ভ্রমণ।। ওয়ান্ডারল্যান্ড পার্কে কাটানো সুন্দর মুহূর্ত-শেষ পর্ব।।10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে ওয়ান্ডারল্যান্ড এ ঘুরার দ্বিতীয় এবং শেষ পর্ব শেয়ার করছি। এর আগে আমি ওয়ান্ডারল্যান্ড এ ঘুরার একটি পর্ব শেয়ার করেছি। সেই পর্বে আমি বাচ্চাদের কিছু গেমের ব্যাপারে লিখেছিলাম। শেষ পর্বে আমি বাকি গেমসহ আরো কিছু রাইডের বেপারে লিখছি।

IMG20221121132335.jpg

এর আগে চারটি গেম সম্পর্কে আপনাদের বলেছি। আজ আরো কিছু গেম নিচে উল্লেখ করছি।

IMG20221121140156.jpg

উপরের ছবিতে যে গেম দেখা যাচ্ছে তা হচ্ছে রেসিং গেম। এখানে বাচ্চারা চেয়ারে বসে রেসিং গেম খেলতে পারে।

IMG20221121140201.jpg

উপরের ছবির গেম হচ্ছে ডল পিকিং গেম। আমার এই গেম খেলার অনেকদিনের শখ ছিল । সেদিন পূরণ করলাম খেলে। কিন্তু অনেক ট্রাই করার পরও একটিও ডল পকেটে ফেলতে পারলাম না। এই গেমে সময় দেয়া থাকে ২৫ সেকেন্ড এবং এই সময়ের মধ্যে ডল ধরে পিক করে পকেটে ফেলতে হবে। যে পকেটে ডল ফেলতে পারবে সেই ডল পেয়ে যাবে।

IMG20221121140135.jpg

এটা হচ্ছে বাচ্চাদের ট্রেডমিল। এখানে বাচ্চারা যত দৌড়াবে তত পয়েন্টস পাবে। একটি নির্দিষ্ট পরিমাণ পয়েন্টস পেলে উপহার আছে।

এতক্ষণ দেখিয়েছি ভিডিও গেমস। এখন আপনাদের সাথে শেয়ার করছি সেখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড সম্পর্কে।
এখানে ঘোড়া রাইড, টয় ট্রেন, মেজিক কার্পেট এরকম অনেক ধরনের রাইড যোন আছে। প্রতিটি রাইড একশ টাকা করে। আমি কিছু রাইডের ছবি শেয়ার করছি।

IMG20221121133219.jpg

IMG20221121135829.jpg

IMG20221121144948.jpg

IMG20221121144622.jpg

এই পর্ব শেষ করে পরে টায়ার্ড হয়ে এসে এদের ভিতরের রেস্টুরেন্টে বসলাম। তেমন ভারী খাবার না, কফি খেতে গিয়েছিলাম। পরিবেশ খুব ভাল তবে খাবারের দাম বেশি। যাই হোক কিছুক্ষণ বসে পড়ে ড্রিংকস কিনে চলে আসলাম।

IMG20221121143200.jpg

IMG20221121143151.jpg

IMG20221121143147.jpg

IMG20221121144533.jpg

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়ভ্রমণ
ক্রেডিট@miratek
what3words locationhttps://what3words.com/rebounded.dame.wiring

আশা করি আমার ঘুরার পোস্ট আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

প্রথমে ভেবেছিলাম বিদেশী কোনো জায়গায় পার্ক এটা! পার্কের পরিবেশ দেখে ভালোই লাগলো! বাচ্চাদের জন্য পারফেক্ট স্পট! ভালো সময় কাটিয়েছেন!

 2 years ago 

ভিতরের পরিবেশটা অনেক সুন্দর করেছে। বাচ্চাদের জন্য খুব উপভোগ্য একটি জায়গা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি কখনো ওয়ান্ডারল্যান্ড পার্কে যাইনি তবে এর নাম শুনেছি অনেকবার কিন্তু এই পার্ক এত সুন্দর জানা ছিল না। আপনার পোস্টের মাধ্যমে এত সুন্দর কিছু দৃশ্য দেখে মনে হচ্ছে কালই চলে যাই সেখানে ঘুরাঘুরি করার জন্য। পার্কের এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছে বিদেশের কোনো পার্ক। ধন্যবাদ ভাইয়া ওয়ান্ডারল্যান্ড পার্কে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আজ আপনার শেয়ার করা পার্কটি হল ওয়ান্ডারল্যান্ড পার্ক। পার্কটি যদিও দেখতে খুবই সুন্দর কিন্তু এই পার্কে কখনো আমার যাওয়া হয়নি। আমি মনে করি ছোট বাচ্চাদের জন্য এই পার্কটি খুবই ভালো একটি জায়গা। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67