গান কভার- এখন অনেক রাত খোলা আকাশের নীচে|| written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই যে সব সময়ের কামনা। শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ্। ভালো না থাকলেও কিছুই করার নেইল নিজেকেই ভালো থাকার চেষ্টা করতে হবে। তাই তো যখনই মনটা বেশ খারাপ লাগে তখনই চলে যাই কিছু গান শুনতে। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গান প্রিয় থাকে যা সে হাজার চেষ্টা করলেও মন থেকে মুছে ফেলতে পারে না। বন্ধু তাই তো আমি আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার আমার প্রিয় একটি গান কভার করার জন্য। আশা করি আমার আজকের গানটিও আপনাদের ‍মুগ্ধ করবে।

এখন অনেক রাত খোলা আকাশের নীচে

GOLDEN HOUR.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

গানটি নিয়ে কিছু কথা

গানএখন অনেক রাত, খোলা আকাশের নীচে
মূল শিল্পীআইয়ুব বাচ্চু
গানটির সুরকারঅজানা
গানের কথাঅজানা
গান কভার@maksudakawsar

image.png

গানটির কভার করার ভিডিও লিংক

গানটির লিরিক্স

খন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে............ দরজার ওপাশে.........
আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে... দরজার ওপাশে...
চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে............ দরজার ওপাশে.........
এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে.........
দরজার ওপাশে........................... ।।

উৎস

image.png

শেষ কথা

এক সময়ে গানটি আমার বেশ প্রিয় ছিল। এমনও অনেক রাত আমি পার করেছি শুধু মাত্র গানটি শুনতে শুনতে। আশা করি গানটি আপনাদের কাছেও বেশ ভালো লাগেবে। আপনাদের মন্তব্য পেলে ভালো লাগবে।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

Screenshot_1.png

Sort:  
 last year 

সত্যিই আপু মাঝে মাঝে মন খারাপের মাঝেও ভালো থাকার চেষ্টা করতে হয়। হয়তো ভালো থাকার ক্ষুদ্র প্রচেষ্টাই একদিন আমাদেরকে
ভালো রাখবে। আপু আপনার গলায় মিষ্টি গান
শুনে সত্যিই অনেক ভালো লাগলো। দারুন
গেয়েছেন।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আইয়ুব বাচ্চুর গান গুলো সত্যি অসাধারণ। আমিও মাঝে মধ্যে আইয়ুব বাচ্চু গান শুনি ভীষণ ভালো লাগে। আপনার কন্ঠে আইয়ুব বাচ্চু এই সুন্দর গানটি শুনে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য।

 last year 

আপু এমন কিছু পরিস্থিতি বা সময় থাকে যখন মন খারাপ থাকলেও নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হয়। আপনি মন খারাপ থাকলে গান শোনার চেষ্টা করেন জেনে ভালো লাগলো। অনেক সময় নিজেকে ব্যস্ত রাখলে খারাপ লাগাটা আর কাজ করে না। যাই হোক আজ আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। আইয়ুব বাচ্চুর এত সুন্দর গান আপনার কন্ঠ শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর গান কভার করে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন আপু প্রতিটি মানুষের প্রিয় গান থাকে। আর এই গানটি আমরা হাজারো চেষ্টা করেও ভুলতে পারিনা। আপু আপনি আজকে অনেক সুন্দর একটি গান আমাদের মাঝে ব্যবহার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনতে বেশ ভালই লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 last year 

আপনি বরাবরই অনেক সুন্দর গান কভার করতেছেন।আপনার গান কভার শুনে খুবই ভালো লাগতেছে। আপনার কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর। আপনি এগিয়ে যান আপু। ধন্যবাদ আপু আপনাকে পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

কিছু কিছু গান থাকে যা ভোলার নয়। আপনার কন্ঠে যে গানটি শুনতে পেলাম সে গানটি আমার অনেক প্রিয়। আর এই গানটি এক সময় অনেক জনপ্রিয়তা ছিল। আইয়ুব বাচ্চুর গানমানে সুপার হিট গান।সত্যিই আপু আপনার কন্ঠে আইয়ুব বাচ্চুর সুন্দর এই গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। দারুন গেয়েছেন আপু।
অনেক ধন্যবাদ সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

সত্যি আপু পরিস্হিতি যেমনি হোক আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে।আপনার কণ্ঠে প্রিয় গান শোনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে আপু এখন তো আগের মতো গান শোনার সময় পায়নি।তবে আমার বাংলা ব্লগ যেখানে কোন কিছুই ভুলবার নয়।ধন্যবাদ আপু প্রিয় গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 85899.17
ETH 2128.83
USDT 1.00
SBD 0.63