ভ্রমণ: রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক ভ্রমন (প্রথম পর্ব)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২১ ই জুন ২০২৪ ইং
রংপুর শহরের মধ্যে বেশ কয়েকটি বিনোদন পার্ক রয়েছে, তার মধ্যে অন্যতম বিনোদন পার্ক হচ্ছে রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক। আপনারা হয়তো ইতোমধ্যে অনেকেই বিভিন্ন সোসাল মিডিয়ার মধ্যে এই পার্কের ভিডিও দেখেছেন । আজকে আমি আপনাদের মাঝে এই রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের সৌন্দর্য খুবই সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করবো। আসলে আমার এই পার্কের মধ্যে যাওয়ার তেমন কোন ইচ্ছা ছিল না। মূলত হঠাৎ করে এই পার্কের মধ্যে যাওয়া হয়েছিল। সেদিন আমার এক আনকেল এর ফোন কেনার জন্য রংপুর শহরে গিয়েছিলাম। ফোন কেনা শেষে আমার আনকেল আমাকে এই পার্কের জন্য বলেছিল, এরপর আমি এবং আমার আনকেল সহ চলে আসি এই পার্কের মধ্যে। মূলত আমরা বাসা থেকে তেমন কোন প্লান পরিকল্পনা করে আসিনি।
কিভাবে আপনারা এই পার্কের মধ্যে আসবেন? যারা জেলা কিংবা রংপুর বিভাগের আশেপাশে আছেন , তাদের হয়তো মনের মধ্যে আশা জাগতে পারে এই পার্কের মধ্যে আসার। কিন্তু কিভাবে আসবেন তা হয়তো আপনাদের জানা নেই।তাই আপনাদের সুবিধার্থে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। যাদের বাসা রংপুর জেলার মধ্যে তাঁরা প্রথমে রংপুর শহরের শাপলা চত্বরে আসবেন , এরপর আপনারা রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক যাওয়ার জন্য একটি অটোরিকশা ঠিক করে নিবেন। শাপলা চত্বর থেকে এই পার্কের দূরুত্ব খুবই কম।আর যারা রংপুর শহরের বাইরে রয়েছেন, তারা প্রথমে রংপুর বাস টার্মিনালে আসবেন, এরপর রংপুর বাস টার্মিনাল থেকে একটি অটোরিকশা ঠিক করে নিবেন। রংপুর বাস টার্মিনাল থেকে ওই পার্কের দুরুত্ব খুবই অল্প ।
আমরা বেশ কিছুক্ষণ এর মধ্যেই রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের মধ্যে চলে আসি। এখন আমাদের টিকেট কাটার পালা। আসলে এই পার্কের মধ্যে প্রবেশ করার জন্য দুই ধাপে টিকিট কাটতে হয়। আপনারা যারা ইতোমধ্যে এসেছিলেন তারা হয়তো এই বিষয়ে অবগত আছেন। আমরা প্রথমে প্রথম স্তরের দুটি টিকেট কেটে নিলাম। প্রথম স্তরের টিকেট দিয়ে আমরা শুধু মাত্র রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের একটি বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবো। আসলে এই পার্কের মধ্যে দুভাগ রয়েছে, একটি হচ্ছে প্রিমিয়াম আরেকটি হচ্ছে নন প্রিমিয়াম।প্রথম ধাপে নন্দন প্রিমিয়াম আর দ্বিতীয় ধাপে প্রিমিয়াম। এরপর আমরা প্রিমিয়াম টিকেট কাটার জন্য টিকেট কাউন্টারে চলে যাই। প্রিমিয়াম টিকেটর মূল্য নন প্রিমিয়ামের থেকে একটু বেশি ছিল। এরপর আমি দুটি প্রিমিয়াম টিকেট নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর অন্যরকম অনুভূতি কাজ করছিল।
পার্কের ভিতরে প্রবেশ করার পর মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করেছিল। ভিতরে প্রবেশ করে দেখতে পারলাম, আরেকটি নতুন গেট তৈরি করার কাজ চলছে। তবে এই গেট টি তৈরি করা সম্পন্ন হয়ে গেলে পার্কের অনেক টা সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা বেশ কিছুদিন আগে এই পার্কের মধ্যে এসেছিলাম, কিন্তু তখন এই গেটটি ছিল না। ধীরে ধীরে পার্কের অনেক উন্নতি সাধন করছে তারা। আশা করছি এক সময় রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক আমাদের উত্তরবঙ্গের একটি শ্রেষ্ঠ পার্ক হিসেবে স্বীকৃতি পাবে।
উপরের ফোটোগ্রাফির মধ্যে আপনারা যে রাস্তার দৃশ্য দেখতে পারছেন, মূলত এটি এই পার্কের প্রধান রাস্তা। এই রাস্তার মাধ্যমে এই পার্কের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যায়। আপনি চাইলে আপনার প্রাইভেট কার নিয়ে এই পার্কের মধ্যে প্রবেশ করতে পারবেন। তবে এই পার্কের ভিতরে প্রাইভেট কারের মতো বেশ কিছু গাড়ি রয়েছে, চাইলে আপনি এই গাড়ি গুলো ভাড়া নিয়ে আপনার পরিবার সহ এই পার্কের মধ্যে ঘোরাঘুরি করতে পারবেন। যেহেতু পার্ক টি বিশালাকার, সে হিসেবে হেটে হেটে পার্কে ঘোরাঘুরি না করার থেকে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করাই শ্রেয়।আর এই রাস্তার দু'পাশে বসার সীট রয়েছে, আপনি চাইলে আপনার প্রেমিক প্রেমিকা নিয়ে এসে আড্ডা দিতে পারবেন।
আর এই পার্কের প্রতিটি আনাচে কানাচে রয়েছে বসার চেয়ার টেবিল। আপনারা চাইলে এই জায়গার মধ্যে এসে আপনাদের গুরুত্বপূর্ণ মিটিং গুলো করতে পারবেন। আসলে এই পার্কের পরিবেশ একদম মনোরম।একদম কোলাহল মুক্ত পরিবেশ। এরকম বিনোদন পার্ক বাংলাদেশের মধ্যে খুবই কম রয়েছে। এই পার্কের পুরোটাই বিভিন্ন ধরনের সবুজ শ্যামল গাছ পালা দিয়ে সাজানো হয়েছে।আর অতিরিক্ত গরমের সময় পরিবেশ কে ঠান্ডা করার জন্য প্রতি দশ ফুট পর পর একটি করে ঝর্ণার মেশিন দেয়া হয়েছে, এতে করে অতিরিক্ত গরমে পার্ক টি অনেক ঠান্ডা থাকে।
আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী পোস্টে ।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের বাসা নীলফামারীতে তবে কখনো চিকলি পার্কে যাওয়া হয়নি। তবে আপনার ছবিগুলো এবং বর্ণনাগুলো পড়ে মনে হচ্ছে জায়গাটি অনেক সুন্দর। আশা করছি কোন একদিন সেখান থেকে ঘুরে আসবো আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওয়াটার পার্কে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। আজকে প্রথম পর্ব শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। পার্কটা আসলেই খুব সুন্দর। বিশেষ করে প্রথম ফটোগ্রাফির দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পার্কের বিভিন্ন জায়গায় বসার জায়গা রয়েছে জেনে ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনি সেখানে গিয়েছেন এবং অনুভূতির কথাগুলো শেয়ার করেছেন। আপনার লিখনী এবং ফটোগ্রাফির মধ্য দিয়ে অসাধারণ ভাবে বিষয়টি তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখেও আমার কাছে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রংপুরের এই পার্কটির নাম শুনেছি।আজকে ভিউ দেখতে পেলাম আপনার পোস্টটির মাধ্যমে।বেশ ভালো লাগলো আমার পার্কটি।দারুন কিছু সময় কাটিয়েছেন।ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল জাস্ট।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
রংপুরের এই পার্কটির নাম শুনেছি অনেক বার। আজ আপনার পোষ্টের মাধ্যমে রংপুরের এই পার্কটির ভিউ দেখতে পেলাম। আমার এক বড় ভাইয়ের বাসা রংপুরে সে অনেকবার যেতে বলে কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি। যদি কখনো রংপুরে যায় তাহলে অবশ্যই রংপুর সিটি চিকলি পার্ক থেকে ঘুরে আসবো।আপনি পার্কে বেশ দারুন সময় কাটিয়েছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।