ভ্রমণ : নদীর পাড়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

Abb 3 মার্চ 2025

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20250123_150354.jpg

হঠাৎ করেই চিন্তা করলাম আমরা বের হবো ঘোরাঘুরি করার জন্য। কিন্তু কোথায় যাব তা খুঁজে পাচ্ছিলাম না। বাবুটা আজ কয়েকদিন যাবত বলতেছে কোথাও যাওয়ার জন্য। বিশেষ করে এসে নদীর পাড়ে যেতে বেশি ভালোবাসে। তাইতো সাগর নিয়ে গান গায় সব সময়। আমি নিজেও কিন্তু সাগর বেশি পছন্দের। যার কারনে চেষ্টা করে আমি নিজেও প্রায় সময় নদী কিংবা সাগর দেখতে যাওয়ার জন্য।

20250123_150437.jpg

আমাদের আশেপাশে সাগর না থাকলেও নদী আছে অনেক। যার কারণে একেকবার একেক জায়গায় যাওয়ার চেষ্টা করি। তখন হঠাৎ করে এই দুপুরবেলা সোনিয়াকে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি। সে বলল কোথায়। বললাম আগে মোটরসাইকেল নিয়ে বের হয়ে তারপর চিন্তা করব কোথায় যাবো।

20250123_150443.jpg

এরপর যখন নাশিয়াকে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি। মেয়েটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। ঘুরাঘুরি করার কথা ভাবলেই অনেক ভালো লাগে তার। যার কারণে খুশি। তখন আমরা তিনজন রেডি হয়ে বের হয়ে গেলাম। তখনই হঠাৎ করে ভাবলাম চলো নদী দেখতে যাই।

20250123_150500.jpg

নদীর পাড়ে বসে বসে কিছুক্ষণ সময় কাটাবো। নদীর পাড়ে নাশিয়া দৌড়াদৌড়ি করবে। এগুলো চিন্তা করে আমরা নদীর পাড়ে গেলাম। কিন্তু সেখানে ঘটলো ভিন্ন। নাশিয়া দৌড়াদৌড়ি করার জায়গায়। শুধু কাঁদার মধ্যে হাঁটার চেষ্টা করে। যার কারণে আমাদের মাথা গরম হয়ে গিয়েছে। ময়লার মধ্যে হেঁটে তার জুতোগুলো নষ্ট করে ফেলতেছে।

20250123_150408.jpg

এরপর আমরা কিছুক্ষণ সেখানে ছবি তুললাম নদীর এরপর আমাদের কিছু ছবি তুলে সেখানে আড্ডা দিলাম। বিকেলটা যেন ভালই লেগেছিল। দেখলাম নদীর পাড় থেকেও অন্য পাড়ে মানুষ নৌকা নিয়ে যাতায়াত করতেছে। এছাড়াও নদীর আসেপাড়ার জায়গাটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।

20250123_150530.jpg

আমার বেশ ভালো লেগেছে। যার কারনে সেখানে অনেকটা সময় কাটিয়েছি। আশা করি আপনাদের সবার কাছে ও আমাদের আজকের এই ঘুরাঘুরির মুহূর্তটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আসলে ঘুরাঘুরি করতে পছন্দ করো না এমন মানুষ পাওয়া যায় না। যার কারণে আমরা সবাই এটি খুব পছন্দ করি।

20250123_150532.jpg

20250123_150537.jpg

20250123_150540.jpg

20250123_150608.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71❤️❤️। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 days ago 

1000246003.jpg

1000246005.jpg

 2 days ago 

ঠিক বলেছেন নদীর পারে ঘোরাঘুরির মজাই আলাদা। ঠিক যেমন আপনারা খুব সুন্দর এটি সময় কাটিয়েছেন। বিশেষ করে সনিয়া আপুর শেষে ছবিটা এবং নাশিয়া ছবিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো। এত সুন্দর ঘুরাঘুরি করতে গেলে পরবর্তীতে আমাদের কেউ নিয়ে যাবেন। তাহলে আমরাও একটু ঘুরতে পারবো।

 yesterday 

আমি তো অনেক পছন্দ করি নদীর পারে ঘুরতে। টাকা দিলে অবশ্যই নিয়ে যাব 🤪🤓।

 2 days ago 

ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। তাই মাঝেমধ্যে ছুটে যায় যে কোন স্থানে। আজকে আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে ভ্রমণ জাতীয় পোস্ট উপস্থাপন করেছেন। নদীর পাড়ে ভ্রমণ করার মজাই আলাদা। ভালো লাগলো ভাইয়া আপনার চমৎকার এই পোস্ট দেখে।

 yesterday 

ঠিক বলেছেন নদীর পারে এভাবে ভ্রমণ করার মজাটাই আলাদা।

 2 days ago 

নদীর পাড়ে ঘোরাঘুরির মজায় আলাদা। নদীর পাড়ে ঘুরতে গেলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আপনাদের ছবিগুলো দেখে মনে হচ্ছে আপনাদের ঘোরাঘুরি করে অনেক ভালো লেগেছে।যেন ছবিগুলো তারি প্রতিচ্ছবি।

 yesterday 

হ্যাঁ অনেক বেশি ভালো লেগেছিল ঘুরাঘুরি করে।

 2 days ago 

মাঝে মাঝে এমন জায়গায় ঘুরতে পারলে ভালোই লাগে। নাশিয়া মামনি বেশ উপভোগ করেছে। তবে কাদাঁয় হাটাহাটি করে জুতা নষ্ট করে দিয়েছে। বাচ্চা মানুষ কাদাঁ পেলে আরও বেশি খেলতে চাই। আপনাদের মুহূর্তটা পড়ে ভালো লাগলো।

 yesterday 

হ্যাঁ নাশিয়া অনেক ভালোভাবে উপভোগ করেছিল।

 yesterday 

নদীর পাড়ে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত গুলো দারুন ভাবে উপস্থাপন করেছেন। এরকম জায়গাগুলোতে গেলে ঘুরতে অনেক ভালো লাগে এবং দারুন সময় কাটানো যায়। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 yesterday 

সত্যি খুব সুন্দর সময় কাটানো যায়। যেমনটা আমরা কাটিয়েছিলাম।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 89027.86
ETH 2190.14
SBD 0.79