"ভ্যালেন্টাইনস ডে অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।যদিও আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।এটি আমি খুবই ব্যস্ততার মধ্যে সম্পন্ন করেছি ।কারন আমার একটু এক্সামের চাপ চলছে।যাইহোক তবুও আজ শুভ ভালোবাসা দিবস উপলক্ষে আমি একটা আর্ট করেছি।এখানে হৃদয় দিয়ে গোলাপ ফুল অঙ্কনকে দেখানো হয়েছে।যাইহোক তো চলুন শুরু করা যাক---
ভ্যালেন্টাইনস ডে অঙ্কন:
সকলকে অনেক অনেক ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো💝
■উপকরণসমূহ:
●সাদা কাগজ
●পেন্সিল
●রবার
●বলপেন (কালো রঙের)
●রঙিন মার্কার পেন
●জেল পেন(লাল)
■অঙ্কনের পদ্ধতি:
ধাপঃ 1
প্রথমে পেন্সিল দিয়ে একটি লাভ চিহ্ন একে নিলাম।
ধাপঃ 2
এরপর লাল জেল পেন দিয়ে একে নিয়ে পেন্সিল দাগ মুছে নিলাম রবার দিয়ে।
ধাপঃ 3
এবারে পেন্সিল দিয়ে লাভ চিহ্নের মাঝ বরাবর একটি বক্স একে নিলাম।
ধাপঃ 4
এরপর আমার হাতের ছবি তুলে নিলাম ফোনে।
ধাপঃ 5
বক্সের মধ্যে কালো রঙের বলপেন দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন লিখে নিলাম।লাভ চিহ্নের মধ্যে লাল জেল পেন ও রঙিন মার্কার পেন দিয়ে রং করে নিলাম।
ধাপঃ 6
লাভ চিহ্নের নীচে একটি গোলাপ ফুলের অঙ্কন করে নিয়ে রং করে নিলাম।
শেষ ধাপঃ
তো অঙ্কন করা হয়ে গেল আমার "ভ্যালেন্টাইনস ডে অঙ্কন"। সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনটির নীচে নীল রঙের বলপেন দিয়ে।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।
আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে খুবই সুন্দর একটি আর্ট করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর্ট। হলুদ রং দিয়ে খুবই সুন্দর করে লাভটি অঙ্কন করেছেন । আর্ট করার পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপু,আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য।
দিদি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আপনার করা লাভ. আর্ট টি সত্যি অসাধারণ লাগছে ৷ আপনার পরীক্ষার চাপের জন্য আপনি একটিভ থাকতে পারছেন না ৷ যা হোক তবুও যে পোষ্ট লিখছেন সেটাই বড় ৷ অনেক সুন্দর ছিল আর্ট টি ৷
একটু সময় বের করে পোষ্ট করেছি দাদা,ধন্যবাদ আপনাকে।
ভ্যালেন্টাইনস ডে অঙ্কন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দরভাবে এটি অংকন করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
শুভেচ্ছা আপনাকেও ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
ভ্যালেন্টাইনস ডে অঙ্কন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দরভাবে এটি অংকন করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া।
আজ ভ্যালেন্টাইনস ডে এই বিশেষ দিনে আপনার প্রতি অকৃতির ভালোবাসা রইলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ভ্যালেন্টাইনস ডে অংকন করেছে । বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে চিত্র অংকন অনেক নিখুঁত হয়েছে। ভ্যালেন্টাইনস ডে চিত্র অংকন ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার প্রশংসামূলক মন্তব্যে উৎসাহ পেলাম, ধন্যবাদ ভাইয়া।
শুরুতেই ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তোমার জন্য মামনি।❤️❤️ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চিত্রাঙ্কন টি অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশন টা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। সবমিলিয়ে অনেক অনেক সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ মামনি।❤️
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আন্টি।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে করা আপনার এই পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু। পেইন্টিং টি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আপনি বিশেষ দিন উপলক্ষে যেহেতু এই সুন্দর পেইন্টিংটি করেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল। সেই সাথে আপনাকেও জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনেকেই অনেক সুন্দর সুন্দর পোষ্ট করেছেন। আপনিও খুব সুন্দর একটি হার্ট সাইন একে তার মধ্যে ভ্যালেন্টাইন ডে লিখেছেন। খুব সুন্দর হয়েছে দিদি। কালার কম্বিনেশন জন্য আরো ভাল লাগছে। ধন্যবাদ দিদি।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
Thank you so much💝.