বাঁধাকপি দেখে। কিছু কিছু জমিতে দেখতে পারলাম কত সুন্দর করে বাঁধাকপি হয়ে রয়েছে। বাঁধাকপি গুলো দেখে মন ভরে গেছিল। তাই ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি করলাম।
বাঁধাকপির জমির পাশে খেয়াল করে দেখেছিলাম গম ভুট্টা লাউ গাছ কলা গাছ সহ আরো অনেক রকমের শাকসবজি ফুল ফল ইত্যাদি গাছ। সবকিছুর মাঝে যেন বাঁধাকপি টা আমাকে বেশি আকৃষ্ট করছিল। কত সুন্দর গোল গোল একই সাইজের বাঁধাকপি হয়ে রয়েছে। পাশাপাশি একটি একটি করে গাছ লাগিয়ে যত্ন নিয়ে এই পর্যন্ত তৈরি করতে সক্ষম হয়েছেন। যেন অন্যরকম ভালোলাগা খুঁজে পেলাম এ বাঁধাকপির সৌন্দর্য দেখে। চেষ্টা করছিলাম একটু সুন্দর ভিডিও ধারণ করতে। ভিডিওটা বেশি ভালো না হলেও আমি আমার চেষ্টা করেছিলাম। এ মুহূর্তটা আমার কাছে যে কত ভালো লাগার ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রাস্তা থেকে নেমেই সুন্দর এই বাঁধাকপির জমি। ইচ্ছে হচ্ছিল অনেকক্ষণ এখানে অবস্থান করতে থাকি। কিন্তু সময়ের ব্যাপার-স্যাপার অচেনা জায়গা বেশিক্ষণ অবস্থান করতে না পারলেও চেষ্টা করেছিলাম কয়েক মিনিট সবুজ নরম দুবলক ঘাসের উপর বসে থাকতে। আর ভিডিওটা করার পাশাপাশি অনেকগুলো ফটো ধারণ করতে। পারিবারিক চিন্তা চেতনা, নিজের কাজ, শহরের ইট পাথর ছেড়ে যদি এমন সুন্দর নিরিবিরি পরিবেশে একটু উপস্থিত হওয়া যায়; অনেক ভালো লাগা পাওয়া যায়। এখানে মুক্ত পরিবেশ। মাঝেমধ্যে রাস্তা দিয়ে কয়েকটা গাড়ি যাওয়া। আশেপাশে কিছু পাখির শব্দ। এছাড়া একদম মনোরম পরিবেশ খুঁজে পাওয়া যায় ফসলের মাঠে। আমি উপলব্ধি করছিলাম শান্তি কোথায়। মানসিক টেনশন দূর করে একদম নিরিবিরি মন মানসিকতা খুঁজে পাওয়া যায় এখানে।
বাঁধাকপি এত সুন্দর সারি বদ্ধ ভাবে লাগানো। দেখতে অনেক ভালো লাগছিল। লক্ষ্য করে দেখলাম ভেতরে ভেতরে কিছু আগাছা। আগাছাগুলা না থাকলে আরো ভালো লাগতো দেখতে। সবুজ সতেজ এমন সুন্দর ফসল গুলো সব সময় আমার অনেক অনেক ভালো লাগে। এবার কিন্তু শীতকালীন সবজির দাম অনেক কম। এতে শুনতে পেরেছি অনেক কৃষক প্রচুর টাকা লস করেছেন। এক্ষেত্রে কিন্তু চাষীদের মন ভেঙ্গে যায়। দেশে সুন্দর যদি ব্যবস্থা থাকত তাহলে কৃষক ভাইয়েরা এতটা হতাশাগ্রস্ত হতো না। আমি মনে করি দুই দিকে ব্যালেন্স করে যদি শাকসবজির দাম ঠিক রাখা যায় তাহলে কৃষক ভাইয়েরা এ সমস্ত সুন্দর ফসল ও শাকসবজি ফলাতে প্রস্তুত থাকবে। এখানে বাঁধাকপির পাশাপাশি আমি ফুলকপি খোঁজ করছিলাম। কোনখানে ফুলকপির গাছ দেখলাম না। বেশিরভাগ ভুট্টা গম আর অন্যান্য শাকসবজি ও ফসল। কৃষকরা ফুলকপি চাষ করে অনেক লস করেছেন। না জানি আগামী বছর কতটা ফুলকপি হবে। যদি কৃষকরা লস এর কারণে কম ফুলকপি লাগাই তাহলে আবারও প্রচুর দাম হয়ে যেতে পারে। তাই বাজার ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে কৃষকরা এমন সুন্দর সুন্দর ফসল ফলাবে আর আমরা মনের প্রশান্তি পাবো ও বাজার থেকে সংরক্ষণ করে খেতে পারবো। এছাড়াও সুযোগ বুঝে ফসলের মাঠের দিকে এসে এভাবে সুন্দর সুন্দর ভিডিও ধারণ করার সুবিধা গ্রহণ করতে পারব।
Video link
ভিডিওগ্রাফি | বাঁধাকপি |
---|---|
লোকেশন | w3w |
YouTube channel | Link |
ভিডিওগ্রাফি ডিভাইস | Huawei mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
ভেরিফাইড ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।
সঠিক বলেছেন শীতের সময় কৃষকদের জমিতে নানা রকম শাকসবজি দেখা যায়। তার মধ্যে বাঁধাকপি অন্যতম। কৃষকদের জমি থেকে খুবই চমৎকার সারিবদ্ধ ভাবে লাগানো বাঁধাকপির একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার করা বাঁধাকপির ভিডিওগ্রাফিটি খুবই ভালো লাগলো আমার কাছে। সেই সাথে পোস্টে চমৎকার কথাগুলি পড়ে আরো ভালো লাগলো,ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া এমন সবজি দেখে ভালো লেগেছিল তাই ভিডিও করেছি
আপনি আজকে চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওটি আমাকে মুগ্ধ করেছে ভাই। আপনি অনেক সুন্দর করে, সময় দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি ক্যাপচার করেছেন আপনার ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে। এতো সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভিডিওটা দেখেছেন জেনে খুশি হলাম
Twitter-promotion
এই ধরনের ভিডিওগ্রাফি গুলো দেখতে আসলেই ভালো লাগে। বাঁধাকপির ক্ষেতের ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। বেশ বড় একটা জায়গা জুড়ে বাঁধাকপি চাষ করা হয়েছে। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে পুরোটা দেখতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি
সুন্দর সুন্দর বাঁধাকপি দেখে সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার। সবুজ পাতার মাঝখানে গোল আকৃতির বাঁধাকপির সৌন্দর্য নিঃসন্দেহে অতুলনীয়। অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া
আমার আজকের টাস্ক
ভাইজান অনেক সুন্দর ভিডিও করেছেন আপনি। ফসলের মাঠ আমিও খুব পছন্দ করি। সুযোগ পেলে আমিও ছুটে যাই ফসলের মাঠের দিকে। আপনি বাঁধাকপির চমৎকার ভিডিও করেছেন। ভিডিওটা দেখে ভালো লাগলো। এমন সারিবদ্ধ বাঁধাকপি দেখতে ভালো লাগে সব সময়।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
একসাথে সিরিয়াল দিয়ে লাইন বা লাইন এত সুন্দর ভাবে বাঁধাকপি লাগানো আছে দেখতে অসম্ভব ভালো লাগছে। খুবই সুন্দর একটি ভিডিও ধারণ করেছেন ভাইয়া। এত সুন্দর ভাবে সবুজ পাতার মধ্যে বাঁধাকপি গুলো খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
হ্যাঁ আমারও ভালো লেগেছিল
আপনি দেখছি শীতকালীন সবজির বাঁধাকপির চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আসলে গ্রামে ভ্রমণ করলে সুবিধা হয়। এবং আমাদের গ্রাম অঞ্চলে ও গেলে বিভিন্ন ধরনের শীতকাল সবচেয়ে এবং অনেক কিছু দেখা যায়। যাইহোক আপনাদের গ্রামের ভভণ করেছেন বিধায় আমরা এত চমৎকার একটি ভিডিওগ্রাফি দেখতে পেলাম। ধন্যবাদ বাঁধাকপি ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা কিন্তু ঠিক বলেছেন
শীতকালে সফলের জমিতে দারুণ ভাবে সারি সারি ভাবে বাঁধাকপি দেখতে পাওয়া যায়।খুবই সুন্দর লাগছে আপনার বাঁধাকপি দেখতে।দারুণ ভিডিওগ্রফি করেছেন যা দেখতে খুব ভালো লাগছে।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু সারিবদ্ধ বাঁধাকপি ফুলকপি ভালো লাগে