ঢাকা সাভার বিশমাইল থেকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ

in আমার বাংলা ব্লগyesterday


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ রাতে পরিকল্পনা করেছিলাম ঘুম থেকে উঠেই দীর্ঘ জায়গা ভ্রমণ করব। বর্তমানে অবস্থান করছি ঢাকা জাহাঙ্গীরনগরের বিশমাইল এরিয়ার পান ধোঁয়া বাজারের কবরস্থান এরিয়ায়। আব্বুর অসুস্থতার জন্য এখানে খালাম্মাদের বাসায় অবস্থান করছি। তাই আজকের সকালে বেশ অনেক জায়গা ভ্রমণ করেছি। চেষ্টা করব তার কিছু অংশ আপনাদের মাঝে উপস্থাপন করার।

IMG_20250304_081111_632.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


ফটোগ্রাফি সমূহ:


সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। এরপর ভেবে দেখলাম হাটাহাটি করাটা বেশ জরুরি। রক্তের সুগারের পরিমাণটা বেড়ে চলেছে। তাই একটানা ঘরের মধ্যে থাকাটা বোকামি ছাড়া কিছুই নয়। ভেবে দেখলাম যদি ঘোরাঘুরি করতে পারি একদিকে নিজের শারীরিক ব্যায়াম হয়ে যাবে আর একদিকে অনেক কিছু উপভোগ করতে পারবো অচেনা জায়গার। তাই প্রথমে ফ্রেশ হয়ে খালাম্মাদের বাসার কয়েকটা জায়গায় ফটোগ্রাফি করলাম এবং চ্যাটিং করলাম ফ্রেন্ডের সাথে। এর পরে বের হয়ে পড়লাম পান ধোঁয়া গ্রামের কবর স্থানের দিকে। পান ধোঁয়া বাজার থেকে কবরস্থান কিছুটা দক্ষিণ পশ্চিম সাইডে। আর এরপরে রয়েছে বেশ বিল যুক্ত এরিয়া। গ্রামের গলি রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকলাম। গ্রামের গলির রাস্তা এতটাই চিকন যে রাস্তার পাশ দিয়ে মানুষের ঘরবাড়ি। কয়েকটা বিষয় আমি দেখে আশ্চর্য হয়ে যায়। পান ধোঁয়া গ্রামের ঘর বাড়ি গুলো বেশিরভাগ ফাটা। একদিকে রাস্তা ঘরবাড়ি অনেকটা উচু ভিটামাটি। আরেকদিকে মাটি এতটাই নিচু যে দেখলে অবাক হওয়া যাবে। তার পাশে রয়েছে গোকুলনগর নামের গ্রাম। সেই গ্রামটার মাটি এতটা উচু নিচু নয়। এজন্য এই গ্রামের গলির রাস্তাগুলো দেখতে উঁচু নিচু। মধ্যবিত্ত নরমাল ঘরবাড়ির বেশিরভাগ ফেটে যায়।

IMG_20250304_090946_589.jpg

IMG_20250304_091327_584.jpg

IMG_20250304_080738_700.jpg

IMG_20250304_080900_228.jpg

IMG_20250304_080819_422.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


আমি এখানে একটা জিনিস বেশি লক্ষ্য করে দেখলাম, এখানে টিন দিয়ে তৈরি করা ঘরবাড়ির সংখ্যা সবচেয়ে বেশি। মাটির নিচ থেকে পুতা বুক পর্যন্ত উঁচু করা। এরপর টিন দিয়ে খুব সুন্দর ভাবে ঘর গুলো নিয়মিত। খেয়াল করে দেখলাম বিভিন্ন আইটেমের ঘর রয়েছে এখানে। কম খরচ থেকে শুরু করে ব্যয় বহুল খরচের ঘর রয়েছে টিন দিয়ে তৈরি। চারিপাশে টিম দিয়ে ঘরের দেয়াল তৈরি। আবার উপরের অংশগুলো টিন দিয়ে তৈরি। আবার এর মধ্যে খুব সুন্দর করে পানি সরবরাহের সিস্টেম রয়েছে। এমন ঘর গুলো আমাদের এলাকায় ভুল করে চোখে পড়বে না। কিন্তু এখানে প্রায় এই জাতীয় ঘর। বেশিরভাগ চাকরি জিবি মানুষেরা অল্প খরচে ভাড়ায় পাবে এমন ঘরবাড়ি এখানে নির্মিত। প্রথম অবস্থায় যে সমস্ত পুলিশ আর্মি অথবা বিভিন্ন কোম্পানির চাকরিতে জয়েন করে বাসা ভাড়া নেই সে সমস্ত মানুষের দেখা এখানে বেশি মিলে। যাইহোক এক কথায় চাকরিজীবী মানুষেরা এই জাতীয় ঘর বাড়িগুলো বেশি ভাড়া নিয়ে থাকেন। এভাবেই প্রান ধোয়া গ্রামের বিভিন্ন কিছু উপভোগ করতে করতে চলে আসলাম একদম কবরস্থানের কাছে। এরপর সেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলল। একদম গ্রামীণ বিলের মাঠ। এখানে পানকৌড়ি বক ডাউক পাখির দেখা মিলল। এছাড়া সকল প্রকার পাখি খালাদের বাসায় লক্ষ্য করে থাকি।

IMG_20250304_081137_085.jpg

IMG_20250304_081039_556.jpg

IMG_20250304_081018_866.jpg

IMG_20250304_081117_253.jpg

IMG_20250304_081129_812.jpg

IMG_20250304_081339_066.jpg

IMG_20250304_081620_275.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


এরপর বাসায় ফিরে আসলাম। তারপর আমার আব্বার ইনসুলিন প্রদান করে খাবার দিয়ে অতঃপর খাবারের পরবর্তী ওষুধ খাইয়ে আবার বের হয়ে পড়লাম বিশ মাইলের দিকে। বিশ মাইলে অবস্থান করতে হলে আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এরিয়া পার হতে হয়। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উত্তর গেট বিশমাইল এবং পান ধোঁয়া বাজারের মাঝখানে। সরকার পতনের পর থেকে গ্রামের প্রবেশের গেটটা নতুন করে ঠিকঠাক করা হয়েছে দেখলাম। আগের মত আর গাড়ি চলাচল করতে পারেনা। গেটে সব সময় আনসার সদস্যরা পাহারা দিয়ে থাকেন। এজন্য পায়ে হেটেই অতিক্রম করতে হয়। আর এভাবেই পান ধোয়া বাজার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এরিয়া অতিক্রম করে বিশমাইলে পৌঁছে গেলাম।

IMG_20250303_104850_233.jpg

IMG_20250303_105410_521.jpg

IMG_20250304_105028327_BURST0005.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


এরপর বিশমাইলে কিছুক্ষণ অবস্থান করে আমরা বাসে উঠে নবীনগরে চলে আসলাম। নবীনগরে এসে আমরা কয়েকজন একসাথে ফটোগ্রাফি করতে থাকলাম। যে যার মত জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। সর্বপ্রথম ২০১৭ সালের দিকে খালাতো ভাই হেলাল উদ্দিন @helal-uddin ভাইয়ের সাথে জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ করেছিলাম। এরপর 2024 সালে ভ্রমন করেছি। এখন আবারও জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ করতে পারলাম। বেশ অনেকগুলো ফটো ধারণ করেছি জাতীয় স্মৃতিসৌধের এখানে এসে। তবে আজকের দিনটা প্রচন্ড রোদ গরম থাকায় এভাবে ফটো ধারণ করা হয়ে ওঠেনি। এদিকে আমার মোবাইলের অবস্থা বেশি ভালো না তাই ফটোগ্রাফি ধারণ করতে ব্যাহত হলাম। তবে যতটুক পেরেছি আগামী পোস্টগুলোতে আমার ধারণা করা ফটোগুলো শেয়ার করব ইনশাল্লাহ।

IMG_20250304_112509_578.jpg

IMG_20250304_120829_670.jpg

IMG_20250304_125828_362.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
লোকেশনWhat3words
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


Untitled_design.png.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

04-03-25

Screenshot_20250304-224431.jpg

Screenshot_20250304-224523.jpg

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 89027.86
ETH 2190.14
SBD 0.79