ভ্রমণ :- রেল লাইনে ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। ভ্রমন করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর ভ্রমণ করতে কার না ভালো লাগে বলুন, আমি তো যেকোনো জায়গায় ঘুরতে খুবই পছন্দ করি। তাই জন্য মাঝেমধ্যেই সময় পেলে ঘোরাঘুরি করার চেষ্টা করি। আসলে সারাদিন ঘরে থাকলে প্রতিনিয়ত কাজের মধ্যেই কাটে। আর মাথার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ ঘুরে বেড়ায়। তাই জন্য যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি ভীষণ ভালোই লাগে। তেমনি আজকে আপনাদের মাঝে ভ্রমণ করার মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।

অনেকদিন হলো ব্যস্ততার জন্য কোথাও ঘুরতে যাওয়া হয় না। আসলে প্রতিনিয়ত ব্যস্ততার মধ্যে থাকলেও আমার মনে হয় একটু ঘুরাঘুরি করলে ভালই লাগে। তবে মূলত ফেনীতে গিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে। তবে কাজের উদ্দেশ্যে যাওয়ার আগেই ঠিক করে নিয়েছিলাম কাজটা শেষ করে তারপর কোথাও ঘুরতে যাবো। কারণ এমনিতে প্রতিনিয়ত কাজ করতে করতে ভালই লাগে না। তো প্রথমে আমরা সকালবেলা বেরিয়ে গেলাম ফেনীর উদ্দেশ্যে। তো আমরা প্রথমেই ফেনীতে গিয়ে আমাদের কাজটা শেষ করে ফেললাম।

IMG-20241101-WA0005.jpg

IMG-20241101-WA0009.jpg

এরপরে আমরা আমাদের কাজটা শেষ হওয়ার পরে ভাবলাম কোথাও একটা ঘুরতে যাবো। তবে আশেপাশে ঘুরতে যাওয়ার মত খুব বেশি প্লেস নেই। তাই ভাবলাম পাশেই আমাদের ফেনীর রেলওয়ে স্টেশন রয়েছে। সেখানে একটু ঘুরতে যাই। কারণ আমাদের এখানে রেলওয়ে স্টেশন খুবই সুন্দর। এমনকি চারপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। বিশেষ করে ট্রেনের রাস্তাগুলোতে হাঁটতে খুবই ভালো লাগে। তো আমরা একটা রিকশা নিয়ে চলে গেলাম সেখানে। প্রথমেই ট্রেনের রাস্তায় নেমে পড়লাম হাঁটার জন্য।

এরপরে হাঁটতে শুরু করলাম। তবে আমাদের থেকেও বেশি খুশি হয়েছে আমাদের মেয়ে। সে তো নিচে নামানোর সাথে সাথেই বেশ আনন্দের সাথে হাঁটতে ছিল। আবার নিচে পাথরগুলো দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। পাথরের উপরে হেঁটে হেঁটে খুবই মজা নিচ্ছিল। আমার নিজেরও তখন হাতে খুবই ভালো লাগতেছিল। বিশেষ করে চারপাশের মনোমুত্বকর পরিবেশটাই সবথেকে বেশি ভালো লাগে। যদি আমাদের বাড়ি থেকে একটু কাছে হতো তাহলে মাঝেমধ্যেই আসতাম। তবে আমাদের বাড়ি থেকে অনেক দূরে। সেজন্য বেশি সুযোগ হয় না।

IMG-20241101-WA0006.jpg

IMG-20241101-WA0008.jpg

তবে একটা মজার ব্যাপার হলো কি, আমি হাঁটতে হাঁটতে নিচের পাথরের দিকে তাকিয়ে হাঁটতে ছিলাম। হঠাৎ করেই এটা খুব সুন্দর পাথর চোখে পড়ল। তো আর দেরি না করে পাথরটা হাতে নিয়ে নিলাম। দেখলাম পাথরের সেপটা খুবই সুন্দর। তো এই পাথরটা খুবই ছোট হলেও দেখতে সুন্দর ছিল তাই জন্য ভাবলাম এটা ব্যাগে নিয়ে ফেলি। তো পাথরটা দিয়ে কি করবো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো। এখানে এসেও একটা কাজ হয়ে গেল বলুন। আসলে যেখানেই যায় না কেন এই প্লাটফর্মের কাজ ছাড়া যেন কিছুই বুঝিনা।

IMG-20241101-WA0013.jpg

IMG-20241101-WA0004.jpg

তো আমরা সেখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর একটু বসে কথাও বললাম। আমার কাছেতো ভীষণ ভালো লেগেছে। সব মিলিয়ে বেশ ভালোই সময় কাটালাম। যেহেতু দুপুর হয়ে এসেছে তাই জন্য ভাবলাম এখানে আর বেশি সময় না থেকে যাওয়া যাক । কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে হালকা একটু নাস্তা করে নিলাম। এরপর কিন্তু আমরা আরও একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেই জায়গাটা আর মুহূর্ত আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করবো। আশা করি আজকের ঘোরাঘুরি করার মুহূর্ত আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারো আসবে নতুন কিছু নিয়ে।

IMG-20241101-WA0012.jpg

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 months ago 

আমাদের এলাকায় রেললাইন নেই। এজন্য ইচ্ছে থাকলে ঘুরতে যাওয়া সম্ভব হয় না আপু। আপনি দেখছি বেশী দারুন মুহূর্ত অতিবাহিত করেছেন রেল লাইনের পাশে। মাঝে মাঝে এমন প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে যাওয়ার মজা আলাদা।

 4 months ago 

আসলেই অনেক ভালো সময় অতিবাহিত করেছিলাম রেল লাইনে গিয়ে।

 4 months ago 

রেললাইন এলাকায় ঘুরতে বেশ ভালো লাগে।আমার কলেজে গেলে প্রায় রেললাইন দিয়ে হাটা হয়।আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো।সুন্দর একটি সময় কাটিয়েছেন,ধন্যবাদ।

 4 months ago 

আসলে এরকম এলাকাগুলোতে ঘুরতে অনেক ভালো লাগে।

 4 months ago 

আমার বাসার পাশেই রেললাইন রয়েছে। যদিও খুব একটা যাওয়া হয় না। তবে যখন ট্রেন যায় তখন জানালা দিয়ে দেখতে অনেক ভালো লাগে। আপু আপনি রেললাইনে ভ্রমণ করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 4 months ago 

আর আমাদের বাসার পাশে হলে তো আমরা প্রত্যেকদিন যেতাম।

 4 months ago 

এইরকম রেলস্টেশনে রেললাইন গুলোতে হাঁটতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে পাথরের উপরে হাঁটতে অনেক মজা লাগে আমার।আর এইরকম খোলামেলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশ,অনেক সুন্দর একটি সময় উপভোগ করছেন আপু।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আমি মনে করি রেল লাইনে হাঁটতে সবাই খুব ভালোবাসে।

 4 months ago 

রেললাইনে হাঁটতে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছিল। নাশিয়াও অনেক আনন্দের সাথে হাঁটাহাঁটি করেছিল, আর অনেক আনন্দ করেছিল। ওখানে থাকা কিছু কিছু পাথর অনেক বেশী সুন্দর ছিল। এরকম সুন্দর পরিবেশে সময় কাটাতে সত্যি ভালো লাগে।

 4 months ago 

আমার নিজের কাছেও ভালো লেগেছে রেললাইনে হাঁটতে। চেষ্টা করলাম মুহূর্তটা শেয়ার করার জন্য।

 4 months ago 

আপু আপনারা দেখতেছি জরুরী কাজ সেরে ফেনীতে রেললাইনে ঘুরতে গেলেন।ট্রেনের রাস্তাতে হাঁটতে অনেক ভালো লাগে কমবেশি সবার । তবে আপনি হাঁটতে হাঁটতে সুন্দর একটি পাথর পেলেন তা আবার নিয়ে নিলেন। আসলে আপু মাঝেমধ্যে কোথাও ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে এবং মনও ভালো হয়। যাইহোক রেললাইনে ঘুরতে যাওয়ার মুহূর্ত খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

ঘুরাঘুরি করলে মন অনেক ভালো থাকে।

 3 months ago 

রেললাইনে ঘুরতে গেলে সত্যিই অনেক ভালো লাগে। কারণ রেল লাইনের চারপাশে প্রকৃতি থাকে। তাছাড়া রেললাইন দিয়ে হাঁটতে খুবই আনন্দ লাগে। ট্রেন আসলে ট্রেনের আওয়াজ, সব মিলিয়ে খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার থাকে। আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67