অনুভূতির গল্প- হৃদয়ের টানে কলকাতা (পর্ব-২১)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন। যদিও অতি বৃষ্টিতে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যে অনেক সড়ক হতে বৃষ্টির পানি সরতে শুরু করেছে কিন্তু তার সাথে সাথে আরো একটা সমস্যা সামনে এগিয়ে আসছে আর সেটা হলো সড়কের ভাঙ্গা দিকটা। কারন পানিতে তলিয়ে থাকায় অনেক ভালো সড়কের মাঝেও গর্তের সৃষ্টি হয়েছে এবং সেখান দিয়ে এখন যান চলাচলে বেশ সমস্যা হচ্ছে। অবশ্য এটা হওয়ারই কথা ছিলো, কারন বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কগুলোর টেম্পাচার অনেকটাই হ্রাস পেয়েছে।
সে যাইহোক, সমস্যা আছে এবং থাকবে। হয়তো সামনে নতুনভাবে নতুন রূপে আবার ফিরে আসবে। তাই বৃষ্টি চলে গেলে যে সমস্যা দূর হয়ে যাবে তেমনটা ভাবা মোটেও ঠিক না। বরং সকল পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করাটাই হলো বুদ্ধি মানের কাজ। আজকে পুনরায় কলকাতা ভ্রমনের ফটোগ্রাফি শেয়ার করবো। অবশ্য এই সিরিজের সবগুলো পর্বই ফটোগ্রাফির তবে অনুভূতির গল্পগুলো কিছুটা ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। আজকে শেয়ার করবো ইন্ডিয়ান মিউজিয়ামের ফটোগ্রাফি আর এটা হলো কলকাতা ভ্রমনের ২১তম ফটোগ্রাফির পর্ব। যদিও আমি ইতিমধ্যে অনেক ফটোগ্রাফি শেয়ার করি নাই, কিছুটা কম কম শেয়ার করার চেষ্টা করছি না হলে অনেক বেশী পর্ব হয়ে যাবে।
তবে ইন্ডিয়ান মিউজিয়ামের বিষয়টি কিন্তু কিছুটা ভিন্ন, দেখুন একটা কথা আমরা প্রায় বলে থাকি সেটা হলো বই থেকে আমরা যতটা জ্ঞান অর্জন করে থাকি বাস্তব জীবন আমাদের তার চেয়ে বেশী অভিজ্ঞতা অর্জন করার সুযোগ করে দেয়। এটা অস্বীকার করার সুযোগ নেই যে, বইয়ের জ্ঞান সব সময় বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ থাকে না, করন মাঝে মাঝে বাস্তব পরিস্থিতি আমাদের এক ভিন্ন রকমের পরিবেশের সম্মুখীন করে দেয়, তখন আমাদের বইয়ের জ্ঞানের তুলনায় বাস্তব জীবনের জ্ঞানগুলো বেশী প্রয়োজনীয় হয়ে পড়ে এবং কাজে লাগে।
শুধুমাত্র ইন্ডিয়ান মিউজিয়ামের ক্ষেত্রে এটা নয় বরং যে কোন মিউজিয়ামের ক্ষেত্রে এটা বলা যায় যে, সেখানে থাকা বিষয়বস্তুগুলো শুধুমাত্র আমাদের অতীত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয় না বরং সে সম্পর্কে বিস্তারিত কিছু বর্তমানের সাথে তুলনা করে অধীক তথ্য আহরণের সম্ভাবনা খুলে দেয়। তাই এই সমস্ত জায়গা আমরা যত বেশী ভ্রমণ করবো নতুন নতুন তথ্য ততো বেশী জানতে পারবো।
আমি এই পর্বে দেখানোর চেষ্টা করেছি, কমন অটার, গোল্ডেন শেয়াল, সজারু, ইন্ডিয়ান প্যাঙ্গোলিন, ইউরেসিয়ান লিঙ্কস, ইন্ডিয়ান উলফ, নর্দান পিগ-টেইন্ড ম্যাকাক, ওয়াইল্ড বোর, স্পটেড হরিণ, এশিয়ান ওয়াইল্ড অ্যাস, ব্রাউন বিয়ার কংকাল এবং তারপর জিওলজিক্যাল গ্যালারীর কয়েকটি ভিন্ন রকম দৃশ্য। বরাবরের মতো আশা করছি দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। পরের পর্বে আরো কিছু ভিন্ন রকম দৃশ্য শেয়ার করার চেষ্টা করবো।
তারিখঃ মার্চ ২৬, ২০২৩ইং।
লোকেশনঃ ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
আমাদের এই সবুজ শ্যামল পরিবেশ কখনো অতিবৃষ্টি আবার কখনো অনাবৃষ্টি। বিভিন্ন অঞ্চলে এটা বিভিন্ন রকম হয়ে থাকে। যাই হোক দুর্ভোগ সবসময় কম বেশি থেকেই যায় সব সময় চাই সেটা থেকে সবাই মুক্ত থাকুক । ইন্ডিয়ান মিউজিয়ামের ফটোগ্রাফি বিভিন্ন প্রাণীর স্মৃতি ভাস্কার্য দেখতে পেলাম। যেটা আপনার ভ্রমণের মাধ্যমে আমাদের দেখা হয়ে গেল ভালো লাগলো।
হুম তবে পরিবেশের অনাকাংখিত পরিবর্তনের ফল খুব একটা ভালো হচ্ছে না এখন, সবুজ শ্যামল আর সবুজ থাকছে না।
ভাইয়া আপনি প্রতি নিয়তো আমাদের সাথ সুন্দর সুন্দর কিছু পোস্ট করে যান। আজও বেশ সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন। আর আপনার আজকের পোস্ট হলো কলিকাতা ভ্রমণের ২১তম সপ্তাহের ফটোগ্রাফি। আজ আজ আপনার ফটোগ্রাফিতে স্থান পেয়েছে বেশ সুন্দর কিছু পশুর ফটোগ্রাফি। যেগুলো আসলে সামনা সামনি দেখাটা বেশ দুস্কর ব্যাপার। তবুও আজ আপনার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে বেশ সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি দেখতে পেলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আসলেই কলকাতা মিউজিয়ামটা অনেক বড় এবং দেখার অনেক কিছুই আছে। ধন্যবাদ
আপনার সাথে আমি একদম একমত বইয়ের জ্ঞান আর বাস্তব অভিজ্ঞতা দুটোই আলাদা।বইয়ের জ্ঞানের চাইতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বেশি কার্যকর।আপনি আজ কলকাতা মিউজিয়ামের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। যদিও আপনি বলেছিলেন সময়ের জন্য বেশী ফটোগ্রাফি করতে পারেননি।তারপরে ও তো কম নয়। 🤔যাক অনেক কিছু দেখলাম,জানলাম,বুঝলাম। পরের পর্বে আরো ভিন্ন কিছু দেখবো এমনটাই প্রত্যাশা করি।অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য।
আমারও আসলে এটাই মনে হয় হাফিজ ভাই যে আমরা পাঠ্যপুস্তক থেকে যতটা না জ্ঞান অর্জন করতে পারি তার থেকেও বাস্তবতা আমাদের অনেক বেশি কিছু শিখিয়ে যায়। আসলে আমি যখন কলকাতা মিউজিয়াম গেছিলাম তখন বেশ কিছু জায়গা বন্ধ ছিল। তবে আপনি আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এগুলো আমি দেখে এসেছিলাম। অনেকদিন পর দেখলাম তো এজন্য বেশ ভালো লাগছে দেখতে।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
হৃদয়ের টানে কোলকাতা গল্পের ২১ তম পর্ব পড়ে অনেক ভালো লেগেছে ভাইয়া।জি একদম ঠিক বলেছেন আপনি,সমস্যা যেগুলো আছে থাকবেই।বৃষ্টি গেলেই যে সমস্যা যাবে এরকম ভাবাও এক ধরনের বোকামি।তাই সকল পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের।মিউজামে গেলেই অতীত সম্পর্কে অবগত হওয়া যায় যেকোনো দেশের ।ভালো লেগেছে ভাইয়া ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।