ভ্রমণ :- ভাগিনাকে নিয়ে চর এলাহী ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ16 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20250314_172832.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভাগিনাকে নিয়ে চর এলাহী ঘুরতে যাওয়ার মুহূর্ত। তবে এই চর এলাহী জায়গাটিতে আমি কখনো ঘুরতে যাই নাই। আর এই জায়গাটি আমার জন্য একদম নতুন। তবে বিশেষ করে এ জায়গাটি চর এলাকা দেখত অনেক ভালো লাগে অনেকে বলেছে। যদিও এখন ওই জায়গাতে মোটামুটি বসবাস করে অনেক পরিবার। আর এই সিজনে মানুষ ধান চাষ করে ওই জায়গাতে। তবে জমিগুলো একটিও খালি নেই সব জমিতে ধান চাষ করেছে। আর বর্ষার সময় এই জায়গাগুলো সব সময় পানির নিচেই থাকে। কারণ এই জায়গাগুলোতে বর্ষার সময় কোন চাষবাস করা হয় না। এই কারণে এই সিজনে মানুষ ধান চাষ করে জমির মধ্যে।

কিছুদিন আগে রমজানের সময় আমি আমার ভাগিনাকে নিয়ে ঘুরতে বাইর হলাম। আমার ছোট বোনের একমাত্র ছেলে। তার নাম হচ্ছে তালহা। আর সেই কোথাও ঘুরতে গেলে অনেক খুশি হয়। এবং কারো সাথে ঘুরার লোকও নেই বাড়িতে তার। তার বাবা বিদেশ থাকে এই কারণে একলা কোথাও যেতে দেয় না তার মা। আর আমি বিদেশ থেকে আসার পর থেকে প্রায়ই সময় বলে কোথাও ঘুরতে গেলে মামা আমাকে নিয়ে যাইয়েন। আমি আপনার সাথে ঘুরতে যাব। যদিও আমারও সময় হয় না তাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। কিছুদিন আগে দুপুরবেলা যখন আমি সিদ্ধান্ত করলাম ঘুরতে যাব কোন জায়গাতে। তখন আমার ছোট ভাইকে বললাম। তারও কিছু কাজ ছিল। এই কারণে আমি ছোট ভাই এবং ভাগিনাকে নিয়ে যাব ঠিক করলাম।

IMG_20250314_172846.jpg

IMG_20250314_172843.jpg

এরপর তাদের বাড়িতে কল করে বললাম আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য। সাথে সাথে ভাগিনা এবং আমার ছোট বোন রাজি হয়ে গেল তাড়াতাড়ি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমি বাড়ি থেকে বাইর হয়ে তাদের বাড়িতে গিয়ে তাকে নিয়ে নিলাম। যদিও আমার সাথে আমার ছোট ভাই গেল ঘুরতে। এরপর আমরা পিসিএনজি করে চর এলাহীর জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও এই এলাকাটা আমাদের বাড়ি থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে। আর এই জায়গাটা আমি কখনো যাই নাই। আমার ছোট ভাই কয়েকবার গেল ওই জায়গাতে। এই কারণে জায়গাটি আমার কাছে একদম নতুন। তবে সর এলাহী এই জায়গার মধ্যে একটি ইটের বাট ও আছে।

যদিও ইটের বাটাটি মাটি দিয়ে অনেক উপরে বরাট করে রেখেছে। তবে আমার কাছে এ জায়গা ঘুরতে গিয়ে এত বেশি ভালো লাগলো যা বলে বোঝানো যাবে না। কারণ যতদূর চোখ গেল দেখি সব জমিতে ধান চাষ করা হয়েছে। আর সবুজ শ্যামলা পরিবেশ দেখে তো আমার অনেক ভালো লাগলো। আর আমার বাগিনা তালাহা অনেক খুশি হয়েছে। তবে যে সময় আমি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে লাগলাম। তখন আমার ছোট ভাই দূরে একটি দোকানে গেল ইফতার নিয়ে আসার জন্য। কারন আমরা ইফতারের সময় ওই জায়গাতে থাকবো। এই কারণে সাথে ছোট ভাইয়ের ফটো নেই। তবে আমার ভাগিনা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলো। কারণ আমাদের এলাকাতে এইরকম ধান চাষ করা হয় না এই সময়।

IMG_20250314_172810.jpg

IMG_20250314_172805.jpg

এবং চর এলাহী জায়গাটিতে মানুষ গরু এবং ছাগলের পারাম করে। এবং সময় নিয়ে এসব জায়গাতে ঘুরতে গেলে মন ভাল হয়ে যাবে। আর ওই জায়গাতে বাড়িগুলো দূরদূরান্ত তে আছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগলো আমার ভাগিনা তালহা অনেক খুশি হয়েছে। আর এসব জায়গাতে যে ঘুরতে যাবে সেই মুগ্ধ হয়ে যাবে। ওই সময় আমি ঘুরে ঘুরে কিছু ফটোগ্রাফি করেছিলাম আমার এবং আমার ভাগিনা। এরপর আমার ছোট ভাই যখন ইফতারি নিয়ে আসলো ইফতারি গুলো রেডি করে খেয়ে নিলাম। তারপর আমরা যেই সিএনজি করে গেলাম ওই সিএনজি করে আবার চলে আসলাম। মূলত ছোট ভাইয়ের কারণে চর এলাহী জায়গাতে ঘুরতে যাওয়া হল। কারন আমার ছোট ভাই বাড়িতে থাকে না। হঠাৎ করে বাড়িতে আসলো তাই আমি ছোট ভাই এবং ভাগিনা একসাথে ঘুরতে গেলাম। আশা করি আমার পোস্টটি পড়ে কথা অনেক ভালো লাগবে।

IMG_20250314_172710.jpg

IMG_20250314_172701.jpg

IMG_20250314_172649.jpg

IMG_20250314_172602.jpg

IMG_20250314_172547.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 16 days ago 

Screenshot_20250317_133257_com.android.chrome.jpg

Screenshot_20250317_132926_com.twitter.android.jpg

 16 days ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই।চর এলাকা আসলে অনেকটা গ্রামীন সবুজের সমারহ।দেখলে জুরিয়ে যায়।

 14 days ago 

জায়গাটি এমনিতে দেখতে সুন্দর। ভালো থাকবেন।

 16 days ago 

ভাগিনা কে নিয়ে চর এলাহীতে ঘুরতে যাওয়ার গল্প করলাম। বেশ ভালো লাগলো। আসলে মামা বাইরে থাকলে ভাগনা ভাগ্নি এদের সবাই আশা বেড়ে যায়।সাথে পায় না তো তাই। তালাহার আনন্দ যে আপিনার মনেও আনন্দের ছাপ রেখে গেছে সেটাই আনন্দের৷ আর আপনাদের ঘুরতে ঘুরতে আপনার ছোট ভাই ইফতার কিনে নিয়ে চলে এলো মানেই সময়ের অপব্যবহার সে করে নাই।

তালাহার আনন্দিত মুখখানা কল্পনাকরে খুবই আনন্দিত লাগছে।

 14 days ago 

আসলে মামারা থাকলে ভাগিনারা ঘুরতে একটু পছন্দ করে। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 16 days ago 

ভাগিনাকে নিয়ে চর এলাহীতে ঘুরতে যাওয়ার গল্পটা সত্যিই দারুণ লাগলো! আপনাদের মুহূর্তগুলোতে যে ভালোবাসা আর আনন্দ ছিল, তা যেন লেখার মধ্যেই ফুটে উঠেছে। বিশেষ করে তালাহার উচ্ছ্বাস আর ছোট ভাইয়ের দায়িত্বশীলতা সব মিলিয়ে এক সুন্দর পারিবারিক মুহূর্ত। এমন ভালোবাসাময় সময়গুলোই তো স্মৃতির খাতায় উজ্জ্বল হয়ে থাকে। ধন্যবাদ বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 14 days ago 

আসলে চেষ্টা করি মাঝে মধ্যে ঘুরতে যেতে। ভাগিনা এবং ভাইকে নিয়ে ভালোই সময় কাটিয়েছি ঐদিন।

 15 days ago 

মাঝেমধ্যে এভাবে বাহিরে গিয়ে ঘুরাঘুরি করলে অনেক ভালো লাগে। আপনার ভাগিনা দেখছি ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসে। আপনার ভাগিনা আপনার ভাই সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন দেখে ভালো লাগলো। সবুজ শ্যামল প্রকৃতি দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। এই জায়গাটাতে যাওয়ার পর আপনার ভাগিনা অনেক খুশি হয়েছে তা দেখেই বুঝতে পারছি।

 14 days ago 

ঠিক বলেছেন মাঝেমধ্যে এভাবে বাইরে গিয়ে ঘুরাঘুরি করলে অনেক ভালো লাগে। আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 15 days ago 

চর এলাকাগুলো এমনিতে চমৎকার। আপনি দেখছি তালহা এবং ছোট ভাইকে নিয়ে চর এলাহী গ্রামে ঘুরতে গেলেন। আসলে এসব জায়গাতে গেলে ফসলের মাঠ প্রকৃতির সৌন্দর্য দেখলে এমনিতে ভালো লাগে। এবং আপনাদের ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে ভালো সময় কাটিয়েছেন। যাইহোক পোস্টটি সুন্দর করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

একদম ঠিক বলেছেন চর এলাকাগুলো এমনিতে চমৎকার লাগে দেখতে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য গুলো মানুষকে মুগ্ধ করে।

 15 days ago 

চর এলাহী জায়গাটা অনেক সুন্দর। নিভলু ভাই চর এলাহী ঘুরতে গিয়ে পোস্ট শেয়ার করেছিলেন কয়েক মাস আগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে ভাই। সবুজ প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর মজাই আলাদা। আপনারা সেখানে গিয়ে দারুণ সময় কাটিয়েছেন। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

আসলে এইসব জায়গাতে ঘুরতে গেলে মন ভাল হয়ে যায়। আমাদের নিভলু ভাইয়ের পোস্টে আমি নিজেও দেখেছি পোস্টটি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 86891.46
ETH 1913.31
USDT 1.00
SBD 0.70