স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy র এক অসাধারণ স্টিম-সুই অটো এক্সচেঞ্জ টুল : "STEEM-TO-SUI"
বেশ কয়েকমাস পূর্বে আপনাদেরকে steem থেকে ইন্সট্যান্টলি USDT, TRX, BTS, ETH এবং SOL -এ এক্সচেঞ্জ করার দুর্দান্ত পাঁচটি swap tool দেখিয়েছিলাম । টুল পাঁচটি ছিল স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy এর তৈরী । কোনো ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট ইউজ না করেই খুব সহজে এবং সিকিউরলি STEEM এবং SBD থেকে USDT, TRX, BTS, ETH এবং SOL এ কনভার্ট করার এই টুল পাঁচটি এখন অনেকের কাছেই খুবই জনপ্রিয় । আমাদের কমিউনিটির অনেকেই এখন এই টুল পাঁচটি ইউজ করছে । কনভার্সন ফীও অনেক কম । মাত্র ১% ।
@justyy ডেভেলপারের ডেভেলপ করা আরো একটি দুর্দান্ত টুলের সন্ধান দেব আজ আবারো আমি । হ্যাঁ, ঠিকই ধরেছেন; আজকে আমি আবারও আমাদের সবার প্রিয় স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy এর তৈরী STEEM থেকে SUI (SUI) ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ এর টুলটি আপনাদের সামনে হাজির করতে চলেছি । তো চলুন দেখে নেওয়া যাক সব কিছু :
এটি একটি fully automatic এবং robotic way তে কাজ করে । এটি ইউজ করাও খুবই সহজ । আপনার steem কে SUI -এ কনভার্ট করে আপনার পার্সোনাল SUI ওয়ালেটে নিয়ে আনতে সর্বোচ্চ ১ মিনিট টাইম লাগে । আর হ্যাঁ, এই সার্ভিস টুলটি ইউজ করে আপনি STEEM এর পাশাপাশি আপনার SBD কেও SUI -এ কনভার্ট করতে পারবেন ।
এই সার্ভিসিটি STEEM/SUI এবং SBD/SUI pair এ প্রাইসটা একদম কারেক্ট দিয়ে থাকে, অর্থাৎ আপনি আপনার steem বা SBD কে বর্তমান মার্কেট প্রাইসেই SUI -এ পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ।
✅সার্ভিস টুল : STEEM/SBD TO SUI AUTO EXCHANGE
✅কাজ : ইন্সট্যান্টলি আপনার STEEM/SBD কে অটোমেটিক্যালি SUI -এ কনভার্ট করা
✅ফীস : 1% (Gas Fee: Free)
✅ডেভেলপার : @justyy
এবার চলুন টিউটোরিয়াল দেখি কি ভাবে সার্ভিসটি আমরা ইউজ করবো
✍ টিউটোরিয়াল ✍
➤ প্রথমে steemyy এর ওয়েবসাইট ঢুকুন । ক্লিক করুন । এরপরে STEEM-TO-SUI ট্যাবে ক্লিক করুন ।
➤ এই পেজটি ওপেন হবে - https://steemyy.com/steem2sui.php । এবারে নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন । আপনি কত SUI পেতে চান সেটা swap pool এর available ব্যালেন্স কভার করছে কি না সেটা ফার্স্ট চেক করে নেবেন । আপনার desired SUI available ব্যালান্স এর অতিরিক্ত হলে এক্সচেঞ্জ রিকুয়েস্টটা অটো ক্যান্সেল হবে এবং আপনি রিফান্ড পেয়ে যাবেন ।
➤ খুব সাবধানতার সাথে swap সংক্রান্ত নির্দেশাবলী ফলো করুন । তাড়াহুড়ো করবেন না । ভুল হলে ফান্ড লসের পসিবিলিটি থাকে । নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন, এখানে swap সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নির্দেশাবলী রয়েছে ।
➤ নিচের স্ক্রিনশটটি লক্ষ করুন । আপনি কত STEEM/SBD সেল করে SUI পেতে চান সেই এমাউন্টের STEEM/SBD নিচের এই একাউন্টে সঠিক মেমো সহ ট্রান্সফার করুন -
Transfer To : @steem2sui
Amount : আপনি যত সেল করতে চান
Memo : আপনার SUI Address
একটি জিনিস মাথায় রাখবেন memo হিসেবে আপনার SUI এড্রেস দিতেই হবে । এটা মাস্ট । যে SUI এড্ড্রেস দেবেন সেই এড্ড্রেসে আপনার SUI জমা হবে । ভুল মেমো বা মেমো ব্ল্যাঙ্ক থাকলে আপনি অটোমেটিক্যালি আপনার STEEM/SBD রিফান্ড পেয়ে যাবেন । Estimate বাটনে ক্লিক করে আপনি ঠিক এক্সাক্টলি কত SUI পাবেন সেটা জানতে পারবেন ।
Amount এর ঘরে আপনি কত steem এক্সচেঞ্জ করতে চান সেটি লিখে ডান পাশের Estimate বাটনে ক্লিক করে এক্সচেঞ্জ এর পুরো এস্টিমেটটা পেতে পারেন । আমি যেমন এখানে 100 steem লিখে Estimate বাটনে ক্লিক করে নিম্নলিখিত এস্টিমেশনটা পেয়েছি :
You Sent: 100 STEEM
Price: 0.070260000 SUI / STEEM
Total: 7.026000000 SUI
Fee: 0.070260000 SUI (1%)
Gas Price: 750.000000000 MIST
Gas Fee: 0.011250000 SUI
Total Fee: 0.081510000 SUI
You will get: 6.944490000 SUI
মনে রাখবেন এই এস্টিমেশনটা কিন্তু STEEM/SUI পেয়ারে প্রাইস ওঠা নামার উপরে ডিপেন্ডেড । তাই প্রত্যেক মিনিটে এটা চেঞ্জ হতে থাকবে ।
➤নিচের স্ক্রিনশট দু'টি খুব ভালো করে লক্ষ করুন । আমি আমার একাউন্ট @rme থেকে 100 steem ট্রান্সফার করেছি @steem2sui একাউন্টে এবং memo হিসেবে আমার SUI এডড্রেসটি দিয়েছি ।
➤ ট্রান্সফার করার পরে আপনার এক্সচেঞ্জটির স্ট্যাটাস পেতে "Latest STEEM/SBD to SUI Conversion Records" সেকশন এ চেক করুন । steem ট্রান্সফার করার পরে ১-২ মিনিট পরে পেজটি রিফ্রেশ করুন ।
প্রথম দিকে আপনি আপনার এক্সচেঞ্জটি পেন্ডিং দেখতে পাবেন ।
আরো ১-২ মিনিট পরে রিফ্রেশ করুন । ফাইনালি আপনার এক্সচেঞ্জটি কমপ্লিট স্ট্যাটাস দেখতে পাবেন -
➤ এবার দেখুন আমি আমি 100 STEEM সেল করে 6.83699865 SUI পেয়ে গিয়েছি আমার SUI ওয়ালেটে । ১ মিনিট লেগেছিলো অনলি পুরো প্রসেসটা কমপ্লিট হতে ।
https://suiscan.xyz/mainnet/tx/J7CXmHbbKLU84MTgVjdpZAdsZxfRvuN4c4DHrZQMJ7KZ
কিছু গুরুত্বপূর্ন জিনিস মনে রাখবেন সার্ভিসিটি ইউজ করার সময়ে
০১. আপনার STEEM/SBD শুধুমাত্র @steem2sui এই একাউন্ট ছাড়া আর কোনো একাউন্টে ট্রান্সফার করবেন না
০৩. মেমো হিসেবে শুধুমাত্র আপনি আপনার যে SUI ওয়ালেটে SUI চান সেই SUI এডড্রেসটি দেবেন । আর কিচ্ছু লিখবেন না মেমো তে । মেমো যদি ইনভ্যালিড হয় বা ফাঁকা থাকে তবে আপনি রিফান্ড পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ।
০৪. STEEM বা SBD যেটাই পাঠাবেন তার মিনিমাম ভ্যালুর চাইতে কম পাঠালে সেটা ফরফিট করা হবে অর্থাৎ বাজেয়াপ্ত করা হবে । রিফান্ড পাবেন না । মিনিমাম 2 STEEM অথবা 1 SBD অথবা আপনার এক্সচেঞ্জ এর জন্য SUI ট্রান্সফার ফীস (gas fees ) কভার করে এমন মিনিমাম এমাউন্ট।
০৫. কোনো ধরণের এক্সচেঞ্জ ফেল বা প্রব্লেমের মুখোমুখি হলে কন্টাক্ট করতে পারবেন : ইমেইল : [email protected]
শর্টকাট 👌
10 STEEM বা 5 SBD 💲💲💲এর চাইতে বেশি যে কোনো এমাউন্ট জাস্ট সেন্ড করুন @steem2sui এই একাউন্ট এ । মেমো হিসেবে দিন আপনার Personal SUI Address ।
আর পেয়ে যান SUI💰💰💰ইন্সট্যান্টলি । 😍😍😍 🎉🎉🎉
A big 👍to @justyy 👑
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

বাহ! স্টিম বা এসবিডি থেকে ডিরেক্ট সুই! কোনো ঝামেলা ছাড়ায় কাজটি সহজে করা যাচ্ছে। আপনার টিউটোরিয়াল এর মাধ্যমে বিষয়টি বুঝতে সহজ হয়েছে।
0.00 SBD,
0.62 STEEM,
0.62 SP
প্রথমত নতুন টুলস সম্পর্কে জানতে পারলাম সেক্ষেত্রে @justyy কে অসংখ্য ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত আপনি এই পুরো বিষয়টা আজকের এই পোস্টের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন অর্থাৎ আপনার মাধ্যমেই বিস্তারিত সব জানতে পারলাম সে ক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
0.00 SBD,
0.61 STEEM,
0.61 SP
স্টিম কয়েন কে সুই কয়েনে কনভার্ট করার একটি সুযোগ চালু করে দিয়েছে। এটা আসলেই আমাদের জন্য খুবই উপকারী একটি ডেক্স। দাদা আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টিউটোরিয়াল টি সাজিয়েছেন। আমরা আমাদের ইচ্ছা মতো এখন থেকে স্টিম থেকে সুই কনভার্ট করবো।আর ট্রান্জেকশন ফি খুবই কম।
0.00 SBD,
0.59 STEEM,
0.59 SP
প্রথমেই justyy কে অভিনন্দন জানাচ্ছি এতো চমৎকার একটি টুল উপহার দেওয়ার জন্য। আশা করি অনেকেই এই টুল ব্যবহার করে উপকৃত হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
আমরা প্রায় সময় দেখি @justyy নতুন নতুন টুল বের করেন। সে গুলো আমরা আপনার মাধ্যমে জেনে থাকি। এর আগেও আমরা কয়েকটি বিষয় সম্পর্কে অবগত হয়েছি। আজকে স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy র এক অসাধারণ স্টিম-সুই অটো এক্সচেঞ্জ টুল সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
শ্রদ্ধেয় justyy এর আরো দুটি নতুন টুল সম্পর্কে জানতে পারলাম। সেই সাথে পুরো বিষয়টিকে টিউটোরিয়াল আকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পুরো পোস্ট পড়ে বিষয়টি সুন্দর করে বুঝতে পারলাম। নতুন দুটি টুল সম্পর্কে আমাদের মাঝে সম্পূর্ণ বিষয়টি উপস্থাপন করার জন্য ধন্যবাদ দাদা।
খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানতে পারলাম এবং শিখতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা।
SUI-এর মতো জনপ্রিয় নতুন নেটওয়ার্কে সরাসরি STEEM এবং SBD এক্সচেঞ্জ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে যুগান্তকারী। ১% ফি সহ এত দ্রুত এবং সঠিক মার্কেট রেট-এ এক্সচেঞ্জ সুবিধা পাওয়া খুব কমই দেখা যায়। কমিউনিটির জন্য এমন টুলের ব্যাপক প্রচার হওয়া উচিত যাতে আরও বেশি ইউজার এই সুবিধা নিতে পারেন।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community