ভ্রমণ- শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ (পর্ব ১৭)||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। কাছে কিংবা দূরে যেকোনো জায়গায় ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। তাই সময় পেলেই কোথাও যাওয়ার চেষ্টা করি। বেশ কিছুদিন আগে আমার বাসার কাছে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছিল। তাই আমি সেই মেলায় ভ্রমণ করার সুযোগ পেয়েছিলাম। মেলায় ভ্রমণের বেশ কিছু পর্ব ইতোমধ্যে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আজকে নতুন একটি পর্ব উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ (পর্ব ১৭):

Location
শিল্প ও বাণিজ্য মেলায় গিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাচ্চাদের বিভিন্ন খেলনার সেক্টর গুলো। বাচ্চাদের পাশাপাশি বড়রাও বাচ্চাদের সাথে আনন্দে মেতে উঠেছিল। সত্যি কথা বলতে মেলায় গেলে এই দৃশ্যগুলো অনেক দেখা যায়। আমার কাছে বেশ ভালো লাগে। সবাই নিজেদের মনের আনন্দে মেতে উঠেছিল। আর যে যার জায়গা থেকে আনন্দ উদযাপন করছিল। সব মিলিয়ে মনে হয়েছিল যেন ছোট বড় সবাই আনন্দে মেতে উঠেছে। আমিও দূর থেকে দৃশ্যগুলো দেখছিলাম আর উপভোগ করছিলাম।

Location
মেলায় গেলে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়। বিশেষ করে দৈনন্দিন ব্যবহার করার জিনিস গুলোই বেশি চোখে পড়ে। মেলায় গিয়ে প্রথমে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ করে এই ব্যাগের দোকানটি সামনে চলে এলো। ব্যাগের দোকানে ব্যাগগুলো অল্প দামে বিক্রি হচ্ছিল। তবে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আমার তো বেশ ভালো লেগেছিল। ছোট-বড় বিভিন্ন সাইজের ব্যাগ ছিল। ছোট ব্যাগগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনি আকর্ষণীয় ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল।

Location
মেলায় একটি সেক্টরে দেখলাম হাতের তৈরি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। হাতের কাজ করা বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যাচ্ছিল। হাতের কারু কাজ করা ব্যাগ গুলো দেখতে কিন্তু সত্যিই অসাধারণ ছিল। এগুলোর প্রাইস একটু বেশি ছিল। তবে দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় ছিল। ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাগ সেখানে ছিল। আমার কাছে মিডিয়াম সাইজের ব্যাগটাই বেশি ভালো লেগেছিল। আর খুবই আকর্ষণীয় লাগছিল। বিশেষ করে সুতার কাজ গুলো দেখতে বেশি ভালো লেগেছে।

Location
মেলায় গেলে সবাই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে। বিশেষ করে চুলের ক্লিপ, হিজাব পিন, দুল, চুড়ি এগুলো বেশি কেনাকাটা করা হয়। আর এই দোকানগুলোতে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল। সবাই তো নিজের পছন্দের জিনিসগুলোই কেনার চেষ্টা করছিল। আমিও সেই ফাঁকে ছবি তুলছিলাম। আর নিজের পছন্দের জিনিসগুলো খোঁজার চেষ্টা করছিলাম। সত্যি কথা বলতে মেলায় গেলে এই ছোট ছোট জিনিস গুলো কিনলেই সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। কারণ এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া।

Location
টেডি বিয়ার তো আমাদের সবারই অনেক পছন্দের। টেডি বিয়ার যতই দেখি ততই ভালো লাগে। বিশেষ করে ছোট বড় বিভিন্ন সাইজের টেডি বিয়ার গুলো একসাথে দেখে আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর এখান থেকে খুব সহজেই সবাই নিজেদের পছন্দের টেডি বিয়ার ক্রয় করছিল। বিশেষ করে বাচ্চারা তো এই দোকানে একেবারে ভিড় জমিয়ে ফেলেছিল। তারাও নিজেদের পছন্দের টেডি বিয়ার কেনার চেষ্টা করেছিল। এই সুন্দর টেডি বিয়ার গুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল।
শিল্প ও বাণিজ্য মেলায় গেলে অনেক রকমের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়। আর সেই সাথে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কেনাকাটা করার সুযোগ হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো ঘুরে ঘুরে সব কিছু দেখতে অনেক ভালো লাগে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.00 SBD,
1.16 STEEM,
1.16 SP
https://x.com/Monira93732137/status/1914205144612495771?t=Fzk04fh7hh63-3KIYvXZYQ&s=19
https://x.com/Monira93732137/status/1914266936256708971?t=kq7AelWrcUCPgUVKo0atmw&s=19
https://x.com/Monira93732137/status/1914267621949948142?t=xR1dUT8y6bcasPQ11jmbHQ&s=19
https://x.com/Monira93732137/status/1914268320855146886?t=6di3_gG9hdDQAZyW-jfzqQ&s=19
https://x.com/Monira93732137/status/1914268826692460814?t=AiRwlUz7R309z7yikzCvFA&s=19
আপনার অভিজ্ঞতার বর্ণনা ছিল খুবই প্রাণবন্ত এবং হৃদয় ছোঁয়া। শিল্প ও বাণিজ্য মেলায় গিয়ে বাচ্চাদের খেলনার সেক্টরে যে আনন্দ আর উচ্ছ্বাস আপনি দেখেছেন, তা সত্যিই মনকে ছুঁয়ে যায়। ছোট-বড় সবাই যখন একসাথে আনন্দ ভাগ করে নেয়, তখন সেই পরিবেশটাই যেন উৎসবে পরিণত হয়। বিশেষ করে আপনার ব্যাগের দোকানে গিয়ে অল্প দামে সুন্দর ব্যাগ দেখে মুগ্ধ হওয়া ও হাতের তৈরি ব্যাগের প্রতি মুগ্ধতা – এসব আপনার রুচি ও পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় দেয়। আপনার লেখা পড়ে মনে হলো, আপনি শুধু কেনাকাটা করতে যাননি, বরং মেলার প্রতিটি মুহূর্ত গভীরভাবে উপভোগ করেছেন। এমন অনুভূতি সত্যিই প্রশংসার যোগ্য।