ভ্রমণ :- নদীতে জোয়ারের পানি দেখতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20250302_163817.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নদীতে শুয়ারের পানি দেখতে যাওয়ার মুহূর্ত। আপনারা হয়তো অনেকে জানেন আমাদের বাড়ির পাশে ছোট ফেনী নদীর শাখা আছে। আর ওই নদীটি মাঝেমধ্যে দেখতে যাই আমি। বর্ষার সময় আমাদের এদিকে মুছাপুর সুইস গেটের বান নষ্ট হয়ে গেল। এই কারণে নদী এলাকা এখন খুব বিপজ্জনক। বিশেষ করে সকাল বিকাল দুই সময় নদীতে জোয়ার আছে। আর নদীর পাশে বাড়িগুলো এমনিতে নষ্ট হয়ে গেছে এই কয়েক মাসে। যখন সুইজগেট নতুন করে বানানো হয়েছে ওই সময় অনেক পরিবার নদীর ধারে বাড়ি করল। আর নদীর ধারে বাড়ি করার কারণে পরিবেশ ও অসাধারণ ছিল। নদীর পাশে সরকারি গাছ রোপন করেছে। আর নদীর ধারে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। আর বর্ষার সময় যখন সুইচগেট নষ্ট হয়ে গেল। এখন এই এলাকা এবং নদী এলাকার জন্য খুব বিপজ্জনক।

তবে নদীতে অনেক মাছ পাওয়া যায় জোয়ারে পানির সাথে আসে। কিছুদিন ধরে শোনা যাচ্ছে নদীতে অনেক বড় করে জোয়ার আসতে লাগলো। তবে যে সময় নদীতে জোয়ার আসে ওই সময় শো শো শব্দ করে। আর নদীর সোদ এতই জোরে আসে যা বলে বোঝানো যাবে না। কিছুদিন আগে দুপুরবেলা আমি নদীর জোয়ার দেখতে গেলাম। সাথে দুইজন ভাতিজা গেল দেখার জন্য। যদিও তারা ছোট তারপরও দেখতে গেল আমার সাথে। তবে আমরা চর এলাকা দিয়ে নদী দেখতে গেলাম। আর আমি বাড়ি থেকে বাইর হয়ে একটি রিকশা নিয়ে নদীর ধারে গেলাম। তবে নদীর ধারে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। কারণ পানি এত বেড়েছে গাছগুলো পর্যন্ত পানিতে ডুবে গেল। আর ওই সময় নদীর পানি একদম থমথমে অবস্থা।

IMG_20250302_164135.jpg

IMG_20250302_164129.jpg

নদীর আশেপাশে গরু ছাগলগুলো মানুষ নিয়ে গেল বাড়িতে। কারণ নদীর পানি বেশি হলে অনেক সময় উপরের দিকে চলে আসে। নদীর উপরে জমিগুলোর মধ্যে এখন চাষবাস করা হয় না। কারণ নদীর পানির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যায়। নদীর এই পার থেকে ওই পার কিছুই দেখা যাচ্ছে না। শুধু পানি থৈথৈ আওয়াজ শোনা যাচ্ছে। আর ওই সময় নদীর পাশে কোন লোক ছিল না। মনে হচ্ছে নদী একদম শান্ত আমি মনে হয় ভুল করে নদীর ধারে গেলাম। আর এরকম নদীর পানি বেশি হলে অনেক সময় চিন্তাও লাগে। এই নদীর পানির কারণে নদীর পাড়ের রাস্তাগুলো নষ্ট হয়ে গেল। আগে নদীর পাড়ে রাস্তা দিয়ে এইপার থেকে ওপার মানুষ চলাফেরা করতো। আর এখন রাস্তাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারে না।

তবে নদীর ওই পারে সরকারি রাস্তাটি নষ্ট হয়ে গেল। আগে আমাদের এই এলাকার লোক ওই এলাকা যেত বিভিন্ন কাজে। এখন নদীর পানি ও কাদামাটির কারণে মানুষ এই রকম ওইপাশে যায় না। তবে এই পানিগুলোর সাথে নদীতে অনেক কাদামাটি আসে। আর অনেক মানুষের জায়গা সম্পত্তির নদীর মধ্যে ভেঙ্গে চলে গেল। আর নদীর এই কাদামাটি গুলো গায়ের সাথে লাগলে সহজে সাফাই করাও যায় না। কারণ নদীর পানি গুলোর মধ্যে অতিরিক্ত কাদা। আর কিছু মানুষ আছে নদীর মাটি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। নদীর পাড়ে মাটি গুলো বিক্রি করে কিছু মানুষ রাত্রেবেলা। তবে ঠিকমত বোঝা যায় না মাটিগুলো রাত্রে বেলা বিক্রি করে ফেলে। এবং এই লোকগুলোর হাত অনেক বড়। তবে দুই ভাতিজাকে নিয়ে নদীর ধারে দুপুরবেলা ঘুরতে গিয়ে ভালো লাগলো।

IMG_20250302_164112.jpg

IMG_20250302_164101.jpg

যদিও আমরা রমজানের আগে ঘুরতে গেলাম। ওই সময় আমি নদীর উপরে জমিগুলো কিছু ফটোগ্রাফি করে নিলাম। এবং নদীরও কিছু ফটোগ্রাফি করলাম। তবে মজার বিষয় হচ্ছে ভাতিজা দুইজনকে নাস্তা খাওয়ালাম। তারা দুই জন নাস্তার আবদার করেছে। তবে ছোট দুইজন ভাতিজাকে নিয়ে ঘুরতে গেলাম মোটামুটি ভালই লাগলো। তারা নদীর ধারে গিয়ে লাফালাফি শুরু করে দিল। যদিও আমি তাদেরকে নদীর ধারে একদম যেতে দিলাম না। কারণ এই নদীর পানিতে অনেক সময় কুমির আসে। আর আমাদের এই এলাকার লোক গুলো যেমন ভয়ে আছে তেমনি মাছ ধরা নিয়েও ব্যস্ত আছে। এই হচ্ছে নদীর ধারে জোয়ার দেখতে যাওয়ার মুহূর্ত। আশা করি আমার পোস্টটি দেখে আপনাদের ভালো লাগবে।

IMG_20250302_164055.jpg

IMG_20250302_164036.jpg

IMG_20250302_163918.jpg

IMG_20250302_163847.jpg

IMG_20250302_163835.jpg

IMG_20250302_163829.jpg

IMG_20250302_163813.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 86368.59
ETH 1898.99
USDT 1.00
SBD 0.71