লজ্জাবতী গাছের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে ভিন্ন একটি বিষয় নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

পোস্টের টাইটেল দেখেই বুঝে ফেলেছেন আশা করি আমি আজকে কি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকদিন যাবৎ ইচ্ছে ছিল কিছু ভিডিওগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। আসলে এখনকার সময়গুলো কিভাবে যেন চলে যাচ্ছে বুঝাই যায় না। কারণ এ ব্যস্ত সময় গুলোর মধ্যে নিজেই যেন সময় করে নির্দিষ্ট কোনো কাজ করতে পারি না। এখন তো চলতেছে ঈদের সময়, এ সময় বাড়িতে মেহমান পাশাপাশি এদিক সেদিক সব জায়গায় যেতে হয়। এর মধ্যে আবার আমাদের বাড়িতে একটা বিয়ে চলছে।সব দিক মিলিয়ে বেশ ভালোই ব্যস্ততার মধ্যে সময় কাটছে।আজ আমার এক জেঠাতো বোনের বিয়ে।জেঠাতো বোনের চেয়ে একজন ক্লোজ ফ্রেন্ড বলা বেটার হবে।কারণ সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। হাসি-ঠাট্টা, নিজের ভালোলাগা- মন্দলাগা,ব্যক্তিগত অনেক বিষয় একে অপরের সাথে শেয়ার করা হয়।এইতো ঈদের ২দিন আগে সে রাত ১২ টায় কল দিয়ে বলতেছে তার ভালো লাগছে না,বিভিন্ন বিষয় নিয়ে সে বেশ কিছুক্ষণ কথা বলছিলো, আমার খুব ঘুম পাচ্ছিল কিন্তু তার কথাগুলো শুনতে ভালোই লাগছিল।সর্বোপরি আমার এক প্রিয় মানুষের আজ হলুদসন্ধ্যা।একটু আগেই অনুষ্ঠানে গিয়ে এটেন্ড করলাম।ফর্মালিটি শেষ করে আবার ঘরে ফিরলাম,কারণ আমার এখনো পোস্ট করা বাকি।যাইহোক,মাত্রই পোস্ট রেডি করলাম।আসলে ভিডিওগ্রাফি পোস্ট করতে এসেই আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করলাম।আগামীতে যখন সময় পাবো তখন বিয়ের সবকিছু ধাপে ধাপে শেয়ার করব।

যাই হোক তবে আপনাদের মাঝে আজকে যে ভিডিওগ্রাফিটি শেয়ার করতে এসেছি এটি কিছুদিন আগের ভিডিওগ্রাফি। বর্তমানে তো আমি ফেনীতে শহরেই বসবাস করি।সেখানে বাসার ছাদের উপরে অনেক ধরনের গাছ রোপন করা হয়েছে। সেখানে অনেকগুলো বাচ্চাকাচ্চা ছেলে মেয়ে আছে তারাই এই গাছগুলোর রোপন করছে। বিভিন্ন ধরনের ফুল গাছের সাথে রয়েছে লজ্জাবতী গাছ।এ গাছগুলো আমার কাছে এমনিতে খুব বেশি ভালো লাগে। এদের একটু ছুয়ে দিলেই নুইয়ে পড়ে। আর এই দারুণ দৃশ্য আমার সত্যিই খুব পছন্দের। তার পাশাপাশি পাইন গাছ আর ফেনীর বড় এক শপিং মল নিয়ে একটু ভিডিওগ্রাফি করলাম।ফেনী গার্ডেন সিটি, ১৬তলা বিশিষ্ট শপিং মল।আমার কাছে তো দারুণ লাগে এই শপিংমলটি,আমাদের বাসার ছাদে গেলেই সামনে দেখা যায়।তবে এই সামান্য কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম।

এই ছিল আমার আজকের ভিডিওগ্রাফি।

ভিডিওগ্রাফি।
center>
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণভিডিওগ্রাফি
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

সাপোর্টের আওতায় রাখার জন্য ধন্যবাদ,।

 2 years ago 

আপু ঈদের সময় আসলে অনেকেরই দেখি বিয়ের আয়োজন চলে। আমাদের এদিকেও ধুমধামে বিয়ের অনুষ্ঠানগুলো পালন করা হচ্ছে। যেহেতু বিয়ের অনুষ্ঠান সেহেতু আপনি একটু বেশি ব্যস্ততায় দিন কাটাবেন তা বোঝাই যাচ্ছে। তাও আবার জেঠাতো বোন অথবা বান্ধবীও বলা চলে। যাইহোক আপু, আপনার পোষ্টের মাধ্যমে অনেক অনেক দিন পরে লজ্জাবতী গাছ দেখতে পেলাম তাও আবার ভিডিওগ্রাফির মাধ্যমে। আপনার ভিডিওগ্রাফিটি আমার কাছে দারুন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, লজ্জাবতী গাছের ভিডিওগ্রাফিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য। আশা করছি এভাবেই সাপোর্ট করে যাবেন।🥰

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর লজ্জাপতি গাছ দেখতে পেলাম। দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু আপনার জেঠাটো বোন বা ফ্রেন্ড এর বিয়ে তাই আপনার খুব ব্যস্ততার মধ্যেই কাটছে। ধন্যবাদ আপনাকে লজ্জাবতী গাছের ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু পাশে থাকার জন্য। আশা করছি এভাবেই সাপোর্ট করে যাবেন।♥

 2 years ago 

অনেকদিন পরে লজ্জাবতী গাছের এমন সুন্দর্য উপভোগ করলাম।
সচরাচর এই গাছ সব জায়গাতেই দেখা মেলে না।

আমাদের কলেজে অনেক ছিল মাঝে মাঝে সময় পেলে বন্ধুদের সাথে গিয়ে ফটো তুলতাম এবং গাছ উঠিয়ে নিয়ে আসতাম।

 2 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য। আশা করছি এভাবেই সাপোর্ট করে যাবেন।

 2 years ago 

ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে লজ্জাবতী গাছ দেখলেই সবাই দাঁড়িয়ে পড়তাম। আর হাত দিয়ে পাতা ধরতাম এটা খুবই মজার একটি মুহূর্ত ছিলো।অনেক দিন পর লজ্জাবতী গাছ দেখে ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়ে গেলো।অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন আপু তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ আপু পাশে থাকার জন্য। আশা করছি এভাবেই সাপোর্ট করে যাবেন।

 2 years ago 

লজ্জাবতী গাছের ভিডিওগ্রাফিটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই গাছটি দেখলেই ছুঁয়ে দিতাম। এখন তো এই গাছগুলো খুব একটা দেখাই যায় না। অনেকদিন পর আপনার পোস্টের মাধ্যমে দেখে বেশ ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ আপু পাশে থাকার জন্য। আশা করছি এভাবেই সাপোর্ট করে যাবেন।

 2 years ago 

লজ্জাবতী ফুল নিয়ে ছোট বেলার অনেক স্মৃতি মনে আছে। কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের গ্রামে অনেক বেশি রাস্তা ঘাটে লজ্জাবতী ফুল গাছ ছিল। সেই লজ্জাবতী ফুল গাছ থেকে ফুল গুলো তুলে নিয়ে অনেক খেলাধুলা করতাম। আপনার ভিডিওগ্রাফি টা দেখেছে ছোট বেলার কথা মনে পড়ে গেল। অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু ভিডিওটি দেখে কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে লজ্জাবতী গাছের ভিডিওগ্রাফি করেছেন। আপনি ব্যস্ততার মাঝেও খুব সুন্দর করে লজ্জাবতী গাছের ভিডিওগ্রাফি করলেন। তবে লজ্জাপতি গাছের সাথে ছোটকালের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিশেষ করে এই এই গাছগুলোকে হালকা নাড়া দিলে সবগুলো মরে যায় এরকম লাগে। তাই সব সময় এই গাছগুলোকে নিয়ে অনেক দুষ্টামি করতাম। সত্যি বলতে আপনার ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বর্তমানে আপনি যেখানে বসবাস করেন ওখানে বাসার ছাদের উপর থেকে এই ভিডিওগ্রাফি করলেন। সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শুভকামনা রইল আপু ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে।

 2 years ago 

অনেকদিন পরে আপনার এই ভিডিওগ্রাফির মাধ্যমে লজ্জাবতী গাছটি দেখতে পেলাম। আসলে লজ্জাবতী গাছ দেখতে খুবই সুন্দর লাগে। লজ্জাবতী গাছের চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সবসময় মন্তব্য করে, উৎসাহ দেওয়ার জন্য। 💐💐

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67