বাংলাদেশের নদীর সৌন্দর্য
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের সামনে উপস্থাপন করব নদীর সৌন্দর্য। বাংলাদেশের প্রায় ৩০০ টি উপরে ছোট বড় নদী আছে যার মধ্যে অন্যতম হলো পদ্মা নদী।বিভিন্ন মৌসুমে নদীর সৌন্দর্য বিভিন্ন রকম হয়ে থাকে। বর্ষা মৌসুমে নদীতে অথৈই পানি। আর শুষ্ক মৌসুমে নদীতে পানি কম থাকে। নদীর মাঝে চর জেগে ওঠে আর এই নদীর সৌন্দর্য আমরা উপভোগ করার চেষ্টা করব।
নদীর ভরা জৌবন, বর্ষা মৌসুমে নদীর সৌন্দর্য।
Device:Realme 7
বর্ষা মৌসুমের নদীর ভয়ঙ্কর রুপ দেখা যায় কারণ নদী ভরা পানি আর পানি আর একটু বাতাস হলেই উথাল পাতাল ঢেউ। তার মাঝে যদি নৌকা নিয়ে ঘুরা যায় তাহলে বোঝা যায় নদীর ভয়ঙ্কর রূপ। নদীর এই রুপের মাঝে অনেক আতঙ্কে ঘুরে বেড়াতে হয়।
নৌকা নিয়ে ঘুরাঘুরি।
Device:Realme 7
এই নদীর মধ্যে যখন একটি ছোট নৌকা নিয়ে ঘুরা যায় আর তখন যদি উথাল পাতাল ঢেউ শুরু হয় তখন মনে হয় কখন যে কিনারায় ফিরব সেই আশায় সময় গুনতে হয়। কারণ উথাল পাতাল ঢেউ নৌকাগুলো দুলতে থাকে মনে হয় যে ডুবে যাবে যাবে।এই উতাল পাতাল ঢেউ এর সাথে তো প্রচন্ড স্রোত আছে। এত শ্রোতার পদ্মা নদীর স্রোত সম্পর্কে ধারণা করতে এলে পদ্মা নদীতে যেতে হবে। আর যেহেতু আমাদের গ্রামের পাশ দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে। তাই মোটামুটি একটা ধারণা আমাদের মাঝে আছে কারণ মাঝেমধ্যে আমরা পদ্মা নদীতে ঘুরতে যাই। বিশেষ করে পদ্মা নদীর মাঝ বরাবর দিয়ে প্রচুর স্রোত প্রবাহিত হয়ে থাকে। ওখানে যদি একবার পড়া যায় তাইলে হারিয়ে যাব কোন এক কিনারায় গিয়ে উঠতেও পারি আবার নাও পারি।
নদীতে পানি কম থাকায় বালি দেখা যাচ্ছে।
Device:Realme 7
আর শুষ্ক মৌসুমে নদীর রূপ অন্যরকম।এইসময়ে নদীর কম থাকে জায়গায় জায়গায় চর পরে। যেদিকে চোখ যায় শুধু বালি আর বালি।আর এই বালির মাঝে খালি পায়ে হাঁটলে বোঝা কি গরম।
বালির মাঝে হাঁটাহাঁটি
Device:Realme 7
শুষ্ক মৌসুমে নদীতে ঘুরতে অনেক মজা লাগে কারণ পানি কম থাকে বিধায় সাঁতার দিয়ে তার থেকে অন্য ছাড়া যাওয়া যায়। আর মাঝে মাঝে কিছু জায়গা থাকে ওখানে মাছ ধরা যায়। তারপরে বালির মাঝে হাটাহাটি করা এবং দৌড়াদৌড়ি করা একটি অন্যরকম অভিজ্ঞতা অর্জন করা যায়।
সূর্যাস্ত
Device:Realme 7
নদীতে সূর্যাস্তের দৃশ্য টা অনেক বেশি ভালো লাগে।আর যদি নৌকায় বসে থাকা যায় তাহলে দৃশ্যটা সুন্দর ভাবে উপভোগ করা যায়। মনে হয় যে সূর্যটা যেন নদীর ভেতর তলিয়ে যাচ্ছে আর পানি গুলো লাল বর্ণ ধারণ করে।আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সামনের কোন পোস্টে আশা করি সাথে থাকবেন।
Cc:
@rme
@rex-sumon
@blacks
@hafizulla
@curators
Facebook | Twitter
খুব সুন্দর ভ্রমণ,
ফটোগ্রাফিগুলো চমৎকারভাবে ক্যাপচার করেছেন, আসলে নদীর সৌন্দর্য বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো বুঝে, জীবনের সুখ-দুঃখ-ভালোবাসা-আবেগ অনেক কিছুই জড়িয়ে থাকে নদীগুলোর সাথে।