ভ্রমণ পোস্ট :- প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুন্দর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। তাই আমি আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আজকে প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব।

IMG-20250402-WA0033.jpg

ঈদের পরের দিন আমরা রকি ভাইয়াদের বাড়িতে বেড়াতে এসেছিলাম। ঘুরাঘুরি করতে আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। তাই আমি সব সময় যেখানে যাই কোথাও না কোথাও ঘুরতে যেতে পছন্দ। বিশেষ করে গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ চারপাশে সবুজ শ্যামল গাছপালা সব কিছুই সুন্দরভাবে উপভোগ করা যায়। তাই আমরা যখন ঈদের পরের দিন সকালবেলা রকি ভাইয়াদের বাড়িতে এসেছিলাম। তখন কিছুক্ষণ বাড়িতে বসে নাস্তা করে সবার সাথে গল্প করলাম।

আর সবার থেকে এক এক করে সালামি নিতে শুরু করলাম। আমার কিন্তু দু ডাবল লাভ হচ্ছিল। কারণ আমি নিজেও সালামি পেয়েছিলাম সাথে আমার মেয়েও সালামি পেয়েছিল। তাই এক দিকে আমি দু দিক থেকে টাকা পেয়েছিলাম। তারপর এভাবেই সবার সাথে কিছুক্ষণ বসে আনন্দ করলাম। তারপর আমার হাজব্যান্ড আর রকি ভাইয়া বলল বাইরে একটু ঘুরতে যাবে। তাদের বাড়ির পাশের প্রাকৃতিক পরিবেশগুলো আমার কাছে কিন্তু এমনিতেও ভীষণ ভালো লাগে। তাই আমার মেয়ে এবং নাশিয়াকে নিয়েও আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম।

IMG_20250401_112330.jpg

IMG_20250401_112508.jpg

এভাবে ঘুরতে ঘুরতে যাওয়ার সময় আমরাই চারপাশের প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করতে লাগলাম। চারপাশে সৌন্দর্যগুলো গ্রামে আসলে দেখা যায়। সৌন্দর্যের কোন শেষ নেই। তাই যেদিকেই তাকাই সেদিকেই শুধু সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখি। রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে একটি জায়গায় গিয়ে পৌঁছালাম। সেখানে গাছের ছায়া এবং চারপাশের ধান ক্ষেতের প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগলো। আমরা কিছুক্ষণ ওখানে বসে দোকান থেকে পাশের দোকান থেকে পানি এবং ঠান্ডা কিনে নিলাম।

কারণ সবার হাঁটতে হাঁটতে অবস্থায় একেবারে খারাপ হচ্ছিল। কারণ আজ কয়দিন প্রচুর গরম পড়েছে। গরমে এবং ঠাণ্ডায় সবাই অসুস্থ হয়ে পড়তেছে। তাই আমরা সবাই কিছুক্ষণ গাছের ছায়ায় রেস্ট নিয়ে পানি এবং ঠান্ডা খেলাম। আমার কাছে কিন্তু গরমে ঠান্ডা পানি খেতে ভীষণ ভালো লাগে। গরম আমার একেবারে সহ্য হয় না। তারপর গাছের ছায়ার পাশে বড় বড় কিছু ধান ক্ষেত ছিল। তাই আমার আর আমার হাজবেন্ডের কিছু ছবি রকি ভাইয়া বলল তোদেরকে তুলে দিই। তাই আমরাও আর কিছু না বলে ধান ক্ষেতের পাশে গিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করলাম।

IMG-20250402-WA0023.jpg

IMG_20250401_112712.jpg

আসলে কোথাও ঘুরতে গেলে কিছু ছবি তুলে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তাই আমি নিজেও আমার ফোন দিয়ে আমার মেয়ের কিছু ছবি তুলে নিলাম। সবাই কিন্তু গরমে এবং খোলা বাতাসে বেশ মজা করলাম। যেমন রোদ ছিল ঠিক তেমনি বাতাস ছিল। চারপাশে গাছের বাতাস এবং সুন্দর একটি প্রাকৃতিক মুহূর্ত উপভোগ করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। আমি এর আগেও কোথাও গেলে এরকম প্রাকৃতিক মুহূর্তগুলো উপভোগ করার চেষ্টা করি। কারণ খাওয়া-দাওয়া থেকেও ঘুরাঘুরির মুহূর্তগুলো মন অনেকটাই ফ্রেশ রাখে।

সেজন্য আমি সব সময় নিজের মন ভালো রাখার জন্য ঘুরাঘুরি করার চেষ্টা করি। এভাবে সময় কাটালে সবারই কাছে ভীষণ ভালো লাগে। তাই এই সুন্দর মুহূর্তের সুন্দর কিছু ছবি এবং কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই সুন্দর মুহূর্তের প্রাকৃতিক পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250401_112422.jpg

IMG_20250401_104153.jpg

IMG_20250401_112620.jpg

IMG_20250401_112300.jpg

IMG_20250401_112256.jpg

IMG-20250402-WA0003.jpg

IMG-20250402-WA0022.jpg

IMG-20250402-WA0031.jpg

IMG_20250401_111713.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 8 days ago 

ঠিক বলেছেন আপু আমরা কোথাও ঘুরতে গেলে সুন্দর মুহূর্তগুলো এখানে পোস্টের মাধ্যমে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আপনারা ঈদের পরের দিন রকি ভাইয়াদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগছে। সেখানে গিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। খুব সুন্দরভাবে শেয়ার করেছেন ধন্যবাদ।

 8 days ago 

ঈদের মধ্যে সালামি দেওয়া নেওয়াতে অন্যরকম একটা আনন্দ রয়েছে। আপনি এবং আপনার মেয়ে সালামী পেয়েছেন শুনে ভালো লাগলো। বেশ ভালো লাগলো আপনাদের কাটানো মুহূর্ত দেখে। সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটাতে আসলেই ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 8 days ago 

মাঝে মাঝে এরকম পরিবেশে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনারা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে গেলেন পরিবারের সবাই মিলে। মুহূর্তটি দেখে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনার মত আমারও গ্রামের পরিবেশে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আর আমার সেই সব আত্মীয় বাড়িতে যেতে খুব ভালো লাগে যাদের বাড়ি একটু গ্রামের দিকে। আপনার মত আমিও কোন আত্মীয় বাড়ি গেলে প্রাকৃতিক পরিবেশ ঘুরতে চেষ্টা করি। তবে আমার খুব একটা ছবি তোলা হয় না। আমি ছবি না তুলে পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করি। অনেক সুন্দর লাগলো আপনার পোস্টটি ধন্যবাদ।।

 8 days ago 

ঠিক বলেছ ওইদিন ঘুরতে ভীষণ ভালো লাগলো। আমার নিজের কাছেও চারপাশে ঘুরে ঘুরে করতে অনেক ভালো লাগে। আমরা সবাই ঘুরাঘুরির পাশাপাশি কিছু ভালো ছবি তোলে ছিলাম। প্রত্যেকটি ছবি এবং ঘুরাঘুরি সুন্দর মুহূর্ত আমার কাছে ভালই লাগলো। সব মিলিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ সুন্দর উপভোগ করলাম। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 81632.07
ETH 1591.10
USDT 1.00
SBD 0.79