টিভি সিরিজ রিভিউ ।। ভিনসেনজো ।। পর্ব ৫।। 10% beneficiary to @shy-fox
টিভি সিরিজ | ভিনসেনজো |
---|---|
ধরন | অপরাধ নাটক |
নির্মাতা | স্টুডিও ড্রাগন |
লেখক | পার্ক গো-বুম |
পরিচালক | কিম হি-উইন |
অভিনয়ে | সং জুং-কি, জিওন ইও-বিন, ওকে টাকি-উন, কিম ইও-জীন, কোয়াক দোং-ইওন |
মূল দেশ | দক্ষিণ কোরিয়া |
মূল ভাষা | কোরিয়ান |
পর্বের সংখ্যা | ২০ |
প্রযোজক | লি হ্যাং-সও, হ্যাং সাি-জুং, হাম সেউং-জুন, চো সো-ইয়াং |
ব্যাপ্তিকাল | ৮২ মিনিট |
নির্মাণ কোম্পানি | লোগোস ফিল্ম |
পঞ্চম পর্ব
পর্বের শুরুতে মি ইয়ং গি যখন ব্লাস্টের সম্পর্কে জানতে পারে তখন বাবল গ্রুপের ফেক চেয়ারম্যান জিয়াং হাং কে জানায়। জিয়াং হাং শুনে বলল যে এই কাজ করেছে তাকে আমি ছাড়বো না। জিয়াং হাং এর কথা শুনে জিয়াং ঝুং যে কিনা অরিজিনাল চেয়ারম্যান সে জিয়াং হাং এর গলা চেপে ধরে এবং বলে তুমি আমার একজন পাপেট মাত্র। জিয়াং ঝুং নির্দেশ দেয় মিডিয়াকে যেন এটা জানানো হয় এই ব্লাস্ট ইলেকট্রিক শক থেকে হয়েছে।
ব্লাস্ট করার পর ভিনসেনজো এবং চা ইয়াং ড্রিংকস করছিল এবং পরবর্তী প্ল্যান করছিল। তখন চা ইয়াং ভিনসেনজো কে বলল প্রতিবার আমরা ব্লাস্ট করতে পারবো না পন্থা পরিবর্তন করতে হবে। ভিনসেনজো বলল এইবার আমরা কোর্টের মাধ্যমে তাদেরকে অ্যাটাক করব। তখনই চা ইয়াং বলে আমি সেখানে হেল্প করতে পারব যেহেতু আমি বাবেল গ্রুপের অনেক সিক্রেট জানি। চা ইয়াং বলে বাবেল কেমিক্যালস হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম সোর্স। ভিনসেনজো জিমে গিয়ে জিয়াং হাং এর সাথে দেখা করে এবং সে তাকে কিছু বড় ব্যক্তিত্বের নাম বলে যাদের জিয়াং হাং চিনে না।
ভিনসেনজো এবং চা ইয়াং একটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল এবং আলাপ করছিল। ভিনসেনজো বলল বাবেল গ্রুপের মেইন চেয়ারম্যান জিয়ান হাং না অন্য কেউ। তারপর আসল চেয়ারম্যান কে সামনে আনার জন্য তারা প্ল্যান করে।অন্যদিকে মি ইয়ং গি টেনসনে থাকে এবং চিন্তা করে কে তাকে ভয় দেখিয়েছে। পরদিন মি ইয়াং গী চা ইয়াং এর চেম্বারে চলে আসে ভিনসেনজোর সাথে দেখা করার জন্য। কিন্তু ভিনসেনজো এখানে অন্য সুরে কথা বলে যেন তার ভয়েস মি ইয়াং গী না বুঝতে পারে।
চা ইয়াং দারুন একটি মেসেজ ভিনসেনজো কে বলে। বাবেল গ্রুপের কেমিক্যাল ফ্যাক্টরিতে ৪২ জন মারা গিয়েছে এবং তাদেরকে অন্য রোগ হয়েছে বলে চালিয়ে দিয়েছে। কিন্তু আসলে বাবেল গ্রুপের blsd কেমিক্যাল এর কারণে তারা মারা গেছে। যে হসপিটালে ফরেন্সিক হয়েছে সে হসপিটালের মালিকও বাবেল গ্রুপ। ভিনসেনজো ভিক্টিম দের উকিল কে সে কেইস আবার ওপেন করতে বলে। জিয়ান হাং বোর্ড মিটিং ডাকে এবং সেই সময় গ্রুপের অরিজিনাল চেয়ারম্যান ফোন দেয় এবং বলে মিডিয়াতে প্রচার করতে blsd মার্কেটে আসছে যদিও এটি এখনো রেডি হয়নি। এদিকে বাবেল গ্রুপের সি ই ও গীয়াম প্লাজায় এসে রেস্টুরেন্টে গন্ডগোল শুরু করে দেয়। ভিনসেনজো এসে গুন্ডাগুলোকে অনেক মার মারে।
গিয়াম প্লাজার মংক্ এর বন্ধু বাবেল গ্রুপের ক্যামিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে এবং blsd খেয়ে আক্রান্ত হয়ে হসপিটালে আছে। মংক সেখানে বন্ধুর সাথে দেখা করতে যায়। সেখানকার ডক্টর তাকে লিউকেমিয়া বলে চালিয়ে দেয় । এই নিয়ে ভিনসেনজো গিয়াম প্লাজাতে একটি মিটিং ডাকে এবং কিভাবে মংকের বন্ধু মারা যায় তার বর্ণনা দেয়। ভিকটিমদের উকিল কে ভিনসেনজো এবং চা ইয়াং হুমকি দিয়ে ভিকটিমদের কেস থেকে বাদ দিয়ে দেয় এবং তার সব ব্ল্যাকমানি ডোনেট করে দেয়। তারপর তারা দুজন উশান ল ফার্ম এ গিয়ে বলে চা ইয়াং এই কেস লড়বে।
ততক্ষণে মি ইয়ং গী বুঝে গিয়েছে ভিনসেনজো সেই ব্যক্তি যে তাকে ফোনে হুমকি দিয়েছে। তাদের ফাস্ট হিয়ারিং এর জন্য গিয়াম প্লাজার একজন জামা কাপড় আয়রন করে দেয় । ইটালিয়ান শেফ তাদের জন্য স্পেশাল নাস্তা বানায়। তারপর তারা দুজন কোর্টে হিয়ারিংয়ের জন্য গাড়ি থেকে ড্যাশিংভাবে নামে এবং সেখানে গিয়াম প্লাজার ভাড়াটিয়ারা একটি নাটকের মত পারফর্ম করে।
এই পর্বে ভেবেছিলাম চেয়ারম্যান সবার সামনে আসবে কিন্তু সে এখনো অন্তরালেই আছে এবং আড়ালে থেকেই তার কুকর্ম চালিয়ে যাচ্ছে। সে তার কুকর্ম ঢাকার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ভিনসেনজো আর চা ইয়াং তার মুখোশ খুলার জন্য কোর্টে গিয়েছে। দেখা যাক পরের পর্বে তারা কি সুফল আনতে পারে ।
৮.৪/১০
৯.২/১০
ধন্যবাদ সবাইকে।
আমি তো মনে হয় খেজুরের রস খাই না ৮-১০ বছর হয়ে গেছে। ভিনসেনজো ওয়েব সিরিজ দেখা হয়নি আমার। যদিও সাউথ কোরিয়ান সিরিজ গুলো আমার খুব ভালো লাগে। আপনার রিভিউ বেশ কিছু দূর পড়ার পর মাথা ঘুরাচ্ছিল। বিশেষ করে চরিত্রে অভিনয় করা নাম গুলোর জন্য। আমি তো কখনো এত সুন্দর করে রিভিউ করতে পারতাম না। আমি শুধু চিন্তা করতেছি আপনি এত সুন্দর করে গুছিয়ে লিখলেন কি করে।🧐
Crush landing on you এটা অবশ্যই দেখবেন। আপনি যদি কোরিয়ান ওয়েব সিরিজ এর ফ্যান হয়ে থাকেন তাহলে এটা আপনার ভালো লাগতে বাধ্য।
দাদা ২০২১ সালেই দেখা শেষ। সাউথ কোরিয়ান ধনী মেয়ের সাথে নর্থ কোরিয়ান আর্মি পার্সনের প্রেম নিয়ে। মেয়েটি প্যারাস্যুট দিয়ে উড়তে গিয়ে ভুল করে নর্থ কোরিয়ান বর্ডারে চলে যায় আর তখন থেকেই ঝামেলা শুরু। ধন্যবাদ দাদা।
আপনার তো দেখছি মুখস্থ। হা হা হা.... আমার কাছে খুব ভালো লেগেছিলো সিরিজ টা।
টিভি সিরিজ রিভিউ ভিনসেনজো এই পর্ব থেকে অনেক কিছুই জানতে পারলাম। এ ধরনের টিভি সিরিজ গুলো আমার খুব একটা দেখা হয় না অবশ্য সময় করে উঠতেও পারি না। আপনার টিভি সিরিজটি দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ।