Valentine's day এর সন্ধ্যেবেলা

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে Valentine's day এর সন্ধ্যেবেলার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


ভালোবাসা দিবস মানে যে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বর বউ এর সাথেই মানাতে হবে এমন কথা কিন্তু কোথাও নেই। ভালোবাসার আলাদা কোনো দিন হয় না।তবুও এই ভালোবাসা দিবসে নিজেদের ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা জানানো হয়। সেটা বাবা-মা ও হতে পারে , বন্ধুও হতে পারে বা কাছের মানুষও হতে পারে।

WhatsApp Image 2024-02-15 at 19.04.21.jpeg


WhatsApp Image 2024-02-15 at 18.53.40 (1).jpeg

গতকাল যেহেতু ভ্যালেন্টাইনস ডে ছিল। আমার বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে তাই ভাবলাম একটু অন্যরকম ভাবে দিনটাকে সেলিব্রেট করি দিনের বেলা ব্ল্যাকস এর সাথে বেরিয়েছিলাম । আর সেটা খুব কম সময়ের জন্য । দিনের বেলা খুব একটা বাইরে থাকতে পারি না। তাই কিছুটা সময়ের জন্য কলেজে গিয়েই আবার বাড়ি চলে এসেছিলাম।

WhatsApp Image 2024-02-15 at 18.53.41.jpeg

WhatsApp Image 2024-02-15 at 18.53.40 (3).jpeg


বাড়িতে এসে ভাবলাম বিকেলবেলা যদি মা-বাবার সাথে বেড়ানো যায় মা-বাবারও খুব ভালো লাগবে। কারণ নিজের মানুষটার থেকেও আমার মা-বাবা আমার কাছে অনেকখানি আগে ।তাই সেই মানুষটিকে প্রায়োরিটি দেওয়া এই ভালোবাসার দিনে ।মনে করি সমানভাবে গুরুত্বপূর্ণ।

WhatsApp Image 2024-02-15 at 18.59.36.jpeg

তাই জন্যেই বেরিয়ে গেলাম ঠিক সন্ধে সাতটা নাগাদ। প্রথমেই গেলাম নিউ টাউনের দিকে ।এই নিউটাউনের দিকে মা-বাবা কখনো আসেনি ।এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা ,যেখানে বসে অনেকক্ষণ গল্প করা যায় ।নিজেদের সময় কাটানো যায়। তার সাথেই তার পাশাপাশি চলছিল একটি মেলা সেখানে ঘুরে নিলাম।


বেশ খানিকটা নিজেদের মতন করে সময় কাটানোর পর রাতে ডিনার করার জন্য আমরা খুব পরিচিত একটি বাঙালি ধাবাতে গেলাম । যেটি বেঙ্গল ধাবা নামে পরিচিত ।সেখানে খাবারের কথা আগে বলেছিলাম। খুব ভালো লাগে ওখানে তাই জন্যই ওখানে আবার যাওয়া।

WhatsApp Image 2024-02-15 at 18.53.41 (1).jpeg


প্রথমেই নিয়ে নিলাম চিকেন করিয়েন্ডার সুপ, তার সাথে কলকাতা ভেটকি ফ্রাই, এরপর পরপরই মিক্স ফ্রাইড রাইস এবং চিলি চিকেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2024-02-15 at 18.53.41 (2).jpeg

WhatsApp Image 2024-02-15 at 18.53.41 (3).jpeg

WhatsApp Image 2024-02-15 at 18.53.41 (4).jpeg

প্রত্যেকটি খাবারের টেস্ট খুব ভালো ছিল ।কিন্তু চিলি চিকেন অত্যাধিক ঝাল হয়ে গিয়েছিল। তবে যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর একটা সন্ধ্যে এবং ভ্যালেন্টাইন্স ডের বিকেল বেলা কাটিয়ে বাড়ি চলে এলাম ।

WhatsApp Image 2024-02-15 at 18.56.30.jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আসলেই বৌদি এই দিনটা শুধু প্রেমিক প্রেমিকা কিংবা হাসবেন্ড ওয়াইফ এর জন্য নয়। বরং সব কাছের মানুষদের জন্যই এই দিনটা। বলতে গেলে শুধু এই দিনটা নয়,বরং বছরের প্রতিটি দিন প্রিয় মানুষগুলোকে আমরা ভালোবাসবো। যাইহোক এই বিশেষ দিনে পরিবারের সদস্যদের নিয়ে চমৎকার ভাবে ঘুরাঘুরি এবং খাওয়া দাওয়া করেছেন। আসলে সন্ধ্যার পর সুন্দর লাইটিং করা থাকলে ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। প্রতিটি খাবার বেশ লোভনীয় লাগছে বৌদি। সবমিলিয়ে আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Posted using SteemPro Mobile

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

 last year 

হ্যাঁ দিদি, এই দিন টি কেবল গার্লফ্রেন্ড বর্য়ফ্রেন্ড কিংবা স্বামী স্ত্রীর জন্য নয় ৷ সব ভালোবাসার মানুষদের নিয়েই এই দিনটি ৷ আপনারা সবাই মিলে এই দিনটি অনেক সুন্দর ভাবে অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগলো ৷ আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ দিদি সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 last year 

একদম ঠিক দিদি, ভালোবাসা দিবসে যে শুধু প্রিয় মানুষকে নিয়ে সেলিব্রেট করতে হবে এমন নয়। ভালোবাসা দিবসে ভালোবাসাটা হতে পারে মাা বাবা, ভাইবোন অথবা বন্ধুদের প্রতি। তবে আপনি ব্ল্যাকস দাদাকে নিয়ে সন্ধ্যায় আপনার পরিবারের সাথে দারুণ সময় কাটিয়েছেন। আপনাদের দুজনকে একই ফ্রেমে ভালো লাগছে দেখতে। 💜

 last year 

অনেক সুন্দর একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। ভালোবাসা দিবসের ভালোলাগার মুহূর্তটা আমাদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন দেখে অনেক খুশি হলাম। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত যেন আপনার আনন্দ ঘন হয়ে থাকে সেই কামনা রইল।

 last year 

দিনটি ছিল ভালোবাসার।তাই দিনটি ভালোবাসার জন্য সবার জন্য উন্মুক্ত। তাইতো দিদি মা-বাবাকে সাথে করে প্রিয় মানুষটিকে নিয়ে সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছেন। এরপর পরিচিত এক বাঙালি থাবাতে গেলেন ডিনার করতে।সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন এমনটাই আশাকরি। অনেক ধন্যবাদ দিদি।

 last year 

দিদিভাই, ভালোবাসা দিবসে যে সুন্দর সময় নিজের পরিবার ও প্রিয় মানুষের সঙ্গে অতিবাহিত করেছেন, তা কিন্তু আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে। এভাবেই হাসি আনন্দে কাটুক প্রতিটা মুহূর্ত, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

শুভেচ্ছা রইল।

 last year 

জি দিদি ঠিক বলেছেন। ভালোবাসা দিবসে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বর বউ এর সাথেই কাটাতে হবে এমন কোন নিয়ম নেই। প্রিয় বাবা-মা বা আপন জনদের সাথেও কাটানো যেতে পারে। ফেমিলির সবাইকে নিয়ে খুব সুন্দর একটি দিন অতিক্রম করেছেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67