ভিডিওগ্রাফি পোস্ট: মেলার নৌকা দোলনার ভিডিওগ্রাফি
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিওগ্ৰাফি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে নৌকা দোলনার ভিডিওগ্ৰাফি শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ভিডিওগ্ৰাফিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
দোলনা দেখলেই দোল খেতে ইচ্ছা করে। মেলার নৌকা দোলনার দোল খেতে সবারই ভালো লাগে। দোলনা যখন নিচ থেকে উপরে উঠে তখন অধিকাংশ শিশুরই ভালো লাগে। আবার অনেকেই আছেন নৌকায় দোল খাওয়ার সময় অনেক বেশি ভয় করেন, আসলে প্রথমে নৌকা দোলনায় দোল খেলে কম বেশি সবাই একটু ভয় করে থাকেন। এই নৌকা দোলনাগুলো সাধারণত মেলায়, ওয়াজ মাহফিলে, অনুষ্ঠানে দেখা যায়। আমি গত পরশুদিন আমাদের বদরগঞ্জের মেলায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পেয়েছিলাম যে নৌকা দোলনায় অনেকেই দোল খাচ্ছে। তাদের দোল খাওয়া দেখে তো আমার আর মন মানছিল না। তাই আমিও টিকিট কেটে দোল খাওয়ার জন্য বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে নৌকা দোলনা দোলাতে শুরু করলো। প্রথম প্রথম বেশ ভালোই আনন্দ উপভোগ করছিলাম। কিছুক্ষণ পরে যখন নৌকাটা অনেক স্পিডে দোল খাচ্ছিল তখন আমার একটু ভয় লাগছিল। আসলে নৌকায় দোলনায় দোল খাইতে যদিও একটু ভয় লাগা কাজ করে তাও দোল খাইতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা নৌকা দোলনায় দোল খেয়েছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
🔗ভিডিওগ্ৰাফির লিংক:🔗
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
X-promotion
ডেইলি টাস্ক প্রুফ:👇
বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় সব ধরনের জায়গায় বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয়েছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মেলার নৌকা দোলনার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নৌকায় দোলনার ভিডিও টি দেখে বেশ ভালো লাগলো। আসলে এই ধরনের নৌকা গুলোর মধ্যে উঠলে অনেক বেশি ভয় লাগে।
জি ভাইয়া এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই নৌকা রাইড গুলো যেখানেই দেখি আমি ওঠার চেষ্টা করি। এই পর্যন্ত কয়বার যে ওঠা হয়েছে হিসাব নেই। আমার এই রাইড টা বেশ ভালো লাগে। যদিও মেলার গুলো খুব একটা জোরে দেওয়া হয় না। আমি ফ্যান্টাসি কিংডম গিয়ে এরকম রাইডে উঠেছিলাম তবে ওটা অনেক বেশি জোরে দেয়। ভিডিওগ্রাফি টা দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনি ও দেখছি আমার মতো নৌকা রাইড গুলো যেখানেই দেখেন সেখানেই ওঠার চেষ্টা করেন শুনে বেশ ভালো লাগলো। এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
মেলার নৌকা দোলনার অনেক সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিডিওগ্রাফিটি অনেক চমৎকার হয়েছে দেখতে। এই নৌকা দোলনা এই আমি বেশ কয়েকবার উঠেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।