ভ্রমণঃ নাটোরের গ্রীন ভ্যালি পার্ক ভ্রমণ পর্ব-৪

in আমার বাংলা ব্লগ5 months ago

IMG_20241027_021752.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় ভ্রমন করে যেন আমার মনের অবস্থা ঠিক থাকে। সত্য কথা বলতে মনকে প্রশান্ত করার জন্য ঘোরাঘুরি করাটা খুবই জরুরী। এজন্য আমি মাঝে মাঝেই আপনাদের আপুকে সাথে করে প্রার্থনা কোথাও ঘুরতে বের হয়ে যায়। আমাদের দুজনেরই ঘুরতে খুবই ভালো লাগে তাই তো বিষয়টা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। আজ থেকে বেশ কিছুদিন আগে আমরা নাটোরের গ্রীন ভ্যালি পার্ক ভ্রমন করেছিলাম। এই ভ্রমণের কয়েকটা পোস্ট ইতিমধ্যেই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আজকে আমি সেই ভ্রমণের আরো একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হলাম।

IMG_20241027_021951.jpg

IMG_20241027_021853.jpg

আমরা যখন কোন পার্কের মধ্যে ভ্রমণ করি সেখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে সেটা হচ্ছে স্পিডবোর্ড। এই স্পিড বোর্ড চলার জন্য খুবই সুন্দর কিছু জায়গা পার্কের মধ্যে তৈরি করা হয়ে থাকে। বর্তমান সময়ে সবগুলো পার্কেই এই ধরনের স্পিডবোর্ড রাখা হচ্ছে যেন দর্শনার্থীরা খুবই ভালোভাবে আকর্ষিত হয়। আসলে এখানে মানুষ একই সাথে দুইটা জিনিস দেখে আকর্ষিত হয় সেটা হচ্ছে স্পিডবোর্ড এর গতি আর সেই জায়গাটা সৌন্দর্য।

IMG_20241027_021819.jpg

IMG_20241027_021330.jpg

আপনাদের আপু এই জায়গাটা অনেক বেশি পছন্দ করেছিল তাই সে চাচ্ছিল বিভিন্ন জায়গায় অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করতে। আমিও তার অনেকগুলো ফটোগ্রাফি এই ধারণ করে দিয়েছিলাম। এই ভ্রমণে আমরা দুজনে যে কতগুলো ফটোগ্রাফি ধারণ করেছিলেন সেটা গুনে শেষ করাটাই কঠিন ব্যাপার। আসলে জায়গাটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা জায়গাতেই একটি করে ফটোগ্রাফি ধারণ করা হয়ে যাচ্ছিল।

IMG_20241027_021545.jpg

আমরা ফটোগ্রাফি ধারণ করার কাজ শেষ করে একটু সামনে এগোতেই কুমড়োর কোন একটা জিনিস দেখতে পেলাম সেটা দেখে প্রথমে আমরা কিছুটা অবাক হয়েছিলাম। যখনই আমরা সেটার আশেপাশে গেলাম তখন দেখতে পেলাম এটা আসলে একটা কুমড়োর আকৃতিতে তৈরি করা টিকিট কাউন্টার। এর পাশেই সুন্দর একটা দিঘী রয়েছে যেখানে বিভিন্ন রাইড রাখা আছে আর এই রাইটগুলোর টিকিট কাউন্টার ছিল এই কুমড়ো।

IMG_20241027_021303.jpg

আমরা লক্ষ্য করলাম সকলেই সেই কুমড়োর মধ্য থেকে টিকিট ক্রয় করছে রাইড এর আনন্দ উপভোগ করার জন্য। সেখান থেকে আমরা দুজনে দুইটা টিকিট গ্রহণ করেছিলাম এবং পানির মধ্যকার এই রাইড এ উঠেছিলাম। আপনারা যারা এই জায়গাটা ভ্রমণ করেছেন তারা হয়তো বা এই আনন্দটা উপভোগ করতে পেরেছেন। আর যারা আজ পর্যন্ত এই জায়গাটা ভ্রমণ করেননি তাদের কাছে আমার একটাই পরামর্শ থাকবে আপনারা এই জায়গাটা একবার ভ্রমণ করে দেখুন আশা করি আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আজকে আর আমি বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন করে একটা পোস্ট এর মধ্য দিয়ে।

পোস্ট বিবরণ
শ্রেণীগ্রিন ভ্যালি পার্ক ভ্রমণ
ক্যামেরারিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল
পোস্ট তৈরি@mostafezur001
লোকেশননাটোর
W3Whttps://w3w.co/detestable.shimmy.concussion

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আমরা ইতোমধ্যে আপনার মাধ্যমে নাটোরের গ্রীন ভ্যালি পার্ক ভ্রমণের বেশ কয়েকটি পর্ব দেখতে পারছি। আপনি আজকে আমাদের নতুন একটি পর্ব আমাদের মাঝে খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন।এই পর্বের মধ্যে আপনি নাটোরের গ্রীন ভ্যালি পার্কের বেশ কিছু জনপ্রিয় জায়গা তুলে ধরেছেন। দেখে বেশ ভালো লাগলো।

 5 months ago 

জায়গাটা আসলেই অনেক সুন্দর তাই তো আপনাদের মাঝে শেয়ার করেছি।

 5 months ago 

নাটোর মানেই প্রথম যার কথা মনে পড়ে সে হলো বনলতা সেন। জীবনানন্দ দাশের অমর সৃষ্টি। যাই হোক, আপনার গ্রিন ভ্যালি পার্ক ভ্রমণ এক অন্যরকম অভিজ্ঞতা ছিল বুঝতে পারছি। সব থেকে ভালো লাগলো কুমড়োর আকারে টিকিট কাউন্টার। পার্কের ভিতরের মডেল গুলো ভীষণ সুন্দর। এমন সুন্দর পার্কে সকলে মিলে কিছুক্ষণ কাটাতে ভীষণ ভালো লাগে। এই পার্কে ঘোরার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

বনলতা সেনের সেই কথাটা আপনার এই কমেন্টের মাধ্যমে মনে পড়ে গেল ভাই।

 5 months ago 

নাটোরের এই গ্রীন ভ্যালি পার্ক সারাদেশব্যাপী সুপরিচিত। আমরা ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে বেশ অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। অনেক অনেক ভালো লাগে এই স্থানের সুন্দর্য মনে পড়লে এবং মোবাইলের গ্যালারিতে দেখলে। আমিও চেষ্টা করবো খুব শীঘ্রই এই পার্ক ভ্রমণ শেয়ার করতে।

 5 months ago 

আসলে এই জায়গাটা সকলেরই খুবই পরিচিত একটা জায়গা।

 5 months ago 

আমার বন্ধুরা নাটোর গ্রীণ ভ‍্যালি পার্কে ঘুরতে গিয়েছিল ওদের ছবি দেখেছিলাম। যদিও আমার যাওয়া হয়নি। আপনার পোস্ট টা দেখে বেশ কিছু জানতে পারলাম। আর গ্রীণ ভ‍্যালি পার্কটা তো বেশ সুন্দর এবং সাজানো গোছানো। ভালো ছিল আপনার পোস্ট টা।

 5 months ago 

জায়গাটা একবার ভ্রমন করে দেখতে পারেন আশা করি এটা আপনার কাছে খুবই ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 81632.07
ETH 1591.10
USDT 1.00
SBD 0.79