জেনারেল রাইটিং: একতাই শক্তি

in আমার বাংলা ব্লগ2 days ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২৪ই ফেব্রুয়ারি ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


premium_photo-1726812022344-f466263cd717.jpeg

সোর্স

মানুষ সামাজিক জীব। মানুষ সৃষ্টির শুরু থেকেই একতাবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসেন। সকলেই মিলে একত্রিত হয়ে বসবাস করার মাঝে আলাদা রকম আনন্দ কাজ করে। ঠিক অনুরুপ ভাবে সকলেই মিলে একত্রিত হয়ে যে কোন ধরনের কাজ করার মধ্যে ও আলাদা রকম শান্তি রয়েছে, এই বিষয়ে হয়তো আপনারা অবগত আছেন। একজন মানুষ যখন কোন ধরনের কাজ একা করতে যান, তখন সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন।এটা আসলেই প্রকৃতির একটি নিয়ম।যে কোন ধরনের কাজ একা করা অনেক টা কঠিন এবং কোন ধরনের কাজ সকলেই মিলে একত্রিত হয়ে করা অনেক টা সহজ। সেই সৃষ্টির শুরু থেকেই এমন টি হয়ে আসছে।

এক সময় মানুষ যে কোন ধরনের কাজ করার সময় একতাবদ্ধ হয়ে করতে। কিন্তু বর্তমান সময়ে আর এই বন্ধন টি আর নেই। ধীরে ধীরে মানুষের প্রতি মানুষের বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে।এটার জন্য আমরা মানুষেরাই দায়ী। আমরা ধীরে ধীরে মানুষ কে একদম অমানুষ হয়ে পড়ছি। আমাদের নিকট থেকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা একদম নষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা আরো ভয়ংকর রুপ ধারণ করবো। বর্তমান সময়ে আমরা যে কোন ধরনের কাজ করার সময় একতাবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করি না। আমরা নিজেরাই নিজে থেকে সেসব কাজ করার চেষ্টা করি, ফলে সে সব কাজের মধ্যে সফলতা আসে না।

উদাহরণ স্বরূপ ধরা যাক, বেশ কিছু দিন আগে আমাদের কমিউনিটির প্রিয় প্রতিষ্ঠাতা দাদা একটি নতুন কয়েন লঞ্চ করেছিলেন। এই কয়েন টি লঞ্চ করার বেশ কিছু দিন পর শুরু হয়ে যায় টুইটার প্রমোশনের কাজ। প্রথম অবস্থায় টুইটার প্রমোশনের কাজে খুব একটা বেশি লোক অংশগ্রহণ করেছিলেন না। কিন্তু বর্তমান পরবর্তী সময়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি সক্রিয় সদস্য এই টুইটার প্রমোশনের কাজে অংশগ্রহণ করেছিল।ফলে আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় কিছু অর্জন করতে পেরেছিলাম। এখান থেকেই বোঝা যাচ্ছে যে, যে কোন ধরনের কাজ একার পক্ষে খুবই কঠিন এবং যে কোন ধরনের কাজ সকলেই মিলে একত্রিত হয়ে করলে অনেক বেশি সহজ হয়ে যায়।

একতাবদ্ধ সব সময় মানুষের ভালো কিছু বয়ে আনতে সাহায্য করে। আমাদের উচিত সব সময় একতাবদ্ধ হয়ে বসবাস করা। একতাবদ্ধ হয়ে বসবাস করার মাঝে আলাদা রকম আনন্দ রয়েছে।একতা সব সময় শান্তি এনে দেয়। আমরা যদি কখনো কোন ধরনের সমস্যার সম্মুখীন হই, তাহলে আমাদের একতাই সব সমস্যার সমাধান করে দিবে। একজন মানুষ যখন থাকে একা, তখন তার শক্তি থাকে খুবই সিমীত।আর যখন কোন গোষ্ঠী কিংবা সমাজের মানুষের একতা থাকে, তখন তাদের শক্তি থাকে অনেক বেশি। আর এই পৃথিবীতে একতাবদ্ধ হীন মানুষ কে সবাই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ফেলতে পারে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXi5ykaNXfcHUD5j7ywn2sYMuAaxVCSF7KarjeyDXMWkShcYXof5pJzL811JLa...YvwmTf667voc7rj2rYhzUHtRoZiaMkZcfUbRkBUaWAQK1RbzHq4ZuAeSzwZkJT3X35hRevJH2MzMkLrvzNgcWgEXUASxmti5ast1AiY1XuTx9R8CHrKDjR9fYA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

Screenshot_2025-02-24-19-36-55-240_com.android.chrome.jpg

Screenshot_2025-02-24-19-35-58-899_com.twitter.android.jpg

 2 days ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া মানুষ সামাজিক জীব। আর আমাদের সবার উচিত সব কিছু এক সাথে মোকাবিলা করার। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনার বক্তব্যটি সত্যিই গভীর এবং গুরুত্বপূর্ন। আজকের সমাজে একতার অভাব সত্যিই আমাদের অনেক সমস্যার সৃষ্টি করছে। যেমন আপনি বলেছেন, একে অপরকে সহযোগিতা না করলে এককভাবে কোন কাজ সফল হওয়া অনেক কঠিন। কমিউনিটির উদাহরণও খুবই প্রাসঙ্গিক, যেখানে একত্রিত হয়ে কাজ করার মাধ্যমে বিশাল সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। একতা শুধু আমাদের শক্তি বাড়ায় না, এটি আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা শিখায়, যা প্রতিটি সমাজের ভিত্তি। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ।

 2 days ago 

একতা সত্যি ই শক্তি।একতা হয়ে চললে অনেক কাজ সহজ হয়ে যায়।যেকোনো সমস্যা বা প্রয়োজনে অনেক মানুষ এক হয়ে কাজ করলে সেই কাজ সহজ হয়ে যায়। তাই আমাদের সকলের উচিত একতাবদ্ধ হয়ে কাজ করা।

 2 days ago 

আসলে বর্তমান সময়ে মানুষের মধ্যে একতা আর নেই। আরে জন্য বর্তমান সময়ের মানুষগুলো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু আগের মতো যদি মানুষ একতাবদ্ধ হয়ে থাকার চেষ্টা করে তাহলে কিন্তু তারা অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আজ আপনি আমাদের মাঝে একতা নিয়ে যে পোস্ট শেয়ার করেছেন সেটি এক কথায় অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 88721.82
ETH 2487.99
USDT 1.00
SBD 0.68