আমার আজকের পোস্ট || দ্রব্যমুল্য যখন উর্ধ্বমুখী, বুদ্ধিই তখন সঞ্চয়ের গতিঃ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

বিসমিল্লাহির রাহমানির রহীম।



বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি একটু ভিন্ন রকমের।

বন্ধুরা বর্তমান বাজারে দ্রব্য মুল্যের যে দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আমরা সবাই চেষ্টা করেছি একটু সেইফ করে চলাফেরা করার। আর এজন্য আমরা সবাই কম বেশি বিভিন্ন রকমের উদ্যোগ নিয়ে চলা ফেরা করছি। আর এরই ধারাবাহিকতায় আজকে আমি আমার গ্রামের বাড়ি থেকে প্রায় ৯০ কিঃ মিঃ দূরত্ব বরিশাল সদর থেকে কাচা বাজার করলাম।

IMG_20230525_220732.jpg

চিত্রঃ এক

আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই তখন বাজারে গেলে কাচা বাজারের প্রায় প্রতিটি তরকারির দাম ই জিজ্ঞেস করি। তো আমি দেখি আমার অফিসের যে তরকারি বা সব্জি বিক্রি করে তার থেকে আমাদের বাজারে প্রতিটি তরকারি বা সব্জীর দাম কেজি প্রতি ২০-৩০টাকা দাম বেশি। যেমন - আমার অফিসের সামনে কাচা-মরিচের কেজি ৭০-৮০টাকা কিন্তু আমাদের বাজারে মরিচের কেজি ১৬০ টাকা। আবার শশার কেজি ২০-৩০ টাকা কিন্তু আমাদের বাজারে ৫০-৬০ টাকা। আমি একটা লাউ কিনেছি ৩০ টাকা দিয়ে যেটা আমার বাজারে কিনতে গেলে মিনিমাম ৫০ টাকা লাগবে, করলা কিনলাম ৪০ টাকা কেজি যা, আমার বাজারে দাম হচ্ছে ৬০ টাকা, বেগুন কিনলাম ৩০-৪০ টাকায়, যা আমাদের বাজারে দাম ৬০-৭০ টাকা। তবে আমার মনে অন্যান্য এলাকা থেকে আমার এলাকায় দাম অনেক বেশি। যাই হোক আমি যদি ৫০০ টাকার কাঁচা তরকারি বা সব্জি কিনি তাহলে আমার প্রায় ১০০-১৫০ টাকা সাশ্রয় হয়।

IMG_20230525_220140.jpg

চিত্রঃ দুই

তো আমি এখন প্রতি সপ্তাহেই আমার বাড়ির বাজার আমি বরিশাল থেকে নিয়ে আসি। কম করে হলেও আমার বাড়িতে আসার ভাড়া হয়ে যায়। হয়তো বা অন্যদের সাথে আমার চিন্তা বা মতের মিল না ও থাকতে পারে কিন্তু আমি চেষ্টা করছি কিভাবে অল্প কিছু টাকা হলে ও সঞ্চয় করা যায়। বর্তমান বাজারে জিনিস পত্রের যে দাম তাতে এর বিকল্প কিছু দেখছি না। সাধারণ মানুষের জীবন যাপন যে কতটা কষ্টকর হয়ে তা আসলে বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের শাসকেরা শুধু গলাবাজি করেই যাচ্ছে, তারা কোন দিনই আমাদের মতো সাধারণ মানুষের জীবন নিয়ে চিন্তা করে না।

IMG_20230525_220239.jpg

চিত্রঃ তিন

তাই আমরা হয়তো তাদের সাথে কিছু করতে পারবো কিন্তু আমাদের তো এই সামান্য আয়ের মধ্যে দিয়ে হলেও জীবন যাপন করতে হবে। তাই আমরা প্রত্যেকেই কোন না কোন ভাবে নিজেদের সীমিত আয়ের মধ্যে দিয়ে জীবন যাপন করার চেষ্টা করেছি, আর তারই ধারাবাহিকতায় আমি কিছুটা কষ্ট হলেও অনেক দূর থেকে বাজার করছি।

IMG_20230525_215057.jpg

চিত্রঃ ৪

আপনি চাইলে আপনি এভাবে কোন না কোন ভবে সাশ্রয়ী হওয়ার চেষ্টা করেছি আপনারা ও চেষ্টা করুন দেখবেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।


আমার পরিচয়
আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxLUy5tRWHZwoPkvkw4cLv9wovLuMmF7ZGAf4DAwsJfZ4uGNX7qG1KHTDN8Q1...bfFoudbaKZ5Vzsde5eATfH2qnmXwui7kQzogqp1a2ZKtDZmWpxMNYWMHX3NCBZ9mC9NHDzBd7K4gJTgV42NDT6Wu5KwX8mB5gYrCgUbVjh2urpH5Xg7YyNLnza.png

Sort:  
 2 years ago 

দ্রব্যমূল্যর এত ঊর্ধ্বগতি যা আসলে আমাদের মন মাইন্ড এমনভাবে সেটা হচ্ছে যে আমরা বাজারে যাওয়ার কথাই ভাবতে পারছি না।।
জানিনা এই সমস্যার সমাধান কবে আসবে।
এরপরে আবার ইলেকট্রিসিটির ঝামেলা এ যেন এক মরুভূমির মধ্যে আছি এমনই মনে হয়।।
আপনি অনেক সুন্দর ভাবে আপনার পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার বুদ্ধিদীপ্তর পরিচয় দিয়েছেন।।
এরকমভাবে সাশ্রয়ী হয়ে যদি চলতে পারি তাহলে অবশ্যই অভাবটা কিছুটা হলেও কমবে।।।।

 2 years ago 

বর্তমানে দ্রব্যমূলের দাম যে হারে বাড়ছে আমি মনে করি বুদ্ধি খাটিয়ে যেখানে একটু কম মূল্যে পাওয়া যাবে সেখান থেকেই বাজার করা উচিত। এতে করে কিছু টাকা অন্তত সঞ্চয় করা যাবে কারণ মানুষ না খেয়ে তো থাকতে পারবেনা। আপনি যেভাবে কম মূল্য ে বাজার কিনেছেন যে আপনাদের বাজার থেকে অনেকটাই দাম কম আমি মনে করি এটাই বেস্ট।

 2 years ago 

দিন দিন দ্রব্যমূলের যে উর্ধ্বগতি দেখা যাচ্ছে তাতে সাধারণ খেঁটে খাওয়া মানুষ জনের টিকে থাকাই বেশ কষ্টকর। তাছাড়া সব জায়গাতেই দেখা যায় দামের পার্থক্য রয়েছে। ঢাকাতেই আমাদের এখানে জিনিসপত্রের দাম যেরকম অন্য জায়গায় গেলে তার থেকে অনেক দামে পাওয়া যায়। এলাকাভিত্তিক সবজির দামও বেশি হয। কেন যে এরকম পার্থক্য বুঝতে পারি না। আপনি ভালো করেন যে আপনার বাড়ির বাজার প্রতি সপ্তাহে বরিশাল থেকে কিনে নিয়ে আসেন।

 2 years ago 

আমাদের এখানে কিন্তু দুটি বাজার আছে একটি কম দামী আর একটি বেশী দামী। তো ভাবছি যে হারে দাম বাড়ছে তাতে করে আর বেশী দামী বাজার হতে বাজার করে খাওয়া যাবে না। দিন দিন মানুষের জীবন হয়ে যাচ্ছে দূর্বিসহ। মানুষ এখন অসহায় জীবন যাপন করছে। এই অবস্থা হতে মুক্তির যে কি উপায়?

 2 years ago 

দ্রব্য মূল্যের উর্ধব গতিতে মানুষের ত্রাহি অবস্থা! যেখানে কম পাবেন সেখানেই কিনলে বরং সাশ্রয় হয়। এটা ভাল কাজ করছেন আপনি।কিন্তু আপনি অফিসের সামনের দোকানে কম দামে পান আবার আপনার গ্রামের বাজারে দাম বেশি। কিন্তু আমিতো জানি গ্রামের বাজারে টাটকা ও কিছুটা হলেও কমদামে সব্জি পাওয়া যায়! ! আপনাদের এলাকায় সবজি চাষ হয়না? সময়োপযোগি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এখন সব জিনিসের দামি বৃদ্ধির পথে। কোন জিনিস আর সস্তা মূল্য পাওয়া যাচ্ছে না।দ্রব্যমুল্য যখন উর্ধ্বমুখী, বুদ্ধিই তখন সঞ্চয়ের গতিঃ। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার পোষ্টের টাইটেলের লেখা টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে দ্রব্যমূল্য আমাদের হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য যা খুবই কষ্টকর। এই আইডিয়া আমার খুব ভালো লেগেছে আসলে যেখান থেকে আমরা একটু কম দামে জিনিসপত্র ক্রয় করতে পারব সেখান থেকে বাজার করা আমাদের দরকার। সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94042.59
ETH 2640.93
USDT 1.00
SBD 0.69