পাইকারি সবজি বাজারের কিছু মুহুর্ত। shy-fox 10%
হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার, আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আজ অনেকদিন পর পাইকারি বাজারে বাজার করতে গেয়েছিলাম। আমি আর @rituamin ভাবি মিলে বাজারে গিয়েছিলাম।বাসা থেকে বাজার করার উদ্দেশ্যে বের হইনি বাইরের যাওয়ার অন্য একটা কারন ছিল। এক বাসায় বাচ্চাদের শীতের কাপড় বিক্রি করে সেখানে উদ্দেশ্য করে বের হয়েছিলাম, প্রথমে সেই বাসায় যাই কাপড় কিনতে কিন্তু দুঃখের বিষয় কোন কাপড় ছিল না সব বিক্রি হয়ে গেছে তাই কি আর করা ওখান থেকে সোজা পাইকারি বাজারে যাই বাজার করতে।
ভাবি আর আমি দুজনে ভাবলাম আসছি যখন তাহলে কিছু সবজি বাজার করে নিয়েই বাসায় যাই তাহলে আর কয়দিন বাসা থেকে বের না হলেও চলবে। আমাদের এখানে পাইকারি বাজারে সপ্তাহে দুইদিন
শনিবার ও মঙ্গলবার হাট বসে সব সবজি খুব কম দামে পাওয়া যায়। আজকে যদিওবা হাটের দিন ছিল না। ওখানে সবসময়ই সব ধরনের সবজি পাওয়া যায়। হাটের দিনে সব টাটকা সবজি পাওয়া যায়।
এলাকার কৃষকেরা জমি থেকে সবজি তুলে নিয়ে হাটে আসে। সবকিছু অনেক ফ্রেশ ও টাটকা সবজি আর দামেও অনেক কম থাকে আর অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সহজে পঁচে না তার কারন হলো সবজিতে কোন প্রকার জল দেওয়া থাকেনা।
গত পরশুদিন বাজারে গেছিলাম সব সবজির দাম মোটামুটি ভালোই ছিল অথচ পাইকারি বাজারে সব সবজি বাজারের তুলনায় অর্ধেক দাম।বাজারে বেগুনের দাম ৩০ টাকা কেজি আজ ৫ কেজি বেগুন কিনলাম ৬০ টাকা দিয়ে, তাহলে ১ কেজি বেগুনের দাম পড়লো ১২ টাকা।
ফুলকপি কিনলাম ৫ কেজি ৫০ টাকা দিয়ে যা বাজার এখনো ২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। নতুন লাল পাকরি আলু বাজারে ৫০ টাকা কেজি আর এখানে ৫ কেজি ১৮০ টাকা দিয়ে কিনলাম।
নতুন পেঁয়াজ ১৫০ টাকা দিয়ে ৫ কেজি নিলাম।
আর মুলার কথা কি আর বলবো একেবারে জলের দামে মুলা বিক্রি হচ্ছে, প্রতি কেজি মাত্র পাঁচ টাকা করে।মুলা স্তুপ করে রাখছে এবং অনেক লোক সেগুলো কে বস্তাবন্দি করছে ঢাকায় পাঠানোর জন্য। একজন বৃদ্ধ চাচা মুলার বস্তা সেলাই করছে দেখে বললাম চাচা আপনার একটা ছবি তুলি তখন চাচা হাসি দিয়ে বললো তোলেন চাচার সুন্দর হাসি মুখের একটা ছবি তুলে নিলাম।
চাচার ছবি তোলা দেখে পাশে থেকে আরেক লাল গেঞ্জি পড়া চাচা বলে উঠলে তাহলে আমারও একটা ছবি তোলেন আমিও সাথে সাথে চাচার ছবি তুললাম।
দুই চাচার ছবি তোলা দেখে পাশে নীল গেঞ্জি পড়া এক ভাইয়া বললেন আপা আমার ছবি তুলবেন না? আমি বললাম কেন নয়, ভাইয়া খুব হাসি দিয়ে ছবি তোলার জন্য পোজ দিলেন আমিও সাথে সাথে তার একখানা ছবি তুলে নিলাম। পাশে থেকে একজন বলতেছে আপা এই ছবি গুলো কোন চ্যানেলে দিবেন? আমি তো হাসতে হাসতে বললাম ভাইয়া এগুলো আমি আমার চ্যানেলে দিবো 😄আরেকজন আবার বলতেছে আরে বুঝিস না আপা ফেসবুকে দিবে সবমিলিয়ে আমি খুব হাসলাম সাথে ওনারাও।
বাজার করে নিয়ে ভাবি আর আমি বাসায় আসলাম তারপর সবকিছু বের করে দুজনে ভাগ করে নিলাম ৫ কেজি করে নিয়েছি সেগুলো আমরা দুজনে আড়াই কেজি করে ভাগ করে নিলাম।
সবমিলিয়ে অনেক ভালো লেগেছে আজকের বাজার করার মুহুর্ত গুলো, সেই সাথে অনেক টাকাও সাশ্রয় হয়েছে।
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন সময়ে অন্য কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
পাইকারি খুচরা বাজারে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে আপনাদের ঐ দিকে পাইকারি বিক্রি হওয়াতে শাকসবজি কিছুটা কম দামে পেয়ে থাকেন। আমাদের এই দিকে কিন্তু সবজির অনেক দাম । বয়স্ক লোকটির হাসি মুখ দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
হ্যাঁ ভাইয়া আমাদের এলাকায় শাক সবজির দাম মোটামুটি কমই আছে। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন অনেক কম দামে পাওয়া যায়। আসলেই বয়স্ক চাচার হাসি মুখটা দেখে আমারও খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
বাচ্চাদের জন্য জামা কিনতে গিয়ে পেলেন না জেনে খারাপ লাগলো। হয়তো চাহিদা বেশি ছিল তাই তো তাড়াতাড়ি বিক্রি হয়ে গিয়েছে। আজকাল অনেকেই বাসায় কাপড়ের ব্যবসা করছে। যাই হোক আপু কাঁচাবাজারে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছেন দেখে ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু এখন শীতের পোশাকের অনেক চাহিদা তাই আনার সাথে সাথেই সব বিক্রি হয়ে যাচ্ছে। জ্বি আপু কাঁচাবাজারে গিয়ে অনেক কিছু প্রয়োজনীয় জিনিস খুব কম দামেই কিনেছি। ধন্যবাদ আপু।
আমিও যখন ঢাকাতে থাকতাম কারওয়ান বাজার থেকে পাইকারি ভাবে জিনিস কিনতাম। আসলে খুচরা বাজারে থেকে পাইকারি বাজারে অনেক সাশ্রয়ী মূল্যে জিনিস কিনতে পাওয়া যায়। দুটো বাজারের মধ্যে মূল্যের কতটা পার্থক্য হয় তা আপনি পোষ্টের মধ্যেই বর্ণনা করে দিয়েছেন।
সবজি আমার দেখলে খুব কিনতে ইচ্ছে করে।। আর একসাথে এত এত দেখলে আমি মনে হয় সব কিনেই নিয়ে আসতাম।😂 আমি কখনও এমন বাজারে যাওয়ার বা দেখার সুযোগ পাইনি, যেদিন পাব সেদিন সব নিয়ে আসব। 😄 অনেক ভাল লাগলো আপনার কেনাকাটা দেখে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু কাঁচাবাজারে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছেন দেখে বেশ ভালো লাগলো।আর বাজারে গেলে আমার কাছে সবজি কিনতে মন চায় একটু বেশি। কারণ সবজি আমি বেশি খেয়ে থাকি এই জন্য সবজি প্রতি আলাদা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে সুন্দর একটা মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।
আপু বাহ আপনাদের পাইকারি বাজার থেকে বেশ ভালো বাজার করেছেন। আসল পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের বেশ অমিল থাকে। আপনার পোস্টে দেখে আমার মনে হচ্ছে আমারও পাইকারি বাজার থেকে বাজার করা উচিত। কারণ এত সস্তা দাম পেলে কে ছাড়ে।