রাতারগুল সোয়াম ফরেস্ট সবুজের মাঝে

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • রাতারগুল সবুজের মাঝে
  • ১৫,নভেম্বর ,২০২৩
  • বুধবার

IMG-20231115-WA0000.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম আমার ভ্রমণ পোস্ট নিয়ে। ভ্রমন পোষ্টের গত পর্বে আমি শেয়ার করেছিলাম রাতারগুল সোয়াম্প ফরেস্ট এর ভিডিওগ্রাফি ।আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এর ভিতরের সৌন্দর্য হারিয়ে গিয়েছিলাম সবুজের মাঝে ভেসে বেড়াচ্ছিলাম ছোট নৌকায় করে। চারিদিকে সবুজের ঘেরা আমরা তার মাঝে ছোট নৌকা নিয়ে সেই সৌন্দর্য উপভোগ করছি।


IMG20230902102230-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


আমাদের ছোট মাঝি নৌকা বাইতে বাইতে যখন জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছিল তখন চারিপাশে সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। পানিতে ভরপুর জায়গা আর এত বড় বড় গাছ যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমরা যেন সবুজের মাঝে মিশে যাচ্ছি । আমরা ধীরে ধীরে রাতারগুল এর এমনই একটি স্থানে পৌঁছায় যেখানে অনেক ধরনের ভাসমান খাবারের দোকান যেমন পেয়ারা, চা বিভিন্ন ধরনের খাবার নিয়ে নৌকায় বিক্রি করে বেড়াচ্ছে। আর চারিদিক থেকে পর্যটক এসে সেখানে ভিড় জমাচ্ছে ।অসম্ভব সুন্দর ছিল চারিপাশে বড় বড় গাছ মাঝে কিছু অংশ ফাঁকা আছে সেখানে আমরা নৌকাটি একটি স্থানে রেখে চারি পাশের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে থাকি।


IMG20230902094850-01.jpeg

IMG20230902102106-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


নৌক যে স্থানে রেখেছিলাম সেখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি উঠায় এবং গাছের অপরূপ সৌন্দর্যের সাথে বন্ধু গান গাইতে থাকে যা এমন পরিবেশে শুনতে অসম্ভব ভালো লাগছিল। ছোট মাঝির কন্ঠের গান গুলো এই মুহূর্তটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল। বিভিন্ন ধরনের পর্যটকের আনাগোনা এবং অন্য সবাইও গান ধরেছিল একই স্থানে এসে। সাথে ছোট ছোট নৌকা নিয়ে এ জঙ্গলে ভেসে বেড়ানো অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এত বড় বড় গাছ পানির মধ্যেও জীবিত আছে এটা আল্লাহতালা একটি নেয়ামত। সব গাছ তো আর জীবিত থাকে না এ জঙ্গলটা পুরা পানির মধ্যেই অবস্থিত যা বর্ষা মৌসুমে ডুবে যায় এবং গাছগুলো সৌন্দর্য যেন বেড়ে যায়। সবুজ গাছগুলোর মাঝে পানির কালারটাও যেন সবুজ হয়ে গেছে আমরা যেন সবুজে মিশে একাকার হয়ে যাচ্ছি।


IMG20230902102230-01.jpeg

IMG20230902100442-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


ছোট নৌকায় বসে বসে যখন সৌন্দর্য উপভোগ করছিলাম তখন হঠাৎ চোখ যায় উপর দিকে গাছের সৌন্দর্য দেখে আমি পুরা মুগ্ধ হয়ে গিয়েছি। একটি গাছের ডালের সাথে অন্য গাছের ডাল লেগে গিয়েছে। কোনটা কোন গাছের ডাল বুঝে উঠতে পারছিনা। আর গাছের ডালের মধ্য দিয়ে সূর্য এসে আলো দিয়ে আলোকিত করছে এই পরিবেশটাকে মুহূর্তটা লেখে প্রকাশ করা যাবে না। অসম্ভব ভালো লাগার একটি মুহূর্ত ছিল। এখানে নৌকায় ঘোরায় যেহেতু একটা নির্দিষ্ট টাইমে তাই আমরা চাইলেও বেশি সময় ঘুরতে পারবো না। আমরা মাঝিকে বললাম মাঝে একটি ওয়াচ টাওয়ার আছে ওইখানে নিয়ে যেতে কিন্তু বলল ওখানে নাকি যাওয়া নিষেধ। তাই আমরা ওখানে যেতে পারিনি এ জায়গাটি ওদেখা থেকে গেল আমাদের।


IMG20230902095157-01.jpeg

IMG20230902094716-01.jpeg

IMG20230902094656-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

যেহেতু আমাদের সময় নির্দিষ্ট এবং আমাদের আরো অনেকগুলো জায়গা ঘুরতে হবে। তাই আমরা এখানে আর বেশি সময় চাইলেও কাটাতে পারব না। কারণ নৌকার মাঝি আমাদের নিয়ে বেশি সময় ঘুরবে না তাদের একটি নির্দিষ্ট সময় আছে। আমাদের সময় প্রায় শেষের দিক আমরা এখানে আর বেশি সময় থাকতে পারবো না। তাই আমরা আস্তে আস্তে নৌকা নিয়ে ফরেস্টের অন্য দিক দিয়ে বেরিয়ে ঘাটের দিকে চলে যাই। যখন জঙ্গল থেকে বেরিয়ে আসতেছি তখন দূর থেকে জঙ্গলের সৌন্দর্য বেশ ভালো লাগছিল। আবার যদি কোনদিন সুযোগ হয় আবারও সবুজের মাঝে মিশে যাব। অসম্ভব সুন্দর ছিল আমাদের এই ভ্রমণটি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকেন।


standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

রাতারগুল ফরেস্টের কথা শুনেছি তবে তবে কখনো যাওয়া হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন ভ্রমনে। এত বড় বড় গাছ পানির মধ্যে এখনো জীবিত আছে। জায়গাটি সত্যিই অনেক বেশি সুন্দর। তবে কিছুটা ভয়ংকরও লাগছে। যেহেতু ফরেস্ট তাই কিছুটা ভয় তো লাগবেই।

 last year 

আসলে জায়গাটি অসম্ভব সুন্দর। এমন সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে সত্যি অনেক বেশি ভালো লাগে।

 last year 

বন্ধু রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ সত্যিই অসাধারণ ছিলো। এই ভ্রমণটা আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে।এরকম অপরূপ সৌন্দর্যের মাঝে ঘুরতে আসলেই অনেক বেশি মজা লাগে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর পোস্টটি সবার সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছ বন্ধু, এই ফোনটা আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে অনেক মজা করেছিলাম বিশেষ করে পরিবেশটা ওসম্ভব সুন্দর লাগছিল।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রাতারগুল সোয়াম ফরেস্ট সবুজের মাঝে ভ্রমণের কিছু দারুন দৃশ। আসলে কিছুদিন আগে আমিও রাতারগুল গিয়েছিলাম। সেখানে গাছ পালায় ভরা প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে সত্যি বেশ দর্শনীয়। আসলে নৌকায় চড়ে সেই জায়গায় যাওয়ার মজাই বেশি আলাদা। ভাই আমিও কিছুদিন পর থেকে সিলেট ভ্রমণের কিছু দৃশ্য শেয়ার করব। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

নৌকা চড়ে জায়গাটুকু করতে অনেক বেশি ভালো লাগে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। আমরা অনেক বেশ মজা করেছিলাম

 last year 

ভাই আর যাই বলেন ভ্রমন আমার অনেক ভালো লাগে ৷ যদিও সময়ের আবহে এখন তেমন যেতে পারি না ৷ যা হোক রাতারগুল ফরেস্টের কথা শুনেছি ৷ কিন্তু কখনো যাওয়া হয় নি ৷ সত্যি বলতে ছবি গুলো দেখে আমি মুগ্ধ ৷ কি সুন্দর পরিবেশ ৷ না জানি সেখানে আপনি কতটা ইনজয় করছেন ৷ অনেক ভালো লাগলো ভাই ৷ অনেক ধন্যবাদ যে এতো সুন্দর একটা ভ্রমন কাহিনী শেয়ার করার জন্য ৷

 last year 

আমারও ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে সময় পেলেই ছুটে চলে যায় ভ্রমণ করতে। আসলে অসম্ভব সুন্দর একটি পরিবেশ অনেক ইনজয় করেছি

 last year 

বর্ষাকালীন সময়ে এই জায়গায় ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট। সেই মুহূর্তের কাটানো দৃশ্য এতটাই সুন্দর যে কেউ দেখলে সেখানে যাইতে চাইবে। আপনার কাটানো মুহূর্তের গল্প পড়ে খুবই ভালো লাগলো । যেটা আমাদেরকে অনুপ্রেরণা দিল যাওয়ার জন্য ইনশাল্লাহ ২০২৪ সালের মাঝামাঝি সময় জায়গাটিতে যাওয়ার চেষ্টা করব। অনেক সুন্দর ফটোগ্রাফি ছিল।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক ধরেছেন বর্ষাকালের সময়ে এই জায়গাটি ঘুরতে অসম্ভব বেশি ভালো লাগে। অবশ্যই এমন জায়গায় ঘুরতে যাবেন সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন

 last year 

এই দৃশ্য সবসময় শুধু টিভিতে বিভিন্ন মুভির মাধ্যমে দেখেছি কিন্তু আজ আপনার পোস্টের মাধ্যমে দেখে চোখ ফেরাতে পারছিনা। না জানি আপনার কাছ থেকে দেখে কতটা আনন্দ হয়েছে। আমার তো ইচ্ছে করছে এখনই সেখানে চলে যাই। গাছপালার সবুজের ছায়া যখন পানির উপর পড়েছে তখন সেই সৌন্দর্য যেন আরও বেশি মুগ্ধ করে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 last year 

আসলে এমন একটি জায়গা যেখানে গিয়ে চোখ ফেরানো যায় না। গাছপালা পানের মাঝেও বেঁচে আছে এবং চারপাশে সবুজের মেলা।

 last year 

এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ ভাবে স্বাভাবিক। বন্ধু সামনের বর্ষার মৌসুমে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে নিয়ে যাবে আমাদেরকে। যেহেতু তুমি ঘুরে এসেছো তোমার একটা অভিজ্ঞতা হয়েছে কি বলো??

 last year 

অবশ্যই বর্ষা মৌসুমে গিয়ে ঘুরে আসো বেশ মজা হবে। অভিজ্ঞতাটা আমাদের অনেক ভাল ছিল জায়গাটি বেশ সুন্দর

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86256.14
ETH 2356.71
USDT 1.00
SBD 0.67