ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গোলাপ ফুলের ভিডিওগ্রাফি🥰

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।

আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG20250214104320.jpg

আজ বিশ্ব ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন।এই দিনটি অনেক স্পেশাল একটি দিন।ছয় ঋতুর দেশে ঋতু পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্যেরও পরিবর্তন হয়।পাখিদের কলতানের পরিবর্তন ঘটে। আবহাওয়ার পরিবর্তন ঘটে।ঘটে না শুধু মানুষের মনের পরিবর্তন। মানুষ একই ভাবে যুগের পর যুগ তার প্রিয় মানুষকে ভালোবেসে যায়।

ভালোবাসার কোন স্পেশাল দিন হয় না। প্রকৃত প্রেমিক প্রেমিকার সব দিনেই ভালোবাসা দিবস।আমরা মানুষ তাই আমাদের যে কোন দিবস পালন করতে ভালোবাসি।খুবই প্রাধান্য দিয়ে থাকি আমরা দিবস গুলোকে।যদিও বা ভালোবাসা দিবসে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসর দিন তা কিন্তুু নয়।ভালোবাসা মানে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা,সন্তানের প্রতি মায়ের ভালোবাসা,বাবার প্রতি মেয়ের ভালোবাসা,স্বামীর প্রতি বউয়ের ভালোবাসা এক কথায় ভালোবাসা সবার প্রতি সবার তবে এই দিনটিকে রাজত্ব করেছে প্রেমিক প্রেমিকারা।তবে সব থেকে আশ্চর্য ও ভালো লাগার বিষয় হলো এই ভালোবাসা দিবস টি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বের সবাই একই দিনে ভালোবাসা দিবস পালন করে।

যাই হোক আজ সেই বিশ্ব ভালোবাসা দিবস।সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই বিশ্ব ব্যাপি ভালোবাসা ময় সুন্দর সকালে মিষ্টি রোদে বসে ছিলাম উঠানে।আমার টবে লাগানো কয়েকটা গোলাপ গাছ আছে আর সেই গোলাপ গাছ চারটার মধ্যে দুটোতে ফুল ফুটেছে। সাদা গোলাপ ফুল গাছে বেশি ফুল ধরেছে। খুবই সুন্দর লাগছে দেখতে ফুল গুলো।বাতাসে ফুলগুলো দোল খাচ্ছিল।সারাবছর গোলাপ ফুল ফুটলেও এই বসন্তকালে গাছে গাছে রাশি রাশি ফুল ফুঁটে থাকে।গাছে গাছে রাশি রাশি ফুল দেখলেই বুঝতে পারি বসন্ত এসে গেছে। ভাবলাম আজকের এই বিশ্ব ভালোবাসা দিবসে সবার সাথে আমার গাছের গোলাপের ভিডিওগ্রাফি করে নেয়া যাক।

তো চলুন দেখা যাক আমার গোলাপ ফুলের ভিডিওগ্রাফি টি।
লিংক

এই ছিলো আমার আজকের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমার গাছের গাছের লাল ও সাদা গোলাপের ভিডিওগ্রাফি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



20250214_163102.jpg

IMG_20250213_164526.jpg

Sort:  
 2 months ago 
 2 months ago 

PhotoCollage_1739532463031.jpg

 2 months ago 

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গোলাপ ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন।এই দিনটি আমাদের সবার জন্য অনেক স্পেশাল একটি দিন। আবার আজকের রাতটা হচ্ছে সবে বরাতের রাত এই রাতটি ও আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আমরা আজকের রাতে সবাই রাত জেগে ইবাদত করবো । আপনার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু আপনাকে।

 2 months ago 

ঠিক বলেছেন স্পেশাল আজকের দিনটি আর শবেবরাতের রাতে সৃষ্টিকর্তার প্রতি আলাদা ভালোবাসা থাকবে।

 2 months ago 

valentine day উপলক্ষে আপনি খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। সাদা গোলাপ আমি খুবই পছন্দ করি। ভালো লাগলো আপনার আজকের ভিডিওটা দেখে। খুব সুন্দর ভাবে পুরো ভিডিওগ্রাফি টা ক্যাপচার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

আমারও পছন্দের গোলাপ। যে কোন গোলাপেই ভালো লাগে তবে সাদা গোলাপ একটু বেশিই পছন্দের।

 2 months ago 

আজ বিশ্ব ভালবাসা দিবস ছিলো সেটা ভুলেই গেছিলাম,তোমার পোষ্ট টি দেখার পর মনে পড়লো।সত্যি তাই আমরা সব দিবস গুলো পালন করতে খুবই পছন্দ করি।সারা বছর ভালবাসি আর নাই বাসি কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসের দিন ভালোবাসা দেখাতেই হবে এরকম একটা ব্যাপার।তবে আমার কাছে যেটা মনে হয় ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই।যদি অন্তরে ভালোবাসা থাকে তাহলে জীবনের প্রতিটি দিনই ভ্যালেন্টাইন্স ডে।🥰 গোলাপ গাছের ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো অনেকগুলো সাদা ফুলে ভরে গেছে গোলাপ আমার খুবই পছন্দের একটি ফুল।পছন্দের ফুলের ভিডিওগ্রাফি টি দেখে খুবই ভালো লাগলো।সব মিলিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই।

 2 months ago (edited)

আমি এই দিনটি ভুলি না কারণ ঢাকায় আপনার বাসায় সেই ছদে চুলের খোপায় ফুল দিয়ে দেওয়ার কথা মনে পড়ে 🤭।অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল দিদি।যদিও ভালোবাসার জন্য আলাদা কোন দিন হয় না। আর যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস। অনেকেই দিবসটি ধুমধাম করে উদযাপন করে থাকেন। ভালোবাসা দিবস উপলক্ষে চমৎকার গোলাপের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। ভিডিওর সাথে একটু মিউজিক সেট করলে বেশি ভালো হতো। গোলাপি এবং সাদা গোলাপের সুন্দর একটি ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো। গোলাপ হলো ভালোবাসার প্রতীক। চমৎকার একটি ভিডিও গ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

হ্যাঁ আপু ভালোবাসার কোন দিবস হয় না। সবদিনে ভালোবাসার দিন। তবে এখন বর্তমানে ভালোবাসার দিবস আসলে মনে করে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসার দিবস। আর আপনি ভালোবাসা দিবস উপলক্ষে চমৎকার গোলাপ ফুলের ভিডিওগ্রাফি করেছেন। আসলে নিজের গাছের ফুল থাকলে ওই ফুলের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে ভালো লাগে। ধন্যবাদ গোলাপ ফুলের ভিডিওগ্রাফিটি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ঠিক তাই প্রেমিক প্রেমিকার ভালোবাসা দিবস এরকমটা হয়েছে এখন।

 2 months ago 

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বেশ সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। গোলাপ ফুল কার ভালো লাগেনা। আর ফুলগুলো খুব সুন্দর ছিল। খুব সুন্দর ভাবে ভিডিওটি করেছেন। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 2 months ago 

এবার ভালোবাসা দিবস কিংবা পহেলা ফাল্গুন কোনটাই উদযাপন করা হয়নি। আসলে এত ঝামেলায় ছিলাম যে কিছু করা হয়ে ওঠেনি। একদম পারফেক্ট দিনে পারফেক্ট একটি ভিডিও শেয়ার করেছেন। গোলাপ ফুলের এই ভিডিওগ্রাফিটি খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 77739.63
ETH 1484.97
USDT 1.00
SBD 0.68