🚶♀" একা-ই বেড়িয়ে পরলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি সঙ্গেই থাকবেন।
একা- ই বেড়িয়ে পরলামঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি শুরু করার আগে সবার সুস্থতা কামনা করছি।সবাই কে অভিনন্দন জানিয়ে আজকের এই ভ্রমন ব্লগটি নিয়ে লেখা শুরু করছি।আপনারা হয়তো অনেকেই জানেন আমি বাড়িতে আছি এখনও।আসলে বাড়িতে এলে যেতে ইচ্ছে করেনা।সবুজ প্রকৃতির মাঝে থাকতে ভীষন ভালো লাগে আমার।আজ হঠাৎ দেখি ঘরের অনেক প্রয়োজনীয় রান্নার জিনিস গুলো শেষ হয়ে গিয়েছে।রান্নার জন্য সেগুলো আনা না হলেই নয়।অন্যদিকে বাসায় কেউ নেই।তাই ভাবছিলাম কি করা যায়।
হাসবেন্ড ফোন দিয়ে বলল,স্বপ্ন সুপার শপে চলে যেতে।স্বপ্ন সুপার শপের কথা শুনে আমিতো অবাক হলাম।আসলে এখানে যে স্বপ্ন সুপার শপ হয়েছে তাই ই আমি জানতাম না।জানতে পেলাম এখানে স্বপ্ন সুপার শপ হয়েছে তিন বছর হলো।যদিও জানি না স্বপ্ন সুপার শপটি আসলে কোথায় দেয়া হয়েছে?না জেনেই রেডি হলাম। কারন এখানকার রিকশাওয়ালা মামাদেরকে জিজ্ঞেস করেও যাওয়া যাবে।
আমি বেলা ১২ টার সময় বের হয়ে রিকশা নিয়ে ৫/৬ মিনিটের মধ্যে চলে ও গেলাম।ঝালকাঠি শহর একদম ই ছোট শহর।এখানে ৪০/৫০ মিনিটের মধ্যে সমস্ত শহর ঘুরে দেখা যায়। যাই হোক আমি নেমে মোবাইল বের করে এক এক করে সব কিছু নিয়ে নিলাম।মোবাইল বের করেছি কারন মোবাইলের মধ্যে ই আমার কি কি দরকার তার লিস্ট করে নিয়ে গিয়েছিলাম।এরপর স্বপ্ন সুপার শপের কিছু ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য এখানে কেমন আর কতোটা বড় করে দিয়েছে শপটি??
ফটোগ্রাফি করার সময় ঘটলো আরেক ঘটনা।আর সেটা হলো তারা বলছিলো আমি যেনো শপের ফটোগ্রাফি না করি।আমি বললাম,ভাইয়া আমি ঢাকার স্বপ্নতে গিয়ে ফটোগ্রাফি করি কই কিছু তো বলে না।আর আপনি এখানে ফটোগ্রাফি করতে না করলেন ব্যাপারটাতে অবাক ই হলাম।তিনি বললেন আমাদেরকে বলেছে নিষেধ আছে তাই বললাম।আমি তখন বললাম,দেখুন আমি লেখালেখি করি।আমার এই লেখালেখির কারনে আমি যদি আপনাদের এই শপের কথা লিখি তবে আপনাদেরই তো লাভ।এটা মার্কেটিং হয়ে যাবে।আর তখন চলবে ও ভালো। তখন দেখলাম আর কিছু বলছে না।এরপর কাউন্টারে এলাম।আমার এখানে মেম্বারশিপ আছে কিনা জানতে চাইলো।আমি বললাম আছে।এরপর বিল মিটিয়ে রিকশা নিয়ে বাসায় চলে এলাম।এই আমার একা- ই বেড়িয়ে পরার গল্প।
আজ আর নয়।এখানেই আজ শেষ করছি আজকের ব্লগ।আবার দেখা হবে।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | ভ্রমন |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | স্বপ্ন সুপার শপ, ঝালকাঠি |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion